রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

Global Warming

পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীর অনেক যায়গা ডুবে যাবে কেন?
আমরা জানি বরফ এর আয়তন পানি থেকে বেশি । বরফ যদি গলে যায় তাহলে এর আযতন কমে যায় । একটি গ্লাস এ যদি এক টুকরো বরফ রাখা হয় তাহলে যে আয়তন হবে, বরফ গললে এর আয়তন তার থেকে কমে যাবে । পৃথিবীর দুই মেরুতে অনেক বরফ জমে আছে । বলা হয়যে Global Warming এর জন্যে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে পৃথিবীর অনেক যায়গা ডুবে যাবে । প্রশ্ন হলো যেখানে বরফ গললে এর আয়তন তার থেকে কমে যায়, সেখানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীর অনেক যায়গা ডুবে যাবে কেন?
পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে পৃথিবীর অনেক যায়গা ডুবে যাবে শুধুমাত্র বরফ গলনের কারণে নয় । এর সাথে আরও কারণ রয়েছে কিন্তু বরফের গলনে সমুদ্রতলের উচ্চতাবৃদ্ধিতে পরোক্ষ অবদান রয়েছে. সমুদ্রের বরফের গলনের ফলে 'আলবেডও' (তলের প্রতিফলন ক্ষমতা) হ্রাস পায় যার ফলে সূর্যের বিকিরণ অধিক শোষিত হয়। সৌরকিরণের অধিক শোষণ উষ্ণকরণ ত্বরান্বিত করে এবং স্থলভূমিতে বরফ এবং তুষারের গলন বাড়িয়ে দেয়। উপরন্তু ভাসমান বরফস্তর ক্রমশ ভেঙ্গে যাওয়ার ফলে স্থলভূমি থেকে মহাসমুদ্রে বরফের প্রবাহ দ্রুততর হয় এবং এইভাবে সমুদ্রতল বৃদ্ধির ব্যাপারে অতিরিক্ত প্রভাব ফেলে ।
আরও কয়েকটি কারণের মধ্যে রয়েছে পর্বতের হিমবাহ ও ক্ষুদ্র বরফ আস্তরণের ক্ষয় , গীনল্যান্ড ও আন্টার্কটিকার বরফের ক্ষয়, মহাসমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি , তাপজনিত প্রসারণের ইত্যাদি।
কিন্তু মূল কথা হলো সকল কারনের ফলাফল হলো সমুদ্রতলের উচ্চতাবৃদ্ধি।
আসলে আমরা অনেকে ভাবি অথবা জানিযে শুধুমাত্র দুই মেরুতে বরফ আছে । মেরুতে সমুদ্রের উপরে যে বরফ আছে তা গলে গেলে আসলে কোন যায়গা প্লাবিত হবেনা । কিন্তু তাতো আর একা গলবেনা । তাপমাত্রা বাড়লে সারা দুনিয়ার তাপমাত্রা বাড়বে । স্থলভাগে অনেক বরফ আছে । আইসল্যান্ডে যে বরফ আছে তা দিয়ে পৃথিবীকে দুইবার মোড়ানো যাবে । আর পর্বতের জমে থাকা বরফের কথাইতো বাদই দিলাম।
(Source: Internet)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন