রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

একই ক্ষমতা সম্পন্ন সাধারণ বাল্বের তুলনায় টিউব লাইটে আলো বেশি হয় কেন?



একই ক্ষমতা সম্পন্ন সাধারণ বাল্বের তুলনায় টিউব লাইটে আলো বেশি হয় কেন?

সাধারণ বাল্ব বা ইনক্যানডেসেন্ট বাল্বে, পাতলা ফিলামেন্ট থাকে । এই ফিলামেন্ট ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই ফিলামেন্টের রোধ এবং বিভব পার্থক্য বেশি থাকে ।এই রোধের জন্য যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ফিলামেন্টটি উত্তপ্ত হয়ে চারদিকে আলো ছড়াতে থাকে । এই প্রক্রিয়ায় বেশির ভাগ বিদ্যুৎ তাপে পরিণত হয় ।এর সামান্য অংশই আলোতে পরিণত হয়। অপরদিকে ফ্লোরেসেন্ট বা টিউব লাইটে দীর্ঘ টিউবের ভিতরের অংশ ফ্লোরেসেন্ট আচ্ছাদিত থাকে। গ্যাস নিঃসরণের মাধ্যমে টিউব লাইটে আলো তৈরি হয় । এক্ষেত্রে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত হয় পারদের বাষ্পের মাধ্যমে । এটি অতিবেগুনি রশ্মি নির্গত করে। এই অতিবেগুনি রশ্মি ফ্লোরেসেন্ট আস্তরণকে উত্তেজিত করে আলো তৈরি করে। তাই এক্ষেত্র উত্তপ্ত হবার দরকার নেই । তাই টিউব লাইটে প্রবাহিত বেশিরভাগ বিদ্যুৎ আলোতে পরিণত হয় । তাই একই ক্ষমতা সম্পন্ন সাধারণ বাল্বের তুলনায় টিউব লাইটে আলো বেশি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন