শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

কম্পিউটারে আপনি আপনার কন্ঠ (Voice) সরাসরি (Live) শুনতে চান ??!!<<<<<

কিভাবে কম্পিউটারকে Amplifier হিসেবে ব্যবহার করা যায়?
এটা সত্য যে আপনি আপনার Pc-কে ব্যবহার করে Live কনসার্ট করতে পারেন।আপনার যদি ভাল গানের গলা থেকে থাকে তবে ঘরোয়া কোন অনুষ্ঠানে, ছড়িয়ে দিতে পারেন আপনার সুর।
কি করে? আপনার কম্পিউটারকে অ্যাম্পিলিফায়ার হিসেবে ব্যবহার করে।
কিভাবে কম্পিউটারকে Amplifier হিসেবে ব্যবহার করা যায়?
এজন্য আপনার প্রয়জন-
#Speaker
#Microphone
#Converter (If any)
#Instruments (If any)
#& You
১। প্রথমে কম্পিউটারের Volume Option -এ Double Click করে Master Volume Control Open করুন ।
২।এরপর Option-এ যেয়ে Properties >Output(Mixer Device)/Playback >Check All Options বা All Options-এ টিক চিন্হ দিন।
৩।তারপর পূনরায় Option-এ যেয়ে Advance Controls-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)
৪।এখন সকল Volume Option -এর Level বৃদ্ধি করুন এবং সকল Mute Off থেকে টিক চিন্হ তুলে দিন (Uncheck)।
৫।এরপর Advance Option-এ যেয়ে 1 Microphone Boost-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)
৬।এরপর Option-এ যেয়ে Properties >Input(Mixer Device)Recording – Check করুন।
পূনরায় সকল প্রক্র্রিয়া পরিক্ষা করুন এবং Speker-Microphone এর Connection যথাস্থানে লাগানো কি’না দেখুন।……..


বিস্তারিত এবং স্ক্রিনসট সহ দেখার জন্য কম্পিউটার থেকে ভিজিট করুনhttp://www.pchelplinebd.com/?p=32652


এবং মোবাইল হতে ভিজিট করুন http://www.pchelplinebd.com/wap/index-wap2.php?p=32652 এই লিংকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন