১. সড়ক দুর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশ কোনটি? - নেপাল (২য় বাংলাদেশ)।
২. দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়্? - ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।
৩. বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? - ৩০ সেপ্টেম্বর ২০১১।
৪. দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? - ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।
৫. লিবিয়ায় ন্যাটো বাহিনী কবে অভিযান শুরু করে? অভিযানের নাম কি ছিল? - ১৯ মার্চ ২০১১, অপারেশন অডিসি ডন।
✔ পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)
✔ সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)।
✔ বিশ্বের প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
✔ বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
✔ বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন