সমগ্র কোরআনে মুমিনের যে ৩০ টি গুণাবলীর কথা বলা হয়েছে
পবিত্র কোরআনের সূরা তাওবা, মুমিনুন ও আহযাবে মুমিনের প্রায় ৩০ টি গুণাবলীর কথা উল্লেখ আছে। কোরআনের বিভিন্ন স্থানে এ গুণাবলীগুলোই বারবার আলোচনা করা হয়েছে। তাহলে জেনে নেয়া যাক একজন মুমিনের কি কি গুণাবলী থাকা আবশ্যক --
নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালনকারী পুরষ, রোযা পালনকারী নারী, যৌনাংগ হেফাযতকারী পুরুষ, যৌনাংগ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী- তাদের জন্যে আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার । (সুরা আহযাব - ৩৫)
মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাজে বিনয়ী-নম্র; যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত, যারা যাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাংগকে সংযত রাখে, যারা আমানত ও অংগীকার সম্পর্কে সাবধান থাকে এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে ।
(সুরা মুমিনুন, আয়াত ১ থেকে ৯)
আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহতাআলা দয়া করবেন।
(সুরা তাওবাহ - ৭১)
তারা তওবাকারী, এবাদতকারী, শোকরগোযার, (দুনিয়ার সাথে) সম্পর্কচ্ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, ভালো কাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাযতকারী। বস্তুত সুসংবাদ দাও ঈমানদারদেরকে।
(সুরা তাওবাহ - ১১২)
পবিত্র কোরআনের সূরা তাওবা, মুমিনুন ও আহযাবে মুমিনের প্রায় ৩০ টি গুণাবলীর কথা উল্লেখ আছে। কোরআনের বিভিন্ন স্থানে এ গুণাবলীগুলোই বারবার আলোচনা করা হয়েছে। তাহলে জেনে নেয়া যাক একজন মুমিনের কি কি গুণাবলী থাকা আবশ্যক --
নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালনকারী পুরষ, রোযা পালনকারী নারী, যৌনাংগ হেফাযতকারী পুরুষ, যৌনাংগ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী- তাদের জন্যে আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার । (সুরা আহযাব - ৩৫)
মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাজে বিনয়ী-নম্র; যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত, যারা যাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাংগকে সংযত রাখে, যারা আমানত ও অংগীকার সম্পর্কে সাবধান থাকে এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে ।
(সুরা মুমিনুন, আয়াত ১ থেকে ৯)
আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহতাআলা দয়া করবেন।
(সুরা তাওবাহ - ৭১)
তারা তওবাকারী, এবাদতকারী, শোকরগোযার, (দুনিয়ার সাথে) সম্পর্কচ্ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, ভালো কাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাযতকারী। বস্তুত সুসংবাদ দাও ঈমানদারদেরকে।
(সুরা তাওবাহ - ১১২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন