শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

>> Bhoot FM Haunted by Airtel রিংটোন লাগবে কার? <<

রেডিও ফুর্তির ভূত এফএম এর সাথে আমরা সবাই মনে হয় কম-বেশি পরিচিত। বিশেষ করে ছোটরা তো বলা যায় এর জন্য প্রায় পাগল। এখন সেই ভূত এফএম এর ভৌতিক মিউজিকটি যদি আপনার মোবাইলে বেজে ওঠে তবে কেমন লাগবে বলুন। আপনাদের ভয় লাগুক বা না লাগুক, আমি কিন্তু একদিন সত্যি সত্যিই ভয় পেয়েছিলাম! কারণ, মিউজিকটি রিংটোন হিসেবে সেট করার পর যখন রাত আড়াইটার সময় অন্ধকার ঘর...ে একাকী শুয়ে থাকার মূহুর্তে হঠাৎ বিকট শব্দে টিউনটি বেজে উঠে ছিল তখন আমার কলিজার পানি শুকিয়ে প্রায় মরুভূমি হওয়ার দশা হয়ে গিয়েছিলো!! আর তাই ভাবলাম আপনাদের সাথেও এটি শেয়ার করা যাক! তো চলুন, সেই রিংটোনটি এখন
এখান থেকে ডাউনলোড করে নেই ফেলুন http://www.pchelplinebd.com/?p=35934
মোবাইল থেকে দেখুন http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=35934
যেহেতু এটি MP3 ফরম্যাটে রেকর্ড করা হয়েছে, অতএব আপনি চাইলে সহজেই এটি নিজের মোবাইলের রিংটোন হিসেবে সেট করে নিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন