বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

ধাতুকে গরম করলে সাধারণত লাল হয়ে যায় কেন ?

ধাতুকে গরম করলে সাধারণত লাল হয়ে যায় কেন ?
ধাতব বস্তুকে গরম করা হলে তার পরমাণুর ইলেকট্রনগুলি শক্তি সঞ্চয় করে উচ্চতর শক্তি সম্পন্ন কক্ষপথে চলে যায় । আবার এক জায়গায় দীর্ঘক্ষণ না থেকে নিম্নশক্তির কক্ষপথে চলে আসে । প্রথমাবস্থায় তারা ইনফ্রারেড রশ্মি বিকীরণ করতে পারে। কিন্তু উত্তাপ আরও বৃদ্ধি করলে দৃশ্যমান আলোর বর্ণালী বিকীরণ করে । যা লাল দিয়ে শুরু হয় । এইজন্য আমরা গরম ধাতব বস্তুকে লাল দেখি । এরপর যদি ঐ লাল ঊত্তপ্ত বস্তুটিকে আরও গরম করা হয় তাহলে অন্য দৃশ্যমান আলোর বর্ণালী যথা হলুদ, নীল ইত্যাদি দেখব ।

ডেড সি তে মানুষ ভাসার কারণ কি ?

ডেড সি তে মানুষ ভাসার কারণ কি ?
নামেতে সমুদ্র হলেও আসলে ডেড-সি একটি হ্রদ । এটি ইসরাইল ও জর্ডানের মাঝখানে অবস্থিত । এর পানির তল সমুদ্রপৃষ্ঠের চেয়েও ৩৯৩ মিটার নিচে । আগে কোনো দিন এটি সাগরের সঙ্গে যুক্ত ছিল, আকাবা উপসাগরের মাধ্যমে । এখন কিন্তু এটি অবরুদ্ধ হ্রদ ছাড়া আর কিছু নয় এবং এর অবস্থান আরবের শুষ্ক অঞ্চলে হওয়ার ফলে হ্রদ থেকে বাষ্পীভবন অর্থাৎ পানি থেকে বাষ্প হওয়ার প্রবণতা অনেক বেশি । আর সেখানে বৃষ্টিপাতও নাম মাত্র হয় । তাই প্রতিদিনই নদীবাহিত লবণ জমে ডেড-সি এর পানিতে লবণের অনুপাত বেড়ে যাচ্ছে । বাড়তে বাড়তে এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে এর পানির আপেক্ষিক গুরুত্ব মানুষের পুরো শরীরের আপেক্ষিক গুরুত্বের চেয়েও বেশী । ফলে কোনো মানুষই এর পানিতে ঝাঁপ দিলে এখন আর ডোবেনা, ভেসেই থাকে । শুধু ডেড-সি নয়, আমেরিকা যুক্ত্রাষ্ট্রের গ্রেট সল্ট লেকেরও এখন প্রায় একই অবস্থা ।
( উল্লেখ্যঃ ডেড-সি সম্পর্কে একটা ধারণা আছে ইসলাম ধর্মে যে, হযরত ইব্রাহীম(আঃ)এর ভ্রাতুষ্পুত্র লুত (আঃ) কে আল্লাহ তাআলা নবুয়ত দান করে জর্ডান ও বায়তুল মোকাদ্দাসের মধ্যবর্তী সাদূমের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। তখনকার সময়ে ঐ এলাকার মাটি অত্যন্ত উর্বর ছিল যার ফলে ঐ এলাকায় শস্য ও ফলের মাত্রাতিরিক্ত প্রাচুর্য ছিল এবং ঐ এলাকার মানুষ এতসব প্রাচুর্য পেয়ে কাম নেশায় মত্ত্ব হতে থাকে, তারা সবাই সমকামী ছিল । শুধুমাত্র লুত(আঃ)ও তার ২টি কন্যা ছাড়া কেউ মুসলমান ছিল না। । তখন আল্লাহ তাআলা গজব দেন ঐ এলাকাতে, গজবের ফল হিসেবে ঐ এলাকায় ফসল হয় নি, বৃষ্টির ফোটা পরেনি । এরপর থেকে ঐ সাগরের নাম মরা সাগর হয়ে যায়, যাকে এখন আমরা ডেড-সি বলি, অনেকে এটাকে লূত সাগরও বলে থাকে ।)

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

জিপি কানেকশন আর জিপি মডেম



জিপি কানেকশন আর জিপি মডেম নিয়ে অনেকই হয়তো বিপাকে পড়েছেন। কোন সময় নেট স্পিড কম আবার কোন সময় ভালো কোন প্যাকেজ নাই। এর সাথে নতুন সমস্যা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে জিপি ইউজাররা ব্লগস্পট সাইট ওপেন করতে পাড়ছেন না। সব ব্যাপার গুলো ভেবেই অনেকে হয়তো চাচ্ছেন জিপি বাদ দিয়ে অন্য কোন অপারেটরের নেট কানেকশন চালাবেন।

কিন্তু বাধ সাধে আবার সেই জিপি মডেম। জিপি’র মডেম দিয়ে তো আর অন্য কানেকশন চালান যাবে না, আরেক টা মডেম কিনতে হবে আরও কিছু টাকার ধাক্কা। আর এতসব ভেবেই চ্যাঞ্জ করার হচ্ছেনা দুনিয়ার সবচেয়ে ফালতু কানেকশন। আজ আমি আপনাদের মাঝে যে ব্যাপারটা শেয়ার করতে যাচ্ছি টা হচ্ছে… আপনি জিপি মডেম দিয়েই অন্য যে কোন অপারেটরের নেট কানেকশন চালাতে পারবেন। এভাবে হয়তো অনেকেই চালাচ্ছেন কিন্তু আমার মনে হয় না জানা লোকের সংখ্যাই অনেকে অনেক বেশি। আর তাদের জন্যই আমার আজকের এই টিউন। চলুন দেখে নেয়া যাক কিভাবে জিপি মডেম দিয়ে অন্য অপারেটরের নেট চালান যায়…

প্রথমে জিপি মডেমের বাইডিফল্ট সফটওয়্যার টি ওপেন করুন। এখন উপরেরে দিকের টুলস থেকে অপশন এ ক্লিক করুন (Tools > Options)।

এখন যে পেজ টা আসবে ওখান থেকে আপনাকে প্রফাইল ম্যানেজমেন্ট এ ক্লিক করতে হবে, নিচের ছবির মতোন…

প্রফাইল নাম হিসাবে জিপি ইন্টারনেট দেয়া থাকবে কিন্তু নতুন কানেকশনটার জন্য এখানে আপনাকে একটা নতুন প্রফাইল তৈরি করতে হবে। ডান দিকে New এ ক্লিক করুন।

নিচের পেজটার মতো একটা পেজ ওপেন হবে… এখনে আপনাকে Profile Name, APN এবং Access Number দিয়ে একটা নতুন প্রফাইল করতে হবে।

আচ্ছা চলুন কোন ইন্টারনেট কানেকশন এর জন্য কিভাবে আমরা কনফিগার করবো স্ক্রিন শটের মাধ্যমে দেখে নেয়া যাক।

একটেলের জন্যঃ

Profile Name এ Aktel type করুন। APN টা Static Select করে বক্সে internet/robi লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন…

এখন মডেমে আপনার একটেল সিম ভোরে নিন আর জিপি’র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Aktel কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে একটেল নেট চালু।

বাংলালিংকের জন্যঃ

Profile Name এ Banglalink type করুন। APN টা Static Select করে বক্সে blweb লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন…

এখন মডেমে বাংলালিংক সিম ভোরে নিন আর জিপি’র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Banglalink কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে বাংলালিংক নেট চালু।

ওয়ারিদের জন্যঃ

Profile Name এ Warid Internet type করুন। APN টা Static Select করে বক্সে internet লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন…

এখন মডেমে আপনার ওয়ারিদ সিম ভোরে নিন আর জিপি’র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Warid Internet কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে ওয়ারিদ নেট চালু।

টেলিটকের জন্যঃ

Profile Name এ Teletalk type করুন। APN টা Static Select করে বক্সে gprsunl লিখুন। এখানে Access Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন। নিচের ছবির মতোন…

এখন মডেমে আপনার টেলিটক সিম ভোরে নিন আর জিপি’র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে Teletalk কে Select করে Connect এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি মডেমে টেলিটক নেট চালু।