শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২


@z@ দেখে নিন ২০ বছর পর কেমন হবে আপনার চেহারা!! @z@

আমি আজ আপনাদের সাথে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো তার নাম Prophecy Master। হয়তো এই সফটওয়্যারের নাম আপনারা অনেকেই শুনেছেন। যদি শুনে থাকেন বা এটি নিয়ে আগে কোথাও পোস্ট হয়ে থাকে তবে আমি দুঃখিত। আমি এর আগে একবার একটি ব্লগে এটি নিয়ে পোস্ট দেখেছিলাম। কিন্তু আফসোস সেটি ছিলো ট্রায়াল ভার্সন তাই ওই পোস্ট দেখে এতটা খুশি হতে পারিনি। আর তাই বহু জায়গা ঘুরে Prophe...cy Master এর ফুল ভার্সন খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে ও বিফল হলাম। আবশেষে আমার এক বন্ধুর কাছে পেয়ে গেলাম এর ফুল ভার্সন! Prophecy Master সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার আজকের চেহারাকে ২০ বছর পর কেমন দেখা যাবে তা দেখে নিতে পারবেন তা ও মাত্র ২টি ক্লিক করে! তাহলে এবার দেখে নিন কীভাবে এই কাজটি করবেন –

প্রথমে Prophecy Master সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন http://www.pchelplinebd.com/?p=17340 ইনস্টল করুন। (Download Password : pchelplinebd.com) এরপর ডেস্কটপে আসা “ProphecyMaster” শর্টকাট আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন। এবার Load Image এ ক্লিক করে একটি ইমেজ লোড করে Next ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ! এবার মিলিয়ে দেখুন ২০ বছর পর কেমন হবে আপনার চেহারা!! আপনি চাইলে Save বাটনে ক্লিক করে ছবিটি সংরক্ষন করতে পারবেন।
বিঃদ্রঃ সফটওয়্যারটি ফুল ভার্সন করার প্রক্রিয়া এর সাথে দেওয়া একটি PDF ফাইলে দেখানো হয়েছে।

&*&*কপি প্রটেক্টেড ডিভিডির ফাইল কপি করতে আর কোন সমস্যা হবে না*&*&*&
*************************************************


পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও আমরা পছন্দের সিডি/ডিভিডি কপি করতে পারি না ।
করতে গেলে দেখায় ! “This DVD is copy-protected” !
অর্থাৎ ডিভিডিটি কপিরাইট প্রটেক্টেড তাই কপি করা যাবে না ।রাগে তখন গা জ্বলে যায় । ডিভিডিকে কপি প্রটেক্টেড করার জন্য Content Scramble System (CSS) সিস্টেম ব্যবহার করা হয়। এর ফলে CSS এনক্রিপ্টেড ডিভিডিগুলোকে ডিক্রিপ্ট না করে কপি করা অসম্ভব। তাই এই ধরনের ডিভিডি করতে ডিক্রিপ্ট করার সফটওয়্যার লাগবে।এরকমই একটি সফট DVD43 এটি সর্ম্পূন ফ্রিওয়্যার ডিক্রিপ্টার।এটি ব্যাকগ্রাউন্ডে থেকে একেবারে রিয়েলটাইমে ডিভিডিকে ডিক্রিপ্ট করতে পারদর্শী। এর ফলে প্রটেক্টেড ডিভিডি থেকে সহজেই কপি করা যায়। সফটটি এখান থেকে ডাউনলোড করুন http://www.pchelplinebd.com/?p=24536
ডাউনলোডের পর সেটআপ করুন। ইনস্টলের পর পিসি রিস্টার্ট করুন,এরপর পিসি চালূ করলে সিস্টেম ট্রেতে একটি হলুদ আইকন দেখতে পাবেন। যখনই আপনি কপি প্রটেক্টেড ডিভিডি পিসিতে প্রবেশ করাবেন তখন আইকনটি সবুজ হয়ে যাবে। সবুজ সংকেতের মানে হচ্ছে কপি করতে বাধা নেই । ডিভিডি বার্নিং সফটওয়্যারের সাহায্যে কাংখিত ডিভিডিটি কপি করে ফেলুন
► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)।

► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।

► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।

► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ
বন্ধ অবস্থাতেই থাকে।

► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ।

► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।

► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত।