► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)।
► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ
বন্ধ অবস্থাতেই থাকে।
► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ।
► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।
► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন