আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন,:
“যখন তোমাদের কেউ দেখতে চায় যে, চেহারা ও সম্পদের দিক থেকে কে তার চেয়ে উত্তম, সে যেন তখন তার চেয়ে যে নিম্নমানের তার দিকে তাকায়।” [বুখারী: ৬৪৯০]
"যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা অনুসরন করো না। কান, চোখ, মন-প্রত্যেকের কৈফিয়ত তলব করা হবে। তুমি মাটিতে দেমাক করে পা ফেলো না। তুমি মাটিও ফাটতে পারবে না ও পাহাড়ের সমান উঁচুও হতে পারবে না" (সূরা বনি-ইসরাইল, আয়াতঃ ৩৬-৩৭)
সুবাহান আল্লাহ , আমরা এই দুইটা হাদীস-কুরআন যদি ভালভাবে উপলব্ধি করে আমল করতে পারি তাহলে আমরা বহু দোষ থেকে নিজেকে বিরত রাখতে পারব , ইনশাআল্লাহ ।
“যখন তোমাদের কেউ দেখতে চায় যে, চেহারা ও সম্পদের দিক থেকে কে তার চেয়ে উত্তম, সে যেন তখন তার চেয়ে যে নিম্নমানের তার দিকে তাকায়।” [বুখারী: ৬৪৯০]
"যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা অনুসরন করো না। কান, চোখ, মন-প্রত্যেকের কৈফিয়ত তলব করা হবে। তুমি মাটিতে দেমাক করে পা ফেলো না। তুমি মাটিও ফাটতে পারবে না ও পাহাড়ের সমান উঁচুও হতে পারবে না" (সূরা বনি-ইসরাইল, আয়াতঃ ৩৬-৩৭)
সুবাহান আল্লাহ , আমরা এই দুইটা হাদীস-কুরআন যদি ভালভাবে উপলব্ধি করে আমল করতে পারি তাহলে আমরা বহু দোষ থেকে নিজেকে বিরত রাখতে পারব , ইনশাআল্লাহ ।
''যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে মুত্তাকী।'' [সূরা নাজম: ৩২]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন