শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

* সহজেই জলছাপ দিন পিডিএফ ফাইলে *

>অনেক সময় পিডিএফ ফাইলে কপিরাইটের জন্য বা অন্য কোন প্রয়োজনে জলছাপ দিতে হয়। ’পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামক একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন।আপনাকে যা করতে হবে-
১ ।সফটওয়্যারটি http://www.pchelplinebd.com/?p=33624 ঠিকানা থেকে নামিয়ে নিন।
২ ।এখন সফটওয়্যারটি চালু করে Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন।
... ৩ ।এবার Text to stamp as watermark অপশনে গিয়ে জলছাপ হিসাবে যা লিখতে লিখুন।
৪ ।জলছাপের রং,ধরন,বর্ণ ইত্যাদি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইচ্ছে করলে।
৫ ।সবশেষে Stamp Watermark & Save PDF-G গিয়ে পিডিএফ ফাইলটি সেভ করুন।
৬ ।এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন