দীনবন্ধু মিত্র
জন্মঃ 1830 সালে, নদীয়ার চৌবেড়িয়া গ্রামে। মৃত্যুঃ 1873 সালে।
নাটকঃ
✦নীল দর্পণ
✦নবীন তপস্বিনী
✦লীলাবতী
✦কমলে কামিনী।
প্রহসনঃ
✦সধবার একাদশী
✦জামাই বারিক
✦ বিয়ে পাগলা বুড়ো।
নীল দর্পণঃ
1860 সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এই নাটকে মেহেরপুর অঞ্চলের নীলকর সাহেবদের অত্যাচারের কথা বলা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত নাটকটির ইংরেজী অনুবাদ করে নাম দেন "Nil Darpan" or "The Indigo Planting Miror"। এটি ঢাকায় মঞ্চস্থ প্রথম নাটক। এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন।
সধবার একাদশীঃ
উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান এবং বেশ্যা বৃত্তি যুবকদের জীবনে যে বিপর্যয় সৃষ্টি করেছিল সেই কাহিনী বর্ণিত।
✱ নীল দর্পণ (নাটক): দীনবন্দু মিত্র;
✱ নীল দংশন (উপন্যাস): সৈয়দ শামসুল হক;
✱ নীল লোহিত (গল্প): প্রমথ চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন