জিপি মডেমের একটা কমোন সমস্যা ও তার সমাধান
অধিকাংশ মানুষই গ্রামীনফোনের মডেম ব্যবহার করছে। কিন্তু মডেমটির একটা জিনিষ খুবই অপছন্দনীয়। আর সেটা হলো অটোমেটিক গ্রামীনফোনের ওয়েব সাইটে ঢোকা। মানে যখন মডেমটা পিসিতে লাগিয়ে কানেক্ট বাটনে ক্লীক করলেই কানেক্ট হওয়ার পর অটোমেটিক internet.grameenphone.com ওপেন হয়। যতবারই ইন্টারনেট কানেক্ট করবেন ততবারই ঐ ওয়েব সাইটা চালু হয়। এটা একটা যন্ত্রনার চেয়ে কম নয়। আপনারা ইচ্...ছা করলে এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১. জিপি মডেম সফটওয়্যারটি যেখানে সেটআপ দিয়েছেন সেখানে যান। সাধারণত জিপি মডেম C:\Program Files\grameenphone internet এ সেটআপ হয়।
২. সেখানে SysSetting.xml নামে একটা ফাইল দেখতে পাবেন।
৩. ফাইলটি যেহেতু xml ফরমেটের তাই খেয়াল রাখবেন ফাইলটি এডিট করার সময় কোন ভুল হলে আপনার সফটওয়্যারটিই নষ্ট হয়ে যাবে। তাই সতকর্তার জন্য ফাইলটির একটি ব্যাকআপ রাখুন।
৪. এবার ফাইলটি নোটপ্যাডের সাহায্যে চালু করুন।
৫. এখন http://internet.grameenphone.com/ লাইনটি খুজে বের করুন।
৬. http://internet.grameenphone.com/ লিংটি মুছে দিন।
৭. তারপর ফাইলটি সেভ করুন।
অথবা
নিচের পদ্ধতিটাও ব্যবহার করে এই কাজটি করতে পারেনঃ
১. জিপির সফটওয়্যারটি চালু করুন।
২. Tools থেকে Options এ যান।
৩. General Tab এ Startup যান।
৪. সেখানে Launch internet.grameenphone.com when connect to internet থেকে টিক mark টি তুলে দিন।
৫. ব্যাস কাজ শেষ।
অধিকাংশ মানুষই গ্রামীনফোনের মডেম ব্যবহার করছে। কিন্তু মডেমটির একটা জিনিষ খুবই অপছন্দনীয়। আর সেটা হলো অটোমেটিক গ্রামীনফোনের ওয়েব সাইটে ঢোকা। মানে যখন মডেমটা পিসিতে লাগিয়ে কানেক্ট বাটনে ক্লীক করলেই কানেক্ট হওয়ার পর অটোমেটিক internet.grameenphone.com ওপেন হয়। যতবারই ইন্টারনেট কানেক্ট করবেন ততবারই ঐ ওয়েব সাইটা চালু হয়। এটা একটা যন্ত্রনার চেয়ে কম নয়। আপনারা ইচ্...ছা করলে এই ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১. জিপি মডেম সফটওয়্যারটি যেখানে সেটআপ দিয়েছেন সেখানে যান। সাধারণত জিপি মডেম C:\Program Files\grameenphone internet এ সেটআপ হয়।
২. সেখানে SysSetting.xml নামে একটা ফাইল দেখতে পাবেন।
৩. ফাইলটি যেহেতু xml ফরমেটের তাই খেয়াল রাখবেন ফাইলটি এডিট করার সময় কোন ভুল হলে আপনার সফটওয়্যারটিই নষ্ট হয়ে যাবে। তাই সতকর্তার জন্য ফাইলটির একটি ব্যাকআপ রাখুন।
৪. এবার ফাইলটি নোটপ্যাডের সাহায্যে চালু করুন।
৫. এখন http://internet.grameenphone.com/ লাইনটি খুজে বের করুন।
৬. http://internet.grameenphone.com/ লিংটি মুছে দিন।
৭. তারপর ফাইলটি সেভ করুন।
অথবা
নিচের পদ্ধতিটাও ব্যবহার করে এই কাজটি করতে পারেনঃ
১. জিপির সফটওয়্যারটি চালু করুন।
২. Tools থেকে Options এ যান।
৩. General Tab এ Startup যান।
৪. সেখানে Launch internet.grameenphone.com when connect to internet থেকে টিক mark টি তুলে দিন।
৫. ব্যাস কাজ শেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন