বুধবার, ২৩ নভেম্বর, ২০১১

1. বংলাদেশের স্বতন্ত্র ঋতুঃ B. বর্ষাকাল 2. সিডর অর্থঃ A. চোখ 3. ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক কার সন্তান? B. বিন্দুসার 4. প্রাচীন ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত বাংলার ... কোন জনপদ তার অধীনে নিতে পারেননি? C. সমতট 5. কত সালের মধ্যে সরকার পুরো বাংলাদেশকে বিদ্যুৎের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়েছে? A. 2021 সাল 6. কাপ্তাই হ্রদ কোন জেলায় অবস্থিত? A. রাঙামাটি 7. বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি ছিল? C. রেডিও বাংলাদেশ 8. আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছরের সেরা গায়িকা হয়েছেনঃ B. টেলর সুইফট 9. লাল আলোতে নীল রঙ এর ফুল কেমন দেখাবে? B. কালো 10. এক আলোক বৎসর=কত কিঃমিঃ? * অপশনে সঠিক উত্তর নেই * 11. তাপমাত্রা বাড়ালে চুম্বকত্ব-- A. কমবে 12. কোন যন্ত্র আবিষ্কারের মাধ্যমে ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু? A. ট্রানজিষ্টর 13. ব্লাক বক্স কোথায় থাকে? C. বিমানে 14. শূন্য মাধ্যমে শব্দের বেগঃ D. শূন্য 15. বায়ুর বেগ নির্ণয়ের যন্ত্রের নামঃ D. বুফোর্ট স্কেল 

শেষ ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? ভ্যালাডেলিড, স্পেন ► বান কি মুন দক্ষিণ সুদানে দূত হিসাবে কাকে নিয়োগ দেন? হেইলি মেনকারিয়োস, ইরিত্রিয়া... ► পরপর তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার অধিকারি? ওয়াকার ইউনূস, পাকিস্তান ► ২০১৩ মহিলা বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত

প্রাণী বিজ্ঞানঃ * ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীঃ বামন চিকা * ম্যালেরিয়া শব্দের অর্থঃ দূষিত বাতাস। * আর্থোপোডা প্রাণী জগৎের সর্ববৃহৎ পর্ব। * আমাশয়ের জীবাণুঃ Antamoeba Histolytica... * সাগর গাভী বলা হয় ডুগং কে। * পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হায়েনা। * সব চেয়ে ভারী উড়ন্ত পাখীঃ Kori Bustard * মানুষ খেকো মাছ পিরানহা। * চট্টগ্রামের চিরসবুজ বনে উড়ন্ত টিকটিকি পাওয়া যায়। * ম্যালেরিয়া রোগ ছড়ায় এনোফিলিস মশা, ডেঙ্গু ছড়ায় এডিস মশা।