শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

অটোরান ভাইরাসকে বোল্ড আউট করে দিন<<<<

একটি চমৎকার সফটওয়্যার নিয়ে হাজির হলাম আজ আপনাদের দরবারে। বন্ধুরা অটোরান ভাইরাস নিয়ে মাঝে মধ্যে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। এবার আপনি চ্যালেঞ্জ করে আপনার বন্ধুদের বলতে পারবেন যে, আপনার কম্পিউটারে কোন অটোরান ভাইরাস নেই। সেটা কিভাবে? হা আপনাদের জন্য নিয়ে এলাম Autorun.Virus.Remover.v2.3.Build.1022 মাত্র 1.37 মেগাবাইট। আর ফুল ভার্সন করার জন্য তো সিরিয়াল কি রয়...েছে। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিয়ে http://www.pchelplinebd.com/?p=22219
rar ফাইলকে Extract করে নিন। তাহলে পেয়ে যাবেন সেটআপ ফাইল সহ সিরিয়াল নাম্বার। প্রথমে সেটআপ ফাইলটিকে ইন্সটল করুন আপনার কম্পিউটারে এবং সেটআপ সম্পূর্ণ হলে সিরিয়াল নাম্বারটি Register এ ক্লিক করে জায়গা মত বসিয়ে দিন। পিসি রিস্টার্ট করুন দেখুন সফটটি ফুল ভার্সন হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন