মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২

>> হার্ডওয়্যার আপগ্রেড ছাড়াই কম্পিউটারের স্পীড বাড়ানো সম্ভব <<

কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই, আমরা কম্পিউটারকে আমাদের সাথে তাল মিলিয়ে চালাতে চাই, গতিময় করতে চাই। অনেক ক্ষেত্রে আমাদের অনেকের হার্ডওয়্যার আপগ্রেড করে কম্পিউটারকে গতিময় করার সামর্থ্য থাকে না। তাই, বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে এই সমস্যার সমধান পেতে চেষ্টা করি। অনেকেই অনেক বড় আকারের অপটিমাইজার, ওভারক্লক কর...ি। কিন্তু, তা ইন্সটল করতে যেমন রিসোর্স ব্যাবহার করতে হয়, তা অনেকের কম্পিউটারের কম্ফিগারেসনের সাথে মিলে উঠে না।
তাই, আজ আপনাদের সাথে শেয়ার করবঃ JetBoost নামে একটি সফটওয়্যার। হয়তবা অনেকেই জানেন, তবু ও যারা জানেননা তাদের জন্য আমার এই পোস্ট।

বিস্তারিত তথ্যঃ
ভার্সন: Beta 2.0 (ফ্রী)
সাইজ: 2.67 MB
প্লাটফর্ম:Microsoft Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions.


ব্যাবহারবিধিঃ
১. ডাউনলোড লিঙ্কঃhttp://www.pchelplinebd.com/?p=30803

২. ইন্সটল করুন।আপনি এই সফটওয়্যারটি ৩টি মোডে চালিয়ে আপনার পিসিকে গতিময় করতে পারবেন।

কি কি সুবিধা পাবেন?

১. অদরকারী উইন্ডোজ প্রসেসগুলো বন্ধ করে দিবে।
২. অটো-আপডেট বন্ধ রাখবে
৩. রেম পরিষ্কার রাখতে পারবেন।
৪. এক্সপ্লোরার বন্ধ রাখতে পারবেন
৫. ক্লিপবোর্ড পরিষ্কার রাখতে পারবেন।
৬. যারা গেমস খেলেন তাদের উপযোগী করে আপনার কম্পিউটারকে সেট করতে পারবেন।
৭. আর ইচ্ছে করলে পুরনো সেটিংসে ফিরে যেতে পারবেন ‘Restore’ বাটনে ক্লিক করে।
বিশেষ দ্রষ্টব্যঃ গেম মোড চলাকালীন সময় আপনার কিছু প্রসেস/সার্ভিস বন্ধ থাকবে, Restore বাটনে ক্লিক করলে সেই প্রসেসগুলো আবার চালু হবে।

আশা করি, এই পোস্ট থেকে সবাই উপকার পাবেন। আর আমার পোস্টটি উপস্থাপনে সমস্যা থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন