আপনার মনিটরের স্কীন পিক্সেল ভাল আছে তো? আর দেরী কেন? আজই পরীক্ষা করুন।*
পিসির বিভিন্ন ডিভাইসের মধ্য মনিটর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মূলত পিসির যাবতীয় কাজের আউটপুট মান বা ফলাফল ছবি হিসাবে তা মনিটরে প্রদর্শিত হয়। মনিটর মূলত অনেকটা আয়নার অনুরুপ। পরিষ্কার, ঝকঝকে তকতকে ছবি দেখতে অবশ্যই একটি ভাল ব্রান্ড মনিটরের প্রয়োজন আছে, তেমনি এটি অনেকাংশে নির্ভর করে আমাদের মানবদেহের পারিপার্শ্বিকতার উপর। অর্থাৎ... চোখের গুরুত্বতাও মনিটর ব্যবহারের উপর বেশ কিছুতা নির্ভরশীল। মূলত মানহীন ব্রান্ডের মনিটর বা মনিটর স্কীন ডেমেজ পড়লে এর ছবির মান কিরুপ মনে হয় অআবার চোখের দৃষ্টিতে কতটুকু আরামদায়ক/প্রেশার পড়ছে কিনা তা ভোগান্তকারী মাত্রই জানেন। এই জন্য মনিটর স্কীনে ছবির মান ভাল পেতে এবং চক্ষুকে যন্ত্রনাদায়ক সমস্যা থেকে মুক্তি দিতে অবশ্যই ভাল ব্রান্ডের মনিটর ব্যবহার করতে হবে। যাদের মনিটর নষ্ট হয়েছে তাদেরকে রিপ্লেস বা রিপেয়ার করে নিতে হবে। মনিটর নষ্ট বলতে মনিটরে হয়ত ডিসপ্লে আসে না কিংবা ছবি ভাঙ্গা ভাঙ্গা দেখায়, স্কীনের কোথাও ছবির মান ভাল দেখাচ্ছে আবার কিছুটা সময় পর নেগেটিভ দেখাচ্ছে কিংবা রিফ্রেশ রেট Up Down করছে ইত্যাদি। এখন আপনারা হয়ত অনেকেই প্রশ্ন করবেন, আমার মনিটর স্কীনে ঐ সকল সমস্যা অআছে কি না? এবং থাকলে কি ভাবে পরীক্ষা করব? যাহোক আমি আপনাদের প্রশ্নের সাথেই একমত ছিলাম। অনেক দিন ধরে এমন একটি সফট ওয়্যার খুজছিলাম। যার সাহায্য বুঝা যাবে মনিটরের Pixel, Color ও রিফ্রেশ রেট ঠিক আছে কিনা? নেটে সার্চ করে আমি এর সমাধান পেয়ে গেলাম। অনেকগুলো সফটওয়্যার দেখলাম যা একটি বাদে সবগুলোতেই অর্থ পেইড করতে। এই কাজের পারদর্শী এমন একটি সফট ওয়্যার ডাউনলোড করলাম। যার রাম হল- Dead pixel Tester। আমি নিজে এখন ব্যবহার করছি এবং মনিটরে পিক্সেলের কোন সমস্যা আছে কিনা তা মাঝেমধ্য পর্যবেক্ষনে রাখছি। ইতিমধ্য আমার বন্ধু মহলও আমার কাছ থেকে সফটওয়্যারটি নিয়ে ব্যবহার করছে।
এখন সফটওয়্যারটি ব্যবহার করতে আগ্রহী যারা তারা এখানে ভিসিট করে পেতে পারেনঃhttp://www.pchelplinebd.com/?p=34008
মোবাইল লিঙ্কঃ http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=34008
পিসির বিভিন্ন ডিভাইসের মধ্য মনিটর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মূলত পিসির যাবতীয় কাজের আউটপুট মান বা ফলাফল ছবি হিসাবে তা মনিটরে প্রদর্শিত হয়। মনিটর মূলত অনেকটা আয়নার অনুরুপ। পরিষ্কার, ঝকঝকে তকতকে ছবি দেখতে অবশ্যই একটি ভাল ব্রান্ড মনিটরের প্রয়োজন আছে, তেমনি এটি অনেকাংশে নির্ভর করে আমাদের মানবদেহের পারিপার্শ্বিকতার উপর। অর্থাৎ... চোখের গুরুত্বতাও মনিটর ব্যবহারের উপর বেশ কিছুতা নির্ভরশীল। মূলত মানহীন ব্রান্ডের মনিটর বা মনিটর স্কীন ডেমেজ পড়লে এর ছবির মান কিরুপ মনে হয় অআবার চোখের দৃষ্টিতে কতটুকু আরামদায়ক/প্রেশার পড়ছে কিনা তা ভোগান্তকারী মাত্রই জানেন। এই জন্য মনিটর স্কীনে ছবির মান ভাল পেতে এবং চক্ষুকে যন্ত্রনাদায়ক সমস্যা থেকে মুক্তি দিতে অবশ্যই ভাল ব্রান্ডের মনিটর ব্যবহার করতে হবে। যাদের মনিটর নষ্ট হয়েছে তাদেরকে রিপ্লেস বা রিপেয়ার করে নিতে হবে। মনিটর নষ্ট বলতে মনিটরে হয়ত ডিসপ্লে আসে না কিংবা ছবি ভাঙ্গা ভাঙ্গা দেখায়, স্কীনের কোথাও ছবির মান ভাল দেখাচ্ছে আবার কিছুটা সময় পর নেগেটিভ দেখাচ্ছে কিংবা রিফ্রেশ রেট Up Down করছে ইত্যাদি। এখন আপনারা হয়ত অনেকেই প্রশ্ন করবেন, আমার মনিটর স্কীনে ঐ সকল সমস্যা অআছে কি না? এবং থাকলে কি ভাবে পরীক্ষা করব? যাহোক আমি আপনাদের প্রশ্নের সাথেই একমত ছিলাম। অনেক দিন ধরে এমন একটি সফট ওয়্যার খুজছিলাম। যার সাহায্য বুঝা যাবে মনিটরের Pixel, Color ও রিফ্রেশ রেট ঠিক আছে কিনা? নেটে সার্চ করে আমি এর সমাধান পেয়ে গেলাম। অনেকগুলো সফটওয়্যার দেখলাম যা একটি বাদে সবগুলোতেই অর্থ পেইড করতে। এই কাজের পারদর্শী এমন একটি সফট ওয়্যার ডাউনলোড করলাম। যার রাম হল- Dead pixel Tester। আমি নিজে এখন ব্যবহার করছি এবং মনিটরে পিক্সেলের কোন সমস্যা আছে কিনা তা মাঝেমধ্য পর্যবেক্ষনে রাখছি। ইতিমধ্য আমার বন্ধু মহলও আমার কাছ থেকে সফটওয়্যারটি নিয়ে ব্যবহার করছে।
এখন সফটওয়্যারটি ব্যবহার করতে আগ্রহী যারা তারা এখানে ভিসিট করে পেতে পারেনঃhttp://www.pchelplinebd.com/?p=34008
মোবাইল লিঙ্কঃ http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=34008
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন