রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

রাজা রামমোহন রায়



রাজা রামমোহন রায়ঃ 

১৭৭২ সালে হুগলী জেলার তালুকদার পরিবারে তার জন্ম। তিনি ছিলেন সমাজ শিক্ষা ও ধর্ম সংষ্কারক।

 ** ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। 

** হিন্দু-ইসলাম-খ্রীষ্ট ধর্ম সার সংক্ষেপ করে একেশ্বরবাদের উপড় ভিত্তি করে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন।

** সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ (লর্ড বেন্টিক এর আমলে) ও বিধবা বিবাহের জোর প্রচারণা চলান।

** ১৮২৩ সালে সংবাদপত্র বিধি (Press Ordinance) পাশ করা হলে তিনি তীব্র আন্দোলন করেন।

** ১৮৩০ সালে তৎকালীন নাম মাত্র মোঘল বাদশা ২য় আকবর তার দাবি-দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য রামমোহন রায়কে বিলেতে পাঠান। এ সময় তিনি তাকে "রাজা" উপাধি দেন।

** পাশ্চাত্য শিক্ষা প্রসারে তিনি কলকাতায় "এংলো হিন্দু" নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

** তিনি ১৮৩৩ সালের ২৭ সেপ্টম্বর ইংল্যান্ডের ব্রিষ্টল শহরে মারা যান।

** তার গ্রন্থ সমূহঃ 

বেদান্ত গ্রন্থ (১ম), বেদান্ত সার, পথ্য দান [বেদান্ত চন্দ্রিকা লিখেছেন মৃ্ত্যুঞ্জয় বিদ্যালম্কার]
ভট্টাচর্যের সহিত বিচার, গোস্বা্মীর সহিত বিচার
প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে এই গ্রন্থটি লিখা হয়েছে।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন