** মাদারবোর্ড ইন্স্টলেশন সিডি হারিয়ে ফেললেও এখন আর সমস্যা নেই, সমাধানতো আছেই…! **
আমরা ইতোমধ্যে অনেকেই টের পেয়েছি যে উইন্ডোজ 7 এর জন্য হার্ডওয়্যার ইন্স্টলেশন ড্রাইভার অনেক সময় দরকার পড়ে না (এমনকি আমার প্রিন্টারের ক্ষেত্রেও এটা লক্ষ্যণীয়)। কিন্তু যারা পিসির লো কনফিগারেশনের কারণে উইন্ডোজ এক্সপি ও ভিসতা ব্যবহার করেন তারা এটা নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন, বিশেষ করে নতুন করে উইন্ডোজ ইন্স্টল করল...ে। তাছাড়া সব কম্পিউটারের ড্রাইভার এক হয় না(যেমন কিছু অডিও ড্রাইভার হল Creative, Yamaha, RealTek, Sigmatel ইত্যাদি) আর এর সমাধান হচ্ছে Driver Genius সোফটওয়্যারটি। এটি নিজে থেকেই স্ক্যান করে নিজস্ব সার্ভার থেকে কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভার সংগ্রহ করে। তো চলুন কাজ শুরু করে দেই…
ডাউনলোড করুন এখান থেকে (ভিতরে সিরিয়াল দেওয়া আছে)-
http://www.pchelplinebd.com/?p=1901
* ইন্সটলেশন শেষে সোফটি ওপেন করলেই নিচের উইজার্ডটি দেখতে পাবেন। Start Scan নির্বাচন করুন।
*স্ক্যান করা শেষে ড্রাইভার লিস্টগুলো দেখাবে। তারপর Next চাপুন। এখন পরের উইন্ডো থেকে আপনার প্রয়োজনীয় ড্রাইভারটি নির্বাচন করে ডাউনলোড করে নিন।
*এখন Document ফোল্ডার(অথাৎ যেখানে ডাউনলোড হয়েছে) থেকে ইন্স্টল করে নিন।আরেকটি কথা এটি দিয়ে আপনি ড্রাইভার ব্যাকআপ, রিস্টোর এমনকি আপডেটও করতে পারবেন!
আমরা ইতোমধ্যে অনেকেই টের পেয়েছি যে উইন্ডোজ 7 এর জন্য হার্ডওয়্যার ইন্স্টলেশন ড্রাইভার অনেক সময় দরকার পড়ে না (এমনকি আমার প্রিন্টারের ক্ষেত্রেও এটা লক্ষ্যণীয়)। কিন্তু যারা পিসির লো কনফিগারেশনের কারণে উইন্ডোজ এক্সপি ও ভিসতা ব্যবহার করেন তারা এটা নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন, বিশেষ করে নতুন করে উইন্ডোজ ইন্স্টল করল...ে। তাছাড়া সব কম্পিউটারের ড্রাইভার এক হয় না(যেমন কিছু অডিও ড্রাইভার হল Creative, Yamaha, RealTek, Sigmatel ইত্যাদি) আর এর সমাধান হচ্ছে Driver Genius সোফটওয়্যারটি। এটি নিজে থেকেই স্ক্যান করে নিজস্ব সার্ভার থেকে কম্পিউটারের প্রয়োজনীয় ড্রাইভার সংগ্রহ করে। তো চলুন কাজ শুরু করে দেই…
ডাউনলোড করুন এখান থেকে (ভিতরে সিরিয়াল দেওয়া আছে)-
http://www.pchelplinebd.com/?p=1901
* ইন্সটলেশন শেষে সোফটি ওপেন করলেই নিচের উইজার্ডটি দেখতে পাবেন। Start Scan নির্বাচন করুন।
*স্ক্যান করা শেষে ড্রাইভার লিস্টগুলো দেখাবে। তারপর Next চাপুন। এখন পরের উইন্ডো থেকে আপনার প্রয়োজনীয় ড্রাইভারটি নির্বাচন করে ডাউনলোড করে নিন।
*এখন Document ফোল্ডার(অথাৎ যেখানে ডাউনলোড হয়েছে) থেকে ইন্স্টল করে নিন।আরেকটি কথা এটি দিয়ে আপনি ড্রাইভার ব্যাকআপ, রিস্টোর এমনকি আপডেটও করতে পারবেন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন