রবিবার, ৩০ অক্টোবর, ২০১১

Secure করুন আপনার Facebook একাউন্টটিকে

সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকে প্রতিদিন প্রায় ৬ লাখ অ্যাকাউন্ট হ্যাক হয়। পাশাপাশি প্রতি ২৪ ঘণ্টায় ফেসবুকে এক বিলিয়ন বার লগ-ইন হয়। আর এ সময় হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করে। এর মাধ্যমে প্রতিদিন শতকরা শূন্য দশমিক ৫ ভাগের কম ব‌্যবহারকারী বিভিন্ন রকমের স্প্যাম পেয়ে থাকেন।

Secure করুন আপনার Facebook একাউন্টটিকে। বর্তমানে Facebook এর Security অনেক উন্নত করা হয়েছে । যার ফলে এখন Facebook Hack প্রায় অসম্ভব বলা যায় । এই Security System এর ফলে কারও Facebook Account এর Username ও Password জানা থাকলেও তার Facebook Account Hack করা যাবে না । Facebook এর এসব Security আমরা কি ভাবে কাজে লাগাতে পারি তা নিচে আলোচনা করা হল :-
১.আপনার Mobile Phone টি FacebookAdd করা থাকতে হবে । Add করা না থাকলে Add করে নিতে হবে ।
১.তারপর আপনার Facebook Account এর উপরে ডানদিকে DOWN-ARROW চিহ্নিত স্থানে Click করুন ।
২. এখান থেকে Account Settings এ Click করুন ।
৩. এবার বাম দিকের Security option এ Click করুন ।
৪. Secure browsing option এ Click করে Check Box এ Check করুন । Save changes option এ Click করুন ।
৫. এরপর Login notifications option এ Click করুন । এখানে Email ও Text message এর পাশের Check Box গুলোতে Check করুন । Save changes option এ Click করুন । এর ফলে আপনার select করা device ছাড়া অন্য কোন device থেকে আপনার Facebook Account এ কেউ Login করলে আপনি email এবং mobile এ sms এর মাধ্যমে তা জানতে পারবেন ।
৬. Login approvals এ Click করুন । এখানে Require me to enter a security code each time an unrecognised computer or device tries to access my account এর পাশের Check Box এ Check করুন । এর ফলে আপনার mobile এ একটি code পাঠানো হবে এবং একটি খালি box open হবে যেখানে আপনার mobile এ পাঠানো code টি লিখতে হবে । Code টি লিখার পর ok Click করুন । Save changes option এ Click করুন । এর ফলে আপনার select করা device ছাড়া অন্য কোন device থেকে আপনার Facebook Account এ কেউ Login করলে আপনি email এবং mobile এ sms এর মাধ্যমে একটি code পাবেন এবং এই code ছাড়া কেউ অন্য কোন device থেকে আপনার Facebook Account এ কেউ Login করতে পারবে না যদিও সে আপনার Facebook Account এর Username ও Password জানে ।
৭. Recognised devices option এ মাধ্যমে আপনি যেসব device থেকে Facebook এLogin করবেন সেগুলো Save করতে পারবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন