শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

* একটি অসাধারণ এন্ড্রয়েড থিম আপনার উইন্ডোজ এক্সপি’র জন্য *

>আজকে একটি দারুন জিনিস আপনাদের উপহার দিতে আসলাম।জিনিসটি তেমন কিছুনা।একটি এন্ড্রয়েড থিম।
তবে এটা আমার লেখা “একটি অসাধারণ এন্ড্রয়েড থিম আপনার উইন্ডোজ সেভেন এর জন্য” লেখার পর অনেকেই বলেছেন এক্সপির জন্যে লিখতে।সেভেনের সেই লেখাটি এখানে পাবেন- http://www.pchelplinebd.com/?p=34970

যাহোক তাই আপনাদের অনুরোধে এক্সপির থিম নিয়ে লিখে ফেললাম।
তবে এটা একটু ভিন্ন।কারণ উইন্ডোজ সেভেন আর উইন্ডোজ এক্সপির মাঝে অনেক তফাৎ।সেভেন এর জন্যে ছিল ২৬ মেগাবাইট।আর এটা মাত্র আড়াই মেগাবাইট।ইন্সটলে একটু কষ্ট করতে হবে।
থিমটি এখান থেকে ডাউনলোড করে নিন- http://www.pchelplinebd.com/?p=35197
ডাউনলোড শেষে আনজিপ করুন।এবার Universal Theme Patcher রান করে “uxtheme.dll” প্যাঁচ করুণ।
প্যাঁচ শেষে পিসি রিস্টার্ট করুণ।
এবার সব ফাইল কপি করে C:\Windows\Resources\Themes তে পেস্ট করুন।
এবার ডেক্সটপ থেকে প্রোপার্টিজ এ যেয়ে Android সিলেক্ট করে এপ্লাই করুন।
আপনার কাজ শেষ।
এবার উপভোগ করুন এন্ড্রয়েড আপনার উইন্ডোজ এক্সপি তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন