- ESET Antivirus Key নিয়ে ঝামেলা ; আজীবনের জন্য সমাধান : মেগা পোস্ট -●
আশাকরি সবাই ভাল আছেন । আমি ও ভালো আছি । খুব সুন্দর একটি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । । :) :) :)
আমার পছন্দের সবচেয়ে শক্তিশালী এন্টি ভাইরাস ইসেট স্মার্ট সিকিউরিটি । ইসেটের সবচেয়ে যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে এর রিসোর্স নেওয়ার ব্যাপারটা! অন্যান্য যেকোন এন্টিভাইরাস থেকে এইটা কম রিসোর্স খায় ! কম্পিউটার পুরাই উড়াদূরা চলে । এভিজি, এভাস্ট, ক্যাসপারেস্কী যেকোন এন্টিভাইরাস থেকেই অনেক ফাস্ট রাখে পিসি কে! আর ইসেটের ভাইরাস ডিটেকশন খুবই স্ট্রং , যার কারণে সহজে ভাইরাসের আক্রমণ করতে পারে না । । যাক মূল টিউনে ফিরে যায় । ইসেটের কী নিয়ে অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে । বিভিন্ন ব্লগে বা ফেইসবুকের বিভিন্ন গ্রুপে গেলে দেখি ইসেটের কী চাওয়া হয় ।। কিন্তু কোন জবাব পাওয়া যায় না । । আজ আমি দেখাবো বা শেয়ার করবো কীভাবে ইসেটের ৯০ দিনের কী ফ্রী নিতে হয় । । আশাকরি টিউনটি আপনাদের অনেকের উপকারে আসবে এবং ইসেটের কী নিয়ে ঝামেলা অনেকটা সমাধান হবে ।
তাহলে শুরু করা যাক , কিভাবে ইসেটের ৯০ দিনের অরজিনাল ফী লাইসেন্স নেওয়া যায় । ।
১মে এই সাইটে যান ।
http://www.azproxies.com/proxy-lists/nl-web-proxies.html
যে কোন একটা লিংক নিন । ।
এখন নিচের লিখাটি কপি করে ( লাল বক্সে )এন্টার URL এ বসিয়ে Enter দিন । ।
http://www.eset.nl/movie/
এবং নিচের ন্যায় স্কীন দেখবেন ।
এখানে যাবতীয় তথ্য পূরণ করুন । Frist name , Last Name , ও আপনার মেইল Address দিন । ফরম পূরণ সম্পূণ হলে "VRAAG TRIAL VERSIE ANN" ক্লিক করুন । । এবং আপনার মেইল চেক করুন । । দেখবেন কী হাজির , আর পেয়ে গেলেন ইসেট এর অরজিনাল ৯০ দিনের ফ্রী সিরিয়াল ।। । :) :)
কোন ধরনের সমস্যা হলে কমেন্ট'স এ বলুন । । আর বন্ধুদের সাথে শেয়ার করুন । । । । ধন্যবাদ সকলকে।
স্ক্রিনসট সহ দেখুনঃ http://www.tunerpage.com/archives/61813
↓↓↓
●► টিপসটি নতুন শিখলে লাইক বাঁটনে গুঁতা মারেন।
●► আর সকল বন্ধুদের জানাতে SHARE বাঁটনে ক্লিক করে শেয়ার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন