শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২


&*&*কপি প্রটেক্টেড ডিভিডির ফাইল কপি করতে আর কোন সমস্যা হবে না*&*&*&
*************************************************


পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও আমরা পছন্দের সিডি/ডিভিডি কপি করতে পারি না ।
করতে গেলে দেখায় ! “This DVD is copy-protected” !
অর্থাৎ ডিভিডিটি কপিরাইট প্রটেক্টেড তাই কপি করা যাবে না ।রাগে তখন গা জ্বলে যায় । ডিভিডিকে কপি প্রটেক্টেড করার জন্য Content Scramble System (CSS) সিস্টেম ব্যবহার করা হয়। এর ফলে CSS এনক্রিপ্টেড ডিভিডিগুলোকে ডিক্রিপ্ট না করে কপি করা অসম্ভব। তাই এই ধরনের ডিভিডি করতে ডিক্রিপ্ট করার সফটওয়্যার লাগবে।এরকমই একটি সফট DVD43 এটি সর্ম্পূন ফ্রিওয়্যার ডিক্রিপ্টার।এটি ব্যাকগ্রাউন্ডে থেকে একেবারে রিয়েলটাইমে ডিভিডিকে ডিক্রিপ্ট করতে পারদর্শী। এর ফলে প্রটেক্টেড ডিভিডি থেকে সহজেই কপি করা যায়। সফটটি এখান থেকে ডাউনলোড করুন http://www.pchelplinebd.com/?p=24536
ডাউনলোডের পর সেটআপ করুন। ইনস্টলের পর পিসি রিস্টার্ট করুন,এরপর পিসি চালূ করলে সিস্টেম ট্রেতে একটি হলুদ আইকন দেখতে পাবেন। যখনই আপনি কপি প্রটেক্টেড ডিভিডি পিসিতে প্রবেশ করাবেন তখন আইকনটি সবুজ হয়ে যাবে। সবুজ সংকেতের মানে হচ্ছে কপি করতে বাধা নেই । ডিভিডি বার্নিং সফটওয়্যারের সাহায্যে কাংখিত ডিভিডিটি কপি করে ফেলুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন