শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

*ছোট একটি সফট দিয়ে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভকে হাইড বা লক করুন *

আজ আপনাদের একটা মজার কাজের সফটওয়্যারের কথা বলতে এসেছি। আপনারা বিভিন্ন ধরনের ফোল্ডার লোক, হাইড, এ ধরনের সফট এর কথা শুনেছেন এবং ব্যবহার করে আসছেন। যদি এমন কোন সফটওয়্যার পাওয়া যায়, যা দিয়ে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ, সিডি, ইউ এস বি সহ লক কিংবা হাইড করে রাখা যায় আপনার ইচ্ছে অনুসারে, তাহলে কেমন হয়। হা বন্ধুরা আজ এমনই একটি সফট...ওয়্যার এর কথা বলবো। যার নাম হল Hide My Drives। এটা দিয়ে আপনি কম্পিউটারের যে কোন ড্রাইভকে লুকানো, লক করে রাখতে পারেন।
সফটটি ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থকে Hide My Drives এ ডাবল ক্লিক করলে, উপরের চিত্রের মত আসবে, সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন, না ভয় পাবার কিছু নাই, আপনাকে Patch ফাইলকে কপি করে যথারীতি C ড্রাইভ এ প্রোগ্রাম ফাইলে যেখানে Hide My Drives ফোল্ডার টি আছে তা ওপেন করে পেস্ট করুন। আর উপরের চিত্রে যেখানে ক্রস চিহ্ন আছে, তাতে ক্লিক করে ক্লোজ করে দিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক দিন http://www.pchelplinebd.com/?p=20271

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন