শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

'' আপনার সিস্টেমকে রিপেয়ারিং করে স্পীড বাড়াতে পারেন ''
।। লিখেছেন : মুহাম্মদ অভি ।।

আজ আমি একটা জটিল জিনিস শেয়ার করবো। আপনার সিস্টেম কে ফাস্ট করার জন্য অনেক কিছু করে থাকেন এমন কি অনেক -এ টাকা দিয়েও কিছু ফাও জিনিস কিনে থাকে। কিন্ত ফলাফল কি ? শূন্য ,আর একটা সত্যি কথা আমি যা শেয়ার করি ,তা ১ম আমি নিজে ট্টাই করে সাকসেস হলে তারপর শেয়ার করি।ইনশাল্লাহ এই পোষ্ট টা আপনার ১০০% কাজে আসবে ।
সিস্টেম ফাস্ট করার জন্য আজ আপনাদের জন্য সফটওয়্যারটি নিয়ে আসছে তার সাইজ মাত্র ৬৩৩ কিলোবাইট ।
কি আছে ছোট এই সফটওয়্যারে ? ছোট মরিচে ঝাল বেশি তাই মজাও বেশী,এতে আছে-
এক নজরে দেখে নিন ,কি কি আছেঃ
• Reset Registry Permissions
• Reset File Permissions
• Register System Files
• Repair WMI
• Repair Windows Firewall
• Repair Internet Explorer
• Repair MDAC & MS Jet
• Repair Hosts File
• Remove Policies Set By Infections
• Repair Icons
• Repair Winsock & DNS Cache
• Remove Temp Files
• Repair Proxy Settings
• Unhide Non System Files
• Repair Windows Updates
এবার ১০/১৫ মিনিট সময় নিবে ,বাট যখন এই সফটওয়্যার টা কাজ করবে,তখন অন্য কিছু করা থেকে বিরত থাকুন, তার পর রিস্টাট আস্ক করলে ,দয়া করে রিস্টাট করে দেন,আর এখন দেখেন আপনার সিস্টেম টা আগের থেকে কতটা দ্রুত কাজ করছে ।
সফটওয়্যারটির ব্যবহারবিধি এতোই সহজ যে আলাদা বর্ননা দেয়ার দরকার মনে করছি না ।তারপরও যদি আপনার মনে স১শয় থাকে তাহলে এই লিংকে গিয়ে সফটওয়্যারটির স্কীণশট দেখে নিন -
http://www.pchelplinebd.com/?p=31577
এখানে একই সাথে ডাওনলোড লিংকও পাবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন