শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

* ছবি স্কেচ করতে চান? আর নয় অনলাইন কিংবা অন্য কোন মাধ্যম *

>ছবি স্কেচ করতে চান? আর নয় অনলাইন কিংবা অন্য কোন মাধ্যম। আপনার হাতের কাছে নিয়ে এলাম Photo Sketch Maker 1.32 নামের পোর্টেবল সফটওয়্যার মাত্র 944 KB ডাউনলোড করুন ও উপভোগ করুন। ডাউনলোড করার পর আপনি rar ফাইল পাবেন যা আপনাকে Extract করতে হবে। আর পেয়ে যাবেন কাংখিত Photo Sketch Maker 1.32 port.exe ফাইলটি। তাতে ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত... পাবেন। আসুন দেখে নেয়া যাক এটা দিয়ে কিভাবে কাজ করবেন।
1. Open থেকে আপনি যে ছবিটি স্কেচ করতে চান তা নির্ধারণ করুন।
2. color সিলেকশন করুন।
3. color সিলেকশন করুন
4. উজ্জলতা কম বেশী করে নিতে পারেন।
5. Save করে নিতে পছন্দ করুন নির্দিষ্ট স্থান এবং Save করুন।

এভাবে আপনি পছন্দ মত, সাদা কালো অথবা যে কোন কালারে ছবিকে স্কেচে রুপান্তর করে নিতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকেhttp://www.pchelplinebd.com/?p=18669

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন