শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১২


@z@ দেখে নিন ২০ বছর পর কেমন হবে আপনার চেহারা!! @z@

আমি আজ আপনাদের সাথে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো তার নাম Prophecy Master। হয়তো এই সফটওয়্যারের নাম আপনারা অনেকেই শুনেছেন। যদি শুনে থাকেন বা এটি নিয়ে আগে কোথাও পোস্ট হয়ে থাকে তবে আমি দুঃখিত। আমি এর আগে একবার একটি ব্লগে এটি নিয়ে পোস্ট দেখেছিলাম। কিন্তু আফসোস সেটি ছিলো ট্রায়াল ভার্সন তাই ওই পোস্ট দেখে এতটা খুশি হতে পারিনি। আর তাই বহু জায়গা ঘুরে Prophe...cy Master এর ফুল ভার্সন খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে ও বিফল হলাম। আবশেষে আমার এক বন্ধুর কাছে পেয়ে গেলাম এর ফুল ভার্সন! Prophecy Master সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার আজকের চেহারাকে ২০ বছর পর কেমন দেখা যাবে তা দেখে নিতে পারবেন তা ও মাত্র ২টি ক্লিক করে! তাহলে এবার দেখে নিন কীভাবে এই কাজটি করবেন –

প্রথমে Prophecy Master সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন http://www.pchelplinebd.com/?p=17340 ইনস্টল করুন। (Download Password : pchelplinebd.com) এরপর ডেস্কটপে আসা “ProphecyMaster” শর্টকাট আইকনে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন। এবার Load Image এ ক্লিক করে একটি ইমেজ লোড করে Next ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ! এবার মিলিয়ে দেখুন ২০ বছর পর কেমন হবে আপনার চেহারা!! আপনি চাইলে Save বাটনে ক্লিক করে ছবিটি সংরক্ষন করতে পারবেন।
বিঃদ্রঃ সফটওয়্যারটি ফুল ভার্সন করার প্রক্রিয়া এর সাথে দেওয়া একটি PDF ফাইলে দেখানো হয়েছে।

&*&*কপি প্রটেক্টেড ডিভিডির ফাইল কপি করতে আর কোন সমস্যা হবে না*&*&*&
*************************************************


পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও আমরা পছন্দের সিডি/ডিভিডি কপি করতে পারি না ।
করতে গেলে দেখায় ! “This DVD is copy-protected” !
অর্থাৎ ডিভিডিটি কপিরাইট প্রটেক্টেড তাই কপি করা যাবে না ।রাগে তখন গা জ্বলে যায় । ডিভিডিকে কপি প্রটেক্টেড করার জন্য Content Scramble System (CSS) সিস্টেম ব্যবহার করা হয়। এর ফলে CSS এনক্রিপ্টেড ডিভিডিগুলোকে ডিক্রিপ্ট না করে কপি করা অসম্ভব। তাই এই ধরনের ডিভিডি করতে ডিক্রিপ্ট করার সফটওয়্যার লাগবে।এরকমই একটি সফট DVD43 এটি সর্ম্পূন ফ্রিওয়্যার ডিক্রিপ্টার।এটি ব্যাকগ্রাউন্ডে থেকে একেবারে রিয়েলটাইমে ডিভিডিকে ডিক্রিপ্ট করতে পারদর্শী। এর ফলে প্রটেক্টেড ডিভিডি থেকে সহজেই কপি করা যায়। সফটটি এখান থেকে ডাউনলোড করুন http://www.pchelplinebd.com/?p=24536
ডাউনলোডের পর সেটআপ করুন। ইনস্টলের পর পিসি রিস্টার্ট করুন,এরপর পিসি চালূ করলে সিস্টেম ট্রেতে একটি হলুদ আইকন দেখতে পাবেন। যখনই আপনি কপি প্রটেক্টেড ডিভিডি পিসিতে প্রবেশ করাবেন তখন আইকনটি সবুজ হয়ে যাবে। সবুজ সংকেতের মানে হচ্ছে কপি করতে বাধা নেই । ডিভিডি বার্নিং সফটওয়্যারের সাহায্যে কাংখিত ডিভিডিটি কপি করে ফেলুন
► আমবার্টা হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে লম্বা হিমবাহ (২৪৯ মাইল)।

► বাংলাদেশে ১৯৯২ সাল থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়।

► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।

► বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ
বন্ধ অবস্থাতেই থাকে।

► ভুটান হল বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ।

► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম বিডিনিউজ২৪.কম।

► পৃথিবীর প্রায় ৩২.২ মিলিয়ন মানুষ HIV ভাইরাস দ্বারা আক্রান্ত।

মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২

ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে ইচ্ছা করছে, কিন্তু কম্পিউটারে বা মুঠোফোনে কিবোর্ডে হাত দিয়ে স্ট্যাটাসটি কম্পোজ করতে ইচ্ছা করছে না তাই তো। এমন যদি হতো, আপনি যা বলছেন তা শুনে নিজে নিজেই কম্পোজ হয়ে গেল স্ট্যাটাসটি। হ্যাঁ পাঠক, এটি সম্ভব আপনি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন ব্যবহার করে থাকেন তাহলে এটি খুব সহজেই সম্ভব। এ জন্য আপনাকে ‘স্ট্যাটাস এমসি’ সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে।
এই সফটওয়্যার সংগ্রহের জন্য https://market.android.com/details?id=com.coolbeans.fbstatus&hl=en এ ঠিকানায় যেতে হবে। এ সফটওয়্যারটি বিনা মূল্যে পাওয়া যাবে। এর আকার মাত্র ১১২ কিলোবাইট।
শুধু ইংরেজিতেই ফেসবুক স্ট্যাটাস আপডেট করা যাবে এ সফটওয়্যারের সাহায্যে। আর ফোনের ব্রাউজারে আগে থেকেই ফেসবুকে লগ ইন করা থাকতে হবে। অ্যান্ড্রয়েড মার্কেটে এ সফটওয়্যারটির রেটিং ৪.২ (৫ এর মধ্যে)


জান্নাতে নারীদের অবস্থা কী হবে, জান্নাতে তাদের জন্য কী অপেক্ষা করছে- এ ব্যাপারে এমন কয়েকটি পয়েন্ট এই লেখায় একত্রিত করা হয়েছে, যা থেকে এ বিষয়ে সুস্পষ্ট ধারণায় উপনীত হওয়া যাবে।

আমাদের উচিত হবে নারীরা জান্নাতে তাদের জন্য অপেক্ষমান নেকি ও নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলে তাদেরকে হতোদ্যম না করা। কারণ, মানব প্রকৃতি তার আগামী ও ভবিষ্যত নিয়ে ভাবতে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবা রাজিআল্লাহু আনহুমের জান্নাত ও জান্নাতের নেয়ামত সংক্রান্ত এ ধরনের প্রশ্ন শুনে অপছন্দ করেন নি। যেমন আবূ হুরায়রা রাজিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

‘আমরা বললাম, হে আল্লাহর রাসূল, জান্নাত সম্পর্কে আমাদের ধারণা দিন। কী দিয়ে জান্নাত নির্মিত হয়েছে? তিনি বললেন, ‘তার দেয়ালের একটি করে ইট সোনা দিয়ে এবং আরেকটি ইট রুপা দিয়ে নির্মিত। তার সিমেন্ট হলো উন্নত মৃগনাভী, তার প্লাস্টার ইয়াকূত ও মোতি এবং তার মাটি ওয়ারছ (নামের সুগন্ধি) ও জাফরান। যারা এতে প্রবেশ করবে তারা অমর হবে; কখনো মারা যাবে না। সুখী হবে; অসুখী হবে না। তাদের যৌবন শীর্ণ হবে না। আর তাদের কাপড় ছিন্নভিন্ন করা হবে না।’ [মুসনাদ আহমদ : ৯৭৪৪ ; মুসনাদ দারেমী : ২৮৬৩]

আরেকবার তাঁরা জিজ্ঞেস করেন, যেমনটি বর্ণিত হয়েছে আবূ হুরায়রা রাজিআল্লাহু আনহু থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, জান্নাতে আমরা কি আমাদের স্ত্রীদের কাছে পৌঁছতে পারব? তিনি বললেন, ‘কোনো কোনো ব্যক্তি (জান্নাতে) দিনে একশত জন কুমারীর কাছে পৌঁছবে।’ [তাবরানী, আল-মু‘জামুল কাবীর : ১৩০৫]

মানব মন বলতেই- চাই তা নর বা নারী হোক- জান্নাত ও জান্নাতের মনোরম নেয়ামতসমূহের আলোচনা শুনতেই তা আগ্রহী ও প্রফুল্ল হয়ে ওঠে। নেক আমল বাদ দিয়ে কেবল স্বপ্ন বিলাস না হলে তা উত্তম বৈ কি। কারণ আল্লাহ তায়ালা মুমিনদের উদ্দেশে বলেন,
‘আর এটিই জান্নাত, নিজেদের আমলের ফলস্বরূপ তোমাদেরকে এর অধিকারী করা হয়েছে।’ [সূরা আয্-যুখরুফ, আয়াত : ৭২]
তাই দেখা যায়, সাহাবায়ে কেরাম রাজিআল্লাহু আনহুম জান্নাতের বিবরণ শুনে নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর আমলের মাধ্যমে সেগুলোকে কার্যে পরিণত করেছেন।

আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।’ {সূরা আলে ইমরান, আয়াত : ১৩৩}

এ আয়াত থেকে অনুধাবিত হয় যে, জান্নাতকে প্রস্তুত করা হয়েছে খোদাভীরুদের জন্য। জান্নাত ও জান্নাতের নেয়ামতসমূহ নারী বাদে কেবল পুরুষদের জন্য নয়। বরং তা উভয় শ্রেণীর খোদাভীরুদের জন্য প্রস্তুত করা হয়েছে। এ বিষয়টিকে দ্ব্যর্থহীন করে আল্লাহ সুবহানুহু ওয়া তায়ালা বলেন, ‘আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে নেককাজ করবে এমতাবস্থায় যে, সে মুমিন, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুরবীচির আবরণ পরিমাণ জুলুমও করা হবে না।’ {সূরা আন-নিসা, আয়াত : ১২৪}

নারীদের কর্তব্য হবে জান্নাতে প্রবেশের বিস্তারিত তথ্যানুসন্ধান আর এ সংক্রান্ত অপ্রয়োজনীয় প্রশ্নের তুবড়ি না ছুটানো। যেমন : জান্নাতে তাদের কী করা হবে, তারা কোথায় থাকবে ইত্যাকার প্রশ্ন। ভাবখানা এমন যে, সে যেন কোনো জীবননাশা মরুতে পা রাখতে যাচ্ছে !

তার জন্য এ কথা জানাই যথেষ্ট হওয়া উচিত যে, শুধু জান্নাতে প্রবেশের বদৌলতেই তার ওপর দিয়ে বয়ে যাওয়া তাবৎ দুঃখ ও গ্লানী দূর হয়ে যাবে। সেসব রূপান্তরিত হবে অপার্থিব সৌভাগ্য এবং অনন্ত শান্তিতে। জান্নাত সম্পর্কে আল্লাহর এ বিবরণই তার জন্য যথেষ্ট হতে পারে, যেখানে তিনি বলেছেন : ‘সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না।’ {সূরা আল-হিজর, আয়াত : ৪৮}

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তা-ই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী।’ {সূরা আয্-যুখরুফ, আয়াত : ৭১}

এসবের আগে তার জন্য যথেষ্ট হতে পারে জান্নাতের অধিবাসীদের সম্পর্কে আল্লাহর এই বাণী, যেখানে তিনি বলেন :
‘আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা মহাসাফল্য।’ {সূরা আল-মায়িদা, আয়াত : ১১৯}

আল্লাহ রাব্বুল আলামীন যেখানেই জান্নাতের নেয়ামতরাজির আলোচনা করেন, যার মধ্যে রয়েছে অসংখ্য পদের সুখাদ্য, অনির্বচনীয় সুন্দর দৃশ্যাবলি, সুরম্য সব আবাস এবং অনিন্দ্য বস্ত্রসামগ্রী, তার সবই নারী-পুরুষ উভয় শ্রেণীর জন্য প্রস্তুত করা হয়েছে। পূর্বে উল্লেখিত নিয়ামতসম্ভার সবাই ভোগ করবে জান্নাতে।

বাকি থাকে কেবল এই প্রশ্ন, আল্লাহ তো পুরুষদেরকে ডাগর চোখ বিশিষ্ট হূর ও অপরূপা নারীদের কথা বলে জান্নাতের প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত করেছেন। অথচ নারীদের প্রলুব্ধকর এমন কিছু বলেন নি। নারীরা সাধারণ এরই কারণ জানতে চান। এর জবাবে আমি বলি :
১- প্রথমত আল্লাহর এই বাণীটি আমাদের মাথায় রাখতে হবে :

‘তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।’ {সূরা আল-আম্বিয়া, আয়াত : ২৩}

তবে শরিয়তের সুনির্দিষ্ট উদ্ধৃতি এবং ইসলামের মূলনীতির আলোকে এর হেকমত ও তাৎপর্য অনুধাবনের মানসিকতায় কোনো দোষ নেই।

নারী প্রকৃতি বলতেই লজ্জার ভূষণে শোভিত। এ জন্যই আল্লাহ তায়ালা তাদেরকে সে নেয়ামতের বর্ণনা দিয়ে জান্নাতের প্রতি লালায়িত করেন নি যা তাদেরকে লজ্জায় মাথা অবনত করে।

এটাও সুবিদিত যে, নরের প্রতি নারীর আকর্ষণ ঠিক তেমন নয় যেমন নারীর প্রতি নরের আকর্ষণ। তাই দেখা যায় আল্লাহ জান্নাতে নারীর কথা বলে পুরুষদের আগ্রহী করেছেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণীকেও প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমার পরে আমি পুরুষের জন্য নারীর চেয়ে ক্ষতিকর আর কিছু রেখে যাই নি।’ [বুখারি : ৫০৯৬; মুসলিম : ৭১২২]

পক্ষান্তরে পুরুষের প্রতি আকর্ষণের চেয়েও নারীদের আকর্ষণ বেশি অলংকার ও পোশাকের সৌন্দর্যের প্রতি। কারণ এটি তাদের সহজাত প্রকৃতি। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘আর যে অলংকারে লালিত পালিত হয়......।’ {সূরা আয্-যুখরুফ, আয়াত : ১৮}

শায়খ উসাইমিন (রহ) বলেন, আল্লাহ তায়ালা স্ত্রীদের কথা উল্লেখ করেছেন স্বামীদের জন্য। কারণ, স্বামীই হলেন স্ত্রীর কামনাকারী এবং তার প্রতি মোহিত। এ জন্যই জান্নাতে পুরুষদের জন্য স্ত্রীদের কথা বলা হয়েছে আর নারীদের জন্য স্বামীদের ব্যাপারে নিরবতা অবলম্বন করা হয়েছে। কিন্তু এর দাবি শুধু এই নয় যে, তাদের স্বামী থাকবে না। বরং তাদের জন্যও আদম সন্তানদের মধ্য থেকে স্বামী থাকবে।

দুনিয়ায় নারীদের অবস্থা নিম্নোক্ত প্রকারগুলোর বাইরে নয় :
১- হয়তো সে বিয়ের আগেই মারা যাবে।
২- কিংবা সে মারা যাবে তালাকের পর অন্য কারো সাথে বিয়ের আগে।
৩- কিংবা সে বিবাহিতা কিন্তু –আল্লাহ রক্ষা করুন- তার স্বামী তার সঙ্গে জান্নাতে যাবে না।
৪- কিংবা সে তার বিয়ের পরে মারা যায়।
৫- কিংবা তার স্বামী মারা গেল আর সে আমৃত্যু বিয়ে ছাড়াই রইল।
৬- কিংবা তার স্বামী মারা গেল। তারপর সে অন্য কাউকে বিয়ে করল।

দুনিয়াতে নারীদের এ কয়টি ধরনই হতে পারে। আর এসবের প্রত্যেকটির জন্যই জান্নাতে স্বতন্ত্র অবস্থা রয়েছে :

১- যে নারী বিয়ের আগে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার কোনো পুরুষের সঙ্গে বিয়ে দেবেন। কারণ আবূ হুরায়রা রাজিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেয়ামতের দিন যে দলটি প্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল; আর তৎপরবর্তী দলের চেহারা হবে আসমানে মুক্তার ন্যায় ঝলমলে নক্ষত্র সদৃশ উজ্জ্বল। তাদের প্রত্যেকের থাকবে দু’জন করে স্ত্রী, যাদের গোশতের ওপর দিয়েই তাদের পায়ের গোছার ভেতরস্থ মজ্জা দেখা যাবে। জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না।’ [মুসলিম : ৭৩২৫]

শায়খ উসাইমিন বলেন, যদি ইহকালে মহিলার বিয়ে না হয়ে থাকে তবে আল্লাহপাক তাকে জান্নাতে এমন একজনের সঙ্গে বিয়ে দেবেন যা দেখে তার চোখ জুড়িয়ে যাবে। কারণ, জান্নাতের নেয়ামত ও সুখসম্ভার শুধু পুরুষদের জন্য নয়। বরং তা নারী ও পুরুষ উভয়ের জন্য বরাদ্দ। জান্নাতের নেয়ামতসমূহের একটি এই বিয়ে।

২- তালাকপ্রাপ্ত হয়ে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে অনুরূপ।

৩- একই অবস্থা ওই নারীর, যার স্বামী জান্নাতে প্রবেশ করেন নি। শায়খ উসাইমিন বলেন, ‘মহিলা যদি জান্নাতবাসী হন আর তিনি বিয়ে না করেন কিংবা তাঁর স্বামী জান্নাতি না হন, সে ক্ষেত্রে তিনি জান্নাতে প্রবেশ করলে সেখানে অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিয়ে করেন নি।’ অর্থাৎ তাদের কেউ তাকে বিয়ে করবেন।

৪- আর যে নারী বিয়ের পর মারা গেছেন জান্নাতে তিনি সেই স্বামীরই হবেন যার কাছ থেকে ইহলোক ত্যাগ করেছেন।

৫- যে নারীর স্বামী মারা যাবে আর তিনি পরবর্তীতে আমৃত্যু বিয়ে না করবেন, জান্নাতে তিনি এ স্বামীর সঙ্গেই থাকবেন।

৬- যে মহিলার স্বামী মারা যায় আর তিনি তার পরে অন্য কাউকে বিয়ে করেন, তাহলে তিনি যত বিয়েই করুন না কেন জান্নাতে সর্বশেষ স্বামীর সঙ্গী হবেন। কারণ, আবু দারদা রাজিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘মহিলা তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবে।’ [জামে‘ ছাগীর : ৬৬৯১; আলবানী, সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা : ৩/২৭৫]
হযরত হুযায়ফা রাজিআল্লাহু আনহু তাঁর স্ত্রীর উদ্দেশে বলেন, ‘যদি তোমাকে এ বিষয় খুশি করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে থাকবে তবে আমার পর আর বিয়ে করো না। কেননা জান্নাতে নারী তার সর্বশেষ দুনিয়ার স্বামীর সঙ্গে থাকবেন। এ জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাঁর স্ত্রীদের জন্য অন্য কারো সঙ্গে বিবাহ বন্ধনে জড়ানো হারাম করা হয়েছে। কেননা তাঁরা জান্নাতে তাঁরই স্ত্রী হিসেবে থাকবেন।’ [বাইহাকী, আস-সুনান আল-কুবরা : ১৩৮০৩]

হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিআল্লাহু আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের সালাতে খুতবায় নারীদের উদ্দেশে বলেন, ‘হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি সদকা করো। কেননা, আমি জাহান্নামের অধিবাসী বেশি তোমাদের দেখেছি।’ মহিলারা বললেন, কেন হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ‘তোমরা অধিকহারে অভিশাপ দাও এবং স্বামীর অকৃজ্ঞতা দেখাও। বুদ্ধিমান পুরুষকে নির্বোধ বানাতে অল্প বুদ্ধি ও খাটো দীনদারির আর কাউকে তোমাদের চেয়ে অধিক পটু দেখিনি।’ তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জ্ঞান ও দীনদারির ঘাটতি কী? তিনি বললেন, ‘মহিলাদের সাক্ষী কি পুরুষদের সাক্ষীর অর্ধেক নয়?’ তাঁরা বললেন, জী, হ্যাঁ। তিনি বললেন, ‘এটিই তাদের জ্ঞানের অল্পতা। যখন তাদের মাসিক শুরু হয় তখন কি তারা সালাত ও সাওম (রোজা) বাদ দেয় না?’ তাঁরা বললেন, জী, হ্যাঁ। তিনি বললেন, ‘এটিই তাদের দীনদারিতে স্বল্পতা।’ [বুখারি : ৩০৪]

আরেক হাদিসে বলা হয়েছে, ইমরান ইবনে হুসাইন রাজিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘জান্নাতের সবচে কম অধিবাসী হবে নারী।’ [মুসলিম : ৭১১৮; মুসনাদ আহমদ : ১৯৮৫০]

অন্যদিকে আরেক সহিহ হাদিসে বলা হয়েছে, জান্নাতে দুনিয়াবাসীর স্ত্রী হবে তার দুনিয়ার স্ত্রী থেকে দু’জন। যেমন ইমাম মুসলিম (রহ) বলেন, ‘আমার কাছে আমর নাকেদ ও ইয়াকূব ইবনে ইবরাহিম দাওরাকি ইবন উলাইয়া থেকে বর্ণনা করেন, আর শব্দগুলো ইয়াকূবের। উভয়ে বলেন, আমাদের কাছে ইসমাঈল ইবনে উলাইয়া বর্ণনা করেন, আমাদেরকে আইয়ূব মুহাম্মদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতে পুরুষ না নারীর সংখ্যা বেশি হবে তা নিয়ে তারা পরস্পর গর্ব বা বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তখন আবূ হুরায়রা রাজিআল্লাহু আনহু বলেন, আবুল কাসেম (রাসূলুল্লাহ) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নি, ‘কেয়ামতের দিন যে দলটি প্রথম জন্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল; আর তৎপরবর্তী দলের চেহারা হবে আসমানে মুক্তার ন্যায় ঝলমলে নক্ষত্রের মতো উজ্জ্বল। তাদের প্রত্যেকের থাকবে দু’জন করে স্ত্রী যাদের গোশতের ওপর দিয়েই তাদের পায়ের গোছার ভেতরস্থ মজ্জা দেখা যাবে। আর জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না।’ [মুসলিম : ৭৩২৫]

সারকথা, নারীদের প্রত্যাশা ও আত্মবিশ্বাস রাখা উচিত যে, তারা জাহান্নামের অধিবাসী হবেন না।

আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি মুসলিম নারীদেরকে জান্নাতুন নাঈম দানে কামিয়াব করুন। আল্লাহ তাদেরকে হেদায়াতের পথের পথিক ও পথিকৃৎ বানিয়ে দেন এবং তাদের কাছ থেকে নারীর শত্রু ও ধ্বংসকারী নারী ও পুরুষ শয়তানকে দূরে সরিয়ে দেন। সবশেষে আল্লাহ আমাদের নবি মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবির ওপর শান্তি বর্ষণ করুন। আমিন।
<<<<<<<<যেকোন ফাইল ডিলিট করার এক অনন্য সফটওয়্যার>>>>>>>
অনেক সময় পিসি থেকে কোন কোন ফাইল মুছতে চাইলেও তা মুছা যায় না।বিশেষ করে ভাইরাস আক্রান্ত ফাইলগুলো সহজে মুছা যায় না।তখন আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই ।কি করব ভেবে পাই না । এরকম অস্বস্তিকর সময়ে আনলকার নামের একটি সফটওয়্যার দিয়ে আপনি যেকোন ফাইল অতি সহজেই মুছতে ফেলতে পারবেন।মাত্র ২১৫ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি এখান থেকে http://www.pchelplinebd.com/?p=5591 নামিয়ে নিন ।এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন।এখন যে ফাইলটি মুছতে চান সেটি নির্বাচিত করে মাউসের ডান ক্লীক দিয়ে Unlocker অপশনে যান,এখান ড্রপডাওন মেনু থেকে delete নির্বাচন করে ok দিন।যদি অনেকগুলো ফাইল নির্বাচিত করে থাকেন তাহলে unlock all দিন আর শুধু একটি ফাইল হলে unlock এ ক্লীক দিন।এখন পুনরায় ডান ক্লীক করে Unlocker/ delete/ok দিলেই ফাইলটি মুছে যাবে।এছাড়াও এই সফটওয়্যারের সাহায্যে একই পদ্ধতিতে যেকোন ফাইল রিনেম করতে পারবেন,অন্যত্র সরাতে পারবেন(মুভ)।
মোবাইল হতে দেখুন http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=5591 এই লিংকে



তাহলে ফাইল ডিলিট করা নিয়ে আর চিন্তার কারন নেই আহা ! এইভাবে যদি জীবনের দু:খ কষ্টগুলো ডিলিট করা যেত তাহলে কতই না ভালো হতো…..
ভাল থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
@z@ উইন্ডোজের একঘেয়ে আইকনকে বিদায় জানান !!! এক ক্লীকে অতি সহজে তৈরী করুন নিজের ছবির আইকন ! @z@

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
উইন্ডোজের একঘেয়ে আইকন দেখে বিরক্ত হয়ে গেছেন ? ইচ্ছে করছে নিজের ছবি দিয়ে আইকন বানাতে ? তাহলে আপনার দরকার ‘ইমেজ আইকন’ নামের একটি সফটওয়্যার।মাত্র ১.০১ মেগার এই সফটওয়্যারটি http://www.pchelplinebd.com/?p=15499থেকে ডাওনলোড করে নি...ন।

সফটওয়্যারটির ব্যবহারবিধিও খুব সহজ।আপনাকে তেমন কিছু করতে হবে না।শুধু যে ছবিটির আইকন তৈরী করতে চান সেটি মাউস দিয়ে ড্রাগ করে ‘ইমেজ আইকন’এর উপর ছেড়ে দিন।তাহলেই স্বয়ংক্রীয়ভাবে আইকন তৈরী হয়ে যাবে।
>> হার্ডওয়্যার আপগ্রেড ছাড়াই কম্পিউটারের স্পীড বাড়ানো সম্ভব <<

কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই, আমরা কম্পিউটারকে আমাদের সাথে তাল মিলিয়ে চালাতে চাই, গতিময় করতে চাই। অনেক ক্ষেত্রে আমাদের অনেকের হার্ডওয়্যার আপগ্রেড করে কম্পিউটারকে গতিময় করার সামর্থ্য থাকে না। তাই, বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে এই সমস্যার সমধান পেতে চেষ্টা করি। অনেকেই অনেক বড় আকারের অপটিমাইজার, ওভারক্লক কর...ি। কিন্তু, তা ইন্সটল করতে যেমন রিসোর্স ব্যাবহার করতে হয়, তা অনেকের কম্পিউটারের কম্ফিগারেসনের সাথে মিলে উঠে না।
তাই, আজ আপনাদের সাথে শেয়ার করবঃ JetBoost নামে একটি সফটওয়্যার। হয়তবা অনেকেই জানেন, তবু ও যারা জানেননা তাদের জন্য আমার এই পোস্ট।

বিস্তারিত তথ্যঃ
ভার্সন: Beta 2.0 (ফ্রী)
সাইজ: 2.67 MB
প্লাটফর্ম:Microsoft Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions.


ব্যাবহারবিধিঃ
১. ডাউনলোড লিঙ্কঃhttp://www.pchelplinebd.com/?p=30803

২. ইন্সটল করুন।আপনি এই সফটওয়্যারটি ৩টি মোডে চালিয়ে আপনার পিসিকে গতিময় করতে পারবেন।

কি কি সুবিধা পাবেন?

১. অদরকারী উইন্ডোজ প্রসেসগুলো বন্ধ করে দিবে।
২. অটো-আপডেট বন্ধ রাখবে
৩. রেম পরিষ্কার রাখতে পারবেন।
৪. এক্সপ্লোরার বন্ধ রাখতে পারবেন
৫. ক্লিপবোর্ড পরিষ্কার রাখতে পারবেন।
৬. যারা গেমস খেলেন তাদের উপযোগী করে আপনার কম্পিউটারকে সেট করতে পারবেন।
৭. আর ইচ্ছে করলে পুরনো সেটিংসে ফিরে যেতে পারবেন ‘Restore’ বাটনে ক্লিক করে।
বিশেষ দ্রষ্টব্যঃ গেম মোড চলাকালীন সময় আপনার কিছু প্রসেস/সার্ভিস বন্ধ থাকবে, Restore বাটনে ক্লিক করলে সেই প্রসেসগুলো আবার চালু হবে।

আশা করি, এই পোস্ট থেকে সবাই উপকার পাবেন। আর আমার পোস্টটি উপস্থাপনে সমস্যা থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Winstep Xtreme সত্যই একটি অসাধারন থিম। আমি নিশ্চিত পূর্বে আপনি এটি ব্যাবহার করে না থাকলে, এটি আপনার ভালো লাগবেই।

নিচে এর ফিচার গুলো দেখে নিন ও হ্যাঁ এটি ফুল ভার্সন :

talking atomic clock, shopping cart, checking e-mail program, monitor the weather, the program display of CPU, network and memory meters and an impressive program of Wanda Wanda. New modules are added constantly

কী ডাউনলোড করতে ইচ্ছা করছে তাহলে যেকোন একটা ছবিতে থাবা দিন

ও আর একটা কথা , অনেকেই জানতে চেয়েছেন এটা কোন কোন ওএস supperted আমার জানা মতে XP, W- 7

ডাউনলোড করতে এখানে ক্লিক দিন http://www.pchelplinebd.com/?p=28803
‎>>কি ভাবে উইন্ডোজ এক্সপি কে জেনুইন করবেন<<

এখন নকল সব কিছুতেই চলে, আপনি কিছু কিনে আর শান্তি পাবেন না,মনে করেন আপনি বাজার থেকে এই মাত্র উইন্ডোজ এক্সপি -এর একটা নিউ ভার্সন কিনে নিয়ে আসলেন ,যখন ঘরে এসে কম্পিউটার কে ফরম্যাট দিলেন ,দেখলেন রাইট সাইট -এ ছোট্ট করে লিখা আছে ,উইন্ডোজ কে জেনুইন করতে,এখন ত রাগে মাথার চুল টানতে মনে চায়.কি আর করবেন ,মনে মনে দোকানদার কে গালি দিবেন,কিন্তু না গালি দেওয়ার কোন দরকার নাই। কি চমকে গেলেন নাকি.যদি কাল টাকা সাদা করা যায়,তাহলে আপনি কেন কালো উইন্ডোজ কে সাদা করতে পারবেন না, চলেন কি ভাবে করবেন তা এখন আলোচনা করা যাক.

এখান থেকে ডাউনলোড করেন-http://www.pchelplinebd.com/?p=2260
‎#*#*<<<<প্রয়োজনীয় সফটওয়্যারের বিশাল এক ভান্ডার>>>>*#*#
আপনি কি মাইক্রোসফট অফিস, কোন Rar বা কোন জিপ ফাইলের পাসওয়ার্ড ভেঙ্গে ফেলতে চান?
বানাতে চান ফটোসপের চেয়েও ভাল এডিট করে পোস্টার বানাতে
বা আপনি কি তৈরী করতে চান আপনার কোন স্পেশান লোগো
হতে পারে আপনার পিসির কিবোর্ডের কোন বাটন নস্ট, তো সময় নস্ট না করে নিয়ে নিন সেই সফটওয়ারটা
যারা ডায়রী লিখতে পছন্দ করেন তারা নিতে পারেন ডিজিটাল ডায়রী
সবার ই প্রয়োজনীয় সকল সফটওয়ারের সম্মোলন ঘটানো হচ্ছে নিচের এই লিংটায়। আপনি ঐ লিংটাকে বুকমার্ক করে রাখতে পারেন। কারন সেখানে নিত্যনতুন সফটওয়্যারের সন্নিবেশ ঘটানো হবে। আপনার যেকোন সফটওয়্যারের জন্য রিকোয়েস্ট করতে পারেন সেখানে।
লিংক: ১ http://www.pchelplinebd.com/?p=35952 কম্পিউটার থেকে ভিজিট করার জন্য।
লিংক: ২ http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=35952মোবাইল থেকে ভিজিট করার জন্য।  

শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

*** স্বয়ংক্রিয় ভাবে আপনার কম্পিউটারে আজানের সুমধুর ধবনি ***

সকল মুসলমান ভাইদের প্রতি সালাম জানিয়ে, আজকে ইসলামিক বিষয়ের উপর একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। যারা প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং কম্পিউটারে অনেক ব্যস্ত সময় পার করেন। কিন্তু আজান এবং নামাজের সময় নিয়ে চিন্তিত হয়ে পড়েন এই ভেবে যে, আপনার নামাজের ওয়াক্ত শেষ হতে পারে। কোন চিন্তার কারণ নেই, কেননা স্বয়ংক্রিয় ভাবে আপনার কম্পি...উটারে আজানের সুমধুর ধবনি, আপনার নামাজের কথা স্মরণ করিয়ে দেবে। তাহলে দেরি না করে
এখান থেকে ডাউনলোড করুন http://www.pchelplinebd.com/?p=7751
মাত্র ৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
আপনি বাংলাদেশের বাসিন্দা হলে Bangladesh সিলেক্ট করুন এবং শহর ঠিক করে নিন এবং সেভ করুন।

মূল পেজে আপনি ৪ টি আজান ধ্বনির মধ্যে একটি সিলেক্ট করতে পারেন। সবকিছু ঠিক ভাবে অর্থ্যাৎ date, time, city উল্লেখ করা হয়ে গেলে কাজ শেষ, এরপর দেখুন আপনার সিলেক্ট করা সময় অনুসারে আপনার কম্পিউটার থেকে আজানের ধ্বনি শোনা যাবে।

হ্যাঁ বন্ধুরা এখানে আরও পাবেন কেলেন্ডার, মাসিক নামাজের সময় ও কোরআন তেলোয়াত সহ অনেক কিছু।
* আপনার দরকারি সফ্টওয়ার গুলোকে পোর্টেবল করুন ! *

আপনি হয়তো অনেক সুন্দর একটি থিম ইনস্টল করেছেন আপনার পিসিতে। অথবা একটি সুন্দর গেম ইনস্টল করেছেন খেলার জন্য। কিন্তু ইনস্টল করার কিছুন পর দেখা গেল আসল সমস্যা। আপনার পিসিটা আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে। তখন হয়তো মেজাজ টাই বিগড়ে যায়। তাই আপনাদের এই সমস্যার সমাধানে আমার আজকের এই পোষ্ট।
আজ আমি দেখাবো কিভাবে কোন সফ্টওয়ার কে পোর্টেবল করতে হয়।
পোর্ট...েবল করে সফ্টওয়ার চালালে আপনার পিসি থাকবে একদম নতুন কম্পিউটার এর মতো। মানে স্পীড একদম ঠিক থাকবে, কমবে না।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে করতে হবে।
আপনি যে সফ্টওয়ার টি পোর্টেবল করতে চান সেটি ইনস্টল করুন।
এখন My Computer ওপেন করে C ড্রাইভ ওপেন করুন।
দরুন আপনি Moto GP 2 গেমটি ইনস্টল করেছেন।
বিস্তারিত দেখুন এখানে - http://www.pchelplinebd.com/?p=35985
>>যেকোন ড্রাইভের কার্যকারিতা বাড়ান <<

>পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
নানা কারনে কম্পিউটারের বিভিন্ন ড্রাইভের গতি কমে যায়॥ ’ডিস্ক মার্ক ’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ইচ্ছে করলে আপনি কম্পিউটারের বিভিন্ন কার্যকারিতা (পারফরম্যান্স ) বাড়াতে পারেন ।

মাত্র ৫৫৭ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://www.pchelplinebd.com/?p=21802 ঠিকানা থেকে নামিয়ে নিন ।জিপ ফাইলটি ওপেন করুন ।এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন ।এখন সফটওয়্যারটি চালু করে Disc Drive ট্যাবে দেখুন আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভের তালিকা দেখাা যাচ্ছে ।যে ড্রাইভের কার্যকারিতা বৃদ্ধি করতে চান সেটি নির্বাচন করুন এবং Start ক্লীক করুন ।এরপর Run ক্লীক করুন ।তাহলেই সফটওয়্য AUTOMATIC উক্ত ড্রাইভের কার্যকারিতা সতেজ এবং বৃদ্ধি করবে ।একই নিয়মে এটি দিয়ে ইউএসবি ড্রাইভের কার্য়কারিতাও বৃদ্ধি করতে পারবেন ।
উল্টা পাল্টা এবং মজার স্যম্বল লিখে চমকে দিন আপনার ফেসবুক বন্ধুদের
♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛

░▒▓ এই টাইপের সিম্বল ত অনেক দেখছেন তাই না? কতগুলা দেখছেন জীবনে? কেমন হবে যদি দুনিয়ার যত আজব আজব সিম্বল আজকে সবাইকে এক সাথে একটা পোস্ট এর মাঝে দিয়া দেই? মজা হবে তাই না? কাহিনী কিছুই না আজব আজব যত সিম্বল আছে সব আজকে শেয়ার করলাম এগুলো জাস্ট যেটা ভালো লাগবে কপি করেন আপনার ফেসবুক ম্যাসেজ, স্ট্যাটাস অথবা চ্যাটিং এ ব্যবহার করুন। অনেকেই জানে অনেকেই জানে না।

যারা জানে তারা শেয়ার করে না যারা জানে না তাদের জন্য শেয়ার করলাম।

অনেক গুলো চিহ্ন আছে যেগুলো এখানে বুঝা যাবে না কপি করে ফেসবুকের স্ট্যাটাস এ দিয়া দেখেন।

আর কয়েকটা এখানে দেখলে মনে হতে পারে যে অনেক বেশী ছোট আসলে সেগুলো ও ফেসবুকের স্ট্যাটাস এ দিয়া দেখেন বড় হয়ে যাবে। আর চার কোনা ঘর গুলো এক রকম মনে হলেও ভিতরে অন্য কারুকাজ করা।

best symbol

☮ ✈ ♋ 웃 유 ☠ ☯ ♥ ✌ ✖ ☢ ☣ ☤ ⚜ ☸

♨ ❖ ❤ ❥ ❦ ❧ ♡ ✗ ✘ ⊗ ♒ Ω ♦ ♠ ♥ ♣ ♢ ♤ ♡ ♧ ✦ ✧ ♔ ♕ ♚ ♛ ★ ☆ ✮ ✯ ☄ ☾ ☽ ☼ ☀ ☁ ☂ ☃
☻ ☺ ۩

♪ ♫ ♬ ✄ ✂ ✆ ✉

∞ ♂ ♀ ☿ ▲ ▼ △ ▽ ◆ ◇ ◕ ◔ ʊ ϟ ღ 回 ₪ ✓ ✔ ✕ ☥ ☦

☧ ☨ ☩ ☪ ☫ ☬ ☭ ™ © ® ¿¡ №⇨ ❝❞ ∃ ⊥ ∀ Ξ ∞ Σ Π
⌥ ⌘ 文 ⑂

আরও শত শত স্যম্বল পেতে লিচের লিঙ্ক ভিজিট করুন
http://sazzad11.blogspot.com/2012/01/blog-post_20.html

ফেসবুকে মজার কিছু জোকস পরতে জয়েন্ট করুন এখানে
(কোন প্রকার অ্যাডল ১৮+ জোকস পোস্ট করা হয় না)
http://www.facebook.com/groups/jocksbd
●●● google chrome সফটওয়্যার দিয়ে ওপেন করুন আপনার pdf ফাইলটি ●●●
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভাল আছি। আজ আপনাদের কাছে হাজির হয়েছি দারুন একটি কাজের টিপস নিয়ে।আমরা pdf ফাইল ওপেন করার জন্য adobe reader বা এই জাতিয় pdf reader সফটওয়্যার ব্যাবহার করি। কিন্তু দারুন একটি মজার বিষয় হলো আমরা যারা google chrome browser টি ব্যাবহার করি তারা খুব সহজে গুগল ক্রম দিয়ে যে কোন pdf ফাইল ওপেন করতে পারি! এর জন্য আমাদের বেশি কিছু করতে হবেনা, জাস্ট গুগল ক্রম টি ওপেন করে আপনার pdf ফাইল টি টেনে এনে গুগল ক্রম এর উপর ছেরে দেন তাহলেই আপনার pdf টি চালু হয়ে যাবে
●●●●●●●●● ভালো লাগলে লাইক দিন ●●●●●●●●●●
●●●শেয়ার করার জন্য Share বাটুন এ ক্লিক করুন●●●


মাইক্রোসফট প্রায়ই নিরাপত্তা এবং অন্যান্য সুবিধার জন্য windows এর আপডেট ছারে। উইন্ডোজ এর এই সকল আপডেট গুলো ছাড়া হয় উইন্ডোজ এর বিভিন্য প্রকার বাগ ফিক্স করার জন্য। এই আপডেট নিতে আমাদের ইন্টারনেট থাকতে হয় পিসিতে। আজকে আমরা দেখবো কিভাবে ইন্টারনেট কানেকশন ছারাই আমরাআপডেট এর সুবিধা ভোগ করব। এটি করে আপনি microsft থেকে সরাসরি আপডেট করতে পারবেন না পরিবর্তে আপনি একটা তৃতীয় পক্ষের utlity যার নাম Autopatcher ব্যবহার করতে হবে. AutoPacher দিয়ে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন এবং অফলাইন installation করে আপনার উইন্ডোজ টি আপডেট করে নিতে পারেন। ...









ইন্টারনেট ছারাই Window 7/Vista/XP আপডেট করুন
আপনার Pen Drive টি নিয়ে কোন বন্ধু অথবা সাইবার ক্যাফ গিয়ে ডাউনলোড করে নিন auto patcher টি http://www.softpedia.com/get/System/OS-Enhancements/AutoPatcher-Updater.shtml
ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ইন্সটল করে চালু করুন এটি
এখন এটি আপনাকে আপনার উইন্ডোজ বেছে নেবার অপশন দিবে যে কোন একটি সিলেক্ট করে Nextদিন
এবার আপনার উইন্ডোজ এর 32-bit অথবা 64-bit যেটি সাপরত করে সেটি সিলেক্ট করুন। তারপরেNext দিন
এখনl updates ফাইল গুলোর লিস্ট দেখানে আপনাকে।
লিস্ট এর সব কিছু সিলেক্ট করে Download এ ক্লিক করুন
এবার ডাউনলোড শেষ হলে ফাইল টি copy/paste করুন আপনার পেন ড্রাইভে
এবার আপনার বাসায় গিয়ে পেন ড্রাইভ খুলে নিজের পিসিতে উইন্ডোজ এর আপডেট টি ইন্সটল করে নিন।



সম্পূণ পোষ্ঠটি দেখতে http://www.tunerpage.com/archives/55406



আর সময় হলে ঘুড়ে আসুন সাইভার ওয়ার্ল্ড পেজ থেকে :http://www.facebook.com/pages/Cyberworld/149820535121045





●●●●●●●●● ভালো লাগলে লাইক দিন ●●●●●●●●●●●●●শেয়ার করার জন্য Share বাটুন এ ক্লিক করুন●●●




উইন্ডোজ এক্সপির জন্য উইন্ডোজ 7 এর দারুন একটি থিম , যা পিসি কে স্লো করে না ।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন , সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিপস শুরু করছি। আজ আমি একটি থিম নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে , এটি প্রথমে ইনসটল করবেন করার পর আপনি পিসি RESTART করুন , আপনার কাজ শেষ আপনি এখন
এক্সপির ইউজার না আপনি এখন উইন্ডোজ 7 ব্যাবহার করেন
Download Link
http://bit.ly/A2UVaJ


IT Related {যেমন পিসি/মোবাইল/ইন্টারনেট/মুভি,নাটক,গান} ইত্তাদি যেকোন ধরনের সমস্যা আমাদের সাথে সেয়ার করতে পারেন :) সমাধানের চেষ্টা করা হবে :)

এটা একটা গ্রুপ যেখানে আপনার সমস্যার সমাধান খুজতে পারবেন ইচ্ছে হলে একবার ঘুরে আসুন গ্রুপ লিঙ্কঃ- https://www.facebook.com/groups/techhelpworld/
পাঠক কি আপনার মেইলটি পড়েছেন ?
--------------------------------------------
-----------------------------------------------

কেমন আছেন সবাই?
আজ আমরা খুব দরকারি একটা টিপস নিয়ে আলোচনা করব।

আপনি কাউকে মেইল করেছেন, সেই মেইলটি প্রাপক পড়েছে কিনা তা স্বাভাবিকভাবে জানার উপায় নেই। এমন কোন পদ্ধতি যদি থাকতো যে মেইল পড়ার সাথে সাথে আপনি জানতে পারবেন তাহলে কেমন হতো! ‘স্পাই পিগ’ দ্বারা এমনই সুবিধা পাওয়া যাবে।


ধাপ১) এজন্য এখানে আপনার মেইল ঠিকানা
http://www.spypig.com/
দ্বারা রেজিষ্ট্রেশন
http://www.spypig.com/farm/signin.php
করতে হবে।

ধাপ২) বাম পাশের প্যানেলে MySpyPig Factory এ ক্লিক করে Your email address এ আপনার মেইল ঠিকানা (যে ঠিকানাতে মেইল পড়ার তথ্য জনতে চান)।

ধাপ৩) Your message title এ মেইল শিরোনাম দিন।

ধাপ৪) Select your SpyPig tracking image এ ছবি নির্বাচন করুন। এই ছবিটিই মেইল পড়ার বিষয়টি ট্রেকিং করবে, যা মেইলের সাথে মেইল করে পাঠাতে হবে। আপনার চাইলে আপনার পছন্দের ছবি যুক্ত করতে পারেন।

ধাপ৫) Click to Create My SpyPig বাটনে ক্লিক করুন।

ধাপ৬) এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে আপনার মেইলে অথবা মেইল সিগনেচারে পেষ্ট করুন।
এবার আপনি কাউকে মেইল পাঠালে প্রাপক মেইল পড়ার সাথে সাথে SpyPig Notification নামে একটি মেইল আসবে। এই মেইলটিতে প্রাপকের মেইলটি পড়ার সময়, প্রাপকের অবস্থান, কতবার পড়েছে (সর্বোচ্চ ৫বার), প্রাপকের আইপি এবং অ্যাপলিকেশনের (ব্রাউজার, অপারেটিং সিস্টেম) তথ্য আসবে।

ছবি সহ বিস্তারিত পোস্ট পাবেন নিচের লিঙ্কে
http://sazzad11.blogspot.com/2011/08/blog-post_9364.html

- ESET Antivirus Key নিয়ে ঝামেলা ; আজীবনের জন্য সমাধান : মেগা পোস্ট -●

আশাকরি সবাই ভাল আছেন । আমি ও ভালো আছি । খুব সুন্দর একটি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । । :) :) :)

আমার পছন্দের সবচেয়ে শক্তিশালী এন্টি ভাইরাস ইসেট স্মার্ট সিকিউরিটি । ইসেটের সবচেয়ে যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে এর রিসোর্স নেওয়ার ব্যাপারটা! অন্যান্য যেকোন এন্টিভাইরাস থেকে এইটা কম রিসোর্স খায় ! কম্পিউটার পুরাই উড়াদূরা চলে । এভিজি, এভাস্ট, ক্যাসপারেস্কী যেকোন এন্টিভাইরাস থেকেই অনেক ফাস্ট রাখে পিসি কে! আর ইসেটের ভাইরাস ডিটেকশন খুবই স্ট্রং , যার কারণে সহজে ভাইরাসের আক্রমণ করতে পারে না । । যাক মূল টিউনে ফিরে যায় । ইসেটের কী নিয়ে অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে । বিভিন্ন ব্লগে বা ফেইসবুকের বিভিন্ন গ্রুপে গেলে দেখি ইসেটের কী চাওয়া হয় ।। কিন্তু কোন জবাব পাওয়া যায় না । । আজ আমি দেখাবো বা শেয়ার করবো কীভাবে ইসেটের ৯০ দিনের কী ফ্রী নিতে হয় । । আশাকরি টিউনটি আপনাদের অনেকের উপকারে আসবে এবং ইসেটের কী নিয়ে ঝামেলা অনেকটা সমাধান হবে ।

তাহলে শুরু করা যাক , কিভাবে ইসেটের ৯০ দিনের অরজিনাল ফী লাইসেন্স নেওয়া যায় । ।

১মে এই সাইটে যান ।

http://www.azproxies.com/proxy-lists/nl-web-proxies.html

যে কোন একটা লিংক নিন । ।
এখন নিচের লিখাটি কপি করে ( লাল বক্সে )এন্টার URL এ বসিয়ে Enter দিন । ।
http://www.eset.nl/movie/

এবং নিচের ন্যায় স্কীন দেখবেন ।

এখানে যাবতীয় তথ্য পূরণ করুন । Frist name , Last Name , ও আপনার মেইল Address দিন । ফরম পূরণ সম্পূণ হলে "VRAAG TRIAL VERSIE ANN" ক্লিক করুন । । এবং আপনার মেইল চেক করুন । । দেখবেন কী হাজির , আর পেয়ে গেলেন ইসেট এর অরজিনাল ৯০ দিনের ফ্রী সিরিয়াল ।। । :) :)

কোন ধরনের সমস্যা হলে কমেন্ট'স এ বলুন । । আর বন্ধুদের সাথে শেয়ার করুন । । । । ধন্যবাদ সকলকে।

স্ক্রিনসট সহ দেখুনঃ http://www.tunerpage.com/archives/61813
↓↓↓
●► টিপসটি নতুন শিখলে লাইক বাঁটনে গুঁতা মারেন।
●► আর সকল বন্ধুদের জানাতে SHARE বাঁটনে ক্লিক করে শেয়ার করুন।
### সংগ্রহে রাখুন জনপ্রিয় শতাধিক গেমসের চিটকোড ###

কম্পিউটারে গেমস খেলার জন্য অনেক সময় চিটকোডের প্রয়োজন হয়।১০০+ জনপ্রিয় গেমসের চিটকোড আজকে আপনাদের এক পোস্টেই দেবো :D
এখুনি গেমসের চিটকোড একসাথে সংগ্রহ করে নিন।এজন্য http://www.pchelplinebd.com/?p=3759 ঠিকানা থেকে জিপ ফাইলটি নামিয়ে নিন।এরপর জিপ ফাইলটি ওপেন করুন।
এখানে ইংরেজি বর্নমালা অনুসারে শতাধিক গেমসের নামসহ চিটকোড রয়েছে।চিটকোডগুলো নোটপ্যাডে লেখ...া হয়েছে।
** মাদারবোর্ড ইন্স্টলেশন সিডি হারিয়ে ফেললেও এখন আর সমস্যা নেই, সমাধানতো আছেই…! **

আমরা ইতোমধ্যে অনেকেই টের পেয়েছি যে উইন্ডোজ 7 এর জন্য হার্ডওয়্যার ইন্স্টলেশন ড্রাইভার অনেক সময় দরকার পড়ে না (এমনকি আমার প্রিন্টারের ক্ষেত্রেও এটা লক্ষ্যণীয়)। কিন্তু যারা পিসির লো কনফিগারেশনের কারণে উইন্ডোজ এক্সপি ও ভিসতা ব্যবহার করেন তারা এটা নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন, বিশেষ করে নতুন করে উইন্ডোজ ইন্স্টল করল...ে। তাছাড়া সব কম্পিউটারের ড্রাইভার এক হয় না(যেমন কিছু অডিও ড্রাইভার হল Creative, Yamaha, RealTek, Sigmatel ইত্যাদি) আর এর সমাধান হচ্ছে Driver Genius সোফটওয়্যারটি। এটি নিজে থেকেই স্ক্যান করে নিজস্ব সার্ভার থেকে কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভার সংগ্রহ করে। তো চলুন কাজ শুরু করে দেই…

ডাউনলোড করুন এখান থেকে (ভিতরে সিরিয়াল দেওয়া আছে)-
http://www.pchelplinebd.com/?p=1901

* ইন্সটলেশন শেষে সোফটি ওপেন করলেই নিচের উইজার্ডটি দেখতে পাবেন। Start Scan নির্বাচন করুন।
*স্ক্যান করা শেষে ড্রাইভার লিস্টগুলো দেখাবে। তারপর Next চাপুন। এখন পরের উইন্ডো থেকে আপনার প্রয়োজনীয় ড্রাইভারটি নির্বাচন করে ডাউনলোড করে নিন।
*এখন Document ফোল্ডার(অথাৎ যেখানে ডাউনলোড হয়েছে) থেকে ইন্স্টল করে নিন।আরেকটি কথা এটি দিয়ে আপনি ড্রাইভার ব্যাকআপ, রিস্টোর এমনকি আপডেটও করতে পারবেন!
win 7 64bit OR 32 bit & XP sp3 বা Vista তে এই সমস্যা গুলো দেখাচ্ছে আমি ও এই সমস্যায় ছিলাম আজকে সমাধান বের করলাম :) তাই আমার কোন ভাই/বন্ধুর স্মসসা থাকলে সমাধান করব আজকে ইনশাল্লাহ !!
আর যারা পুরানো আইডি এম ব্যাবহার করছেন তারা ও এইটা করেন একবারে লেটেস্ট ভারসন ব্যাবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়া !! আর যাদের কাছে IDM নাই তারা এই লিঙ্ক থেকে 6.08 Build 8 Download করেন ভাল করে খেয়াল করে 6.08 Build 8 নামাইবেন
http://www.internetdownloadmanager.com/download.html এঁর পরে এই ক্রেক ব্যাবহার করেন http://www.sendspace.com/file/n7tmuf ক্রেক কিভাবে ব্যাবহার করবেন ? বাকি কাজ নিচে দেখেন


***যারা এই মাত্র নতুন ভারসন ডাওনলোড করছেন তাদের কে আপডেট করতে হবে না !!!

Error সমস্যার সমাধানঃ-
যা বলি মন দিয়ে সুনেনঃ- আইডিএম ওপেন করেন help<about IDM<check for update< আপডেট করেন পরে ইন্সটল করেন এঁর পরে দেখবেন ভারসন 6.08 built 8 দেখাবে এবার এই লিঙ্ক থেকে এইটা ডাওনলোড করেন http://www.sendspace.com/file/n7tmuf - - - - Internet Download Manager 6.08 Build 8 working crack . . . tested by Cyber world and 1000 % working no virus ... enjoy ur self .. :D :D

ডাওনলোডের পরে দেখবেন Rar File যাদের WinRar নাই এখান থেকে নেন (১০০% ফুল ভারসন WinRar নিয়ে যান http://www.mediafire.com/?rkh32cqf6n86pov মাত্র (1.38 MB) Only 32 Bit
http://www.mediafire.com/download.php?97ssv75y5g1x02t এখানে 32 &64 Bit ২ টাই আছে)

এবার রার ফাইল এঁর ভিতরে দেখেন
একটা টেক্সট ফাইল আছে ভিতরে পড়বেন!! অখানে দেখবেন একটা ক্রেক এবং ২ টা reg file আছে ১মটা ৩২ বিট এঁর জন্য ২ য় টা ৬৪ বিট এঁর জন্য এখন ক্রেক এবং (আপ্নার পিসির যেই বিট) সেই বিট এঁর reg কপি করেন!! কপি করে C<programs files x64 *** বা এমন কিছু লেখা আছে এই ফোল্ডারে যান কারন ২ টা program file folder আছে ১ম টা তে না এই টা তে যাবেন ***<Internet Download Manager<paste করেন(যাদের ৬৪ বিট তারা এইটা ফলো করবেন)

যাদের ৩২ বিট তারা কপি করে C<programs files <Internet Download Manager<paste করেন

গিয়ে এখানে পেস্ট করেন ২ টা ফাইল এঁর পরে reg x 64 bit er জন্য আর ৩২ বিট হলে reg যেই ফাইল্টা আপনি কপি করে পেস্ট করলেন এই ফাইলে ডাবল ক্লিক করেন ২ টা বক্স আসবে yes yes দেন পিসি রিস্টার্ট করেন ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না !!


IT Related {যেমন পিসি/মোবাইল/ইন্টারনেট/মুভি,নাটক,গান} ইত্তাদি যেকোন ধরনের সমস্যা আমাদের সাথে সেয়ার করতে পারেন :) সমাধানের চেষ্টা করা হবে :)
এইটা একটা গ্রুপঃ= https://www.facebook.com/groups/techhelpworld/ সমস্যার সমাধানের জন্য আজই যোগ দিন !!
>> windows xpতে দিন Windows7 এর sound Effect !!! <<

Windows7 এর sound আপনার ভালো লাগে কিন্তু আপনি ব্যবহার করছেন এক্সপি।ইচ্ছে করলে windows xpতেই আপনি 7 এর সাউন্ড আনতে পারেন। এজন্য আপনার লাগবে Windows7 এর Sound Pack ।মাত্র ২.১১ মেগার এই sound pack এখান থেকে ডাওনলোড করে ইনস্টল করুন- http://www.pchelplinebd.com/?p=2933
*ছোট একটি সফট দিয়ে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভকে হাইড বা লক করুন *

আজ আপনাদের একটা মজার কাজের সফটওয়্যারের কথা বলতে এসেছি। আপনারা বিভিন্ন ধরনের ফোল্ডার লোক, হাইড, এ ধরনের সফট এর কথা শুনেছেন এবং ব্যবহার করে আসছেন। যদি এমন কোন সফটওয়্যার পাওয়া যায়, যা দিয়ে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ, সিডি, ইউ এস বি সহ লক কিংবা হাইড করে রাখা যায় আপনার ইচ্ছে অনুসারে, তাহলে কেমন হয়। হা বন্ধুরা আজ এমনই একটি সফট...ওয়্যার এর কথা বলবো। যার নাম হল Hide My Drives। এটা দিয়ে আপনি কম্পিউটারের যে কোন ড্রাইভকে লুকানো, লক করে রাখতে পারেন।
সফটটি ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থকে Hide My Drives এ ডাবল ক্লিক করলে, উপরের চিত্রের মত আসবে, সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন, না ভয় পাবার কিছু নাই, আপনাকে Patch ফাইলকে কপি করে যথারীতি C ড্রাইভ এ প্রোগ্রাম ফাইলে যেখানে Hide My Drives ফোল্ডার টি আছে তা ওপেন করে পেস্ট করুন। আর উপরের চিত্রে যেখানে ক্রস চিহ্ন আছে, তাতে ক্লিক করে ক্লোজ করে দিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক দিন http://www.pchelplinebd.com/?p=20271
লুফে নিন ১০ টি ফ্রী কনভার্টার !!!

সবাই কে সালাম দিয়ে শুরু করলাম,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন । আর আমাদের সাথে থাকবেন .কিছু দিন বিরতির পর আজ আবার একটা নিউ পোস্ট নিয়ে হাজির হলাম।আজকে আমি যেই পোস্ট টা করবো ,আশা করি আপনার কাছে ভালো লাগবে।
নিচে লিস্ট দেওয়া হলোঃ-

1.Audacity
2. Freemake Audio Converter
3. Free MP3 WMA Converter
4. DVDVideoSoft Audio Converter
5. Switch Audio File Converter
6. Fre:a
7. FreeRIP
8. Free MP3/WMA/OGG Converter
9. Pazera Free Audio Extractor
10. All-to-MP3-Converter

ডাউনলোড লিংক পেতে এখানে ক্লিক করুন http://www.pchelplinebd.com/?p=35346
** কিবোর্ডে ফুটবে বোমা, পাখির মিষ্টি সুর আর টাইপ রাইটারের আওয়াজ **

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা অনেকেই আছেন বেশ সৌখিন। যারা সৌখিন মনের তাদের জন্য নিয়ে এলাম মজার এক সফট। কিবোর্ডে বাজবে এবার বোমার শব্দ, পাখির মিষ্টি আওয়াজ ও টাইপ রাইটারের আওয়াজ। কি বন্ধুরা বিশ্বাস হচ্ছেনা। হা সত্যি বলছি। এই জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন, আর সে সফটওয়্যারটি হচ্ছে Jingle Keyboard হা এখান থেকে ডাউনলোড করুন http://www.pchelplinebd.com/?p=24058
মাত্র ১.০৩ মেগাবাইট । ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকনে রাইট বাটন ক্লিক করুন এবং Preferences এ ক্লিক করুন
এখানে আপনি Typewriter সিলেক্ট করলে টাইপ রাইটারের আওয়াজ পাবেন, Skirmish এ সিলেক্ট করলে বোমা ফাটার শব্দ পাবেন ও Birds এ সিলেক্ট করলে পাবেন পাখির সুমুধুর সুর। আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে নিয়ে মিনিমাইজ করে উপভোগ করতে পারেন। আবার ইচ্ছে করলে শব্দ বন্ধ করে দিতে পারেন Mute সিলেক্ট করে।
পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন ?

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুল...োর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
>>চরম, জটিল, দারুন সফটওয়্যার যা আপনার কম্পিউটারকে করবে গতিময়<<



আজ আপানাদের সামনে চরম, জটিল, দারুন সফটওয়্যারের টিপস নিয়ে হাজির হয়েছি।
ইন্টারনেট,গেমস সহ কম্পিউটারে বিভিন্ন কাজ করতে করতে যখন আপনার পিসি ধীর গতি হয়ে যায় তখনই এই সফটওয়্যারটি যাদুর মত কাজ করবে। আপনার কম্পিউটারকে করবে গতি সম্পন্ন। তাহলে দেরী না করে
এখান থেকে ডাউনলোড করুন http://www.pchelplinebd.com/?p=14455
সিরিয়াল কী সহ আছে। ইন্সটল করার পর কিভাবে এটি ব্যবহার করবেন তা দেখে নেয়া যাক। প্রথমে ডেস্কটপ থেকে Glary Utilities এর আইকনে ডাবল ক্লিক করে কাজ শুরু করে দিন।