শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

ই-রিডার



আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে সকলেই এখন ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীল। বিভিন্ন ক্ষেত্রেই বাড়ছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। ঠিক বইয়ের জগতেও এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে ই-বই। ডিজিটাল ডিভাইসের জন্য তৈরি ডিজিটাল সংস্করণের বইয়ের নামই হচ্ছে ই-বই। আর এসব ই-বই পড়ার জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে ই-রিডার। বর্তমান সময়ের কিছু জনপ্রিয় ই-রিডারের পরিচিতি তুলে ধরা হলো এই লেখায়।

ই-রিডার কি

ইলেকট্রনিক রিডার সংক্ষেপে ই-রিডার নামে পরিচিত। ই-বই বা ডিজিটাল সংস্করণের বই পড়ার সুবিধা রয়েছে যেসব ডিভাইসে, তাদেরকেই বলা হয় ই-রিডার। এতে ব্যবহূত হয় ই ইংক প্রযুক্তি যাতে লেখাসমূহ প্রদর্শিত হয় এবং ব্যবহারকারী সহজে তা পড়তে পারে। বর্তমানে মুদ্রণ বিশ্বে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এসব ই-রিডার। এসব ডিভাইসের প্রধান সুবিধা হচ্ছে এগুলো সহজে বহনযোগ্য, হালকা, সহজে ব্যবহারযোগ্য, ব্যাটারি দীর্ঘস্থায়ী। এটি দিয়ে প্রখর সূর্যালোকের পাশাপাশি রাতেও পড়া যায় যেকোনো স্থানে, যেকোনো সময়ে।

আমাজন কাইন্ডল ই-রিডার

আমাজানের কাইন্ডল একটি ডিজিটাল বুক রিডার হিসেবে কাজ করে। এতে রয়েছে ৬ ইঞ্চি স্ক্রিন। এটি ১৬ লেভেল গ্রেস্কেল সমর্থন করে। এতে রয়েছে ২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা। এটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। এছাড়া এর ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে এটি দিয়ে অনলাইনেও বই পড়া যাবে। বাজারে এর দ্বিতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে।

বার্নেস এন্ড নোবেল নুক

বাজারের আরেকটি ই-রিডার হচ্ছে বার্নস এন্ড নোবেল এর নুক। এতে রয়েছে গ্রেস্কেল ই ইংক স্ক্রিন। এতেও রয়েছে এতে ওয়্যাইফাই সংযোগ যা ইন্টারনেট থেকে সরাসরি বই পড়ার সুবিধা প্রদান করে। এতে অনবোর্ড ২ জিবি স্টোরেজ ছাড়াও রয়েছে মাইক্রো এসডি স্লট যার মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এতে রয়েছে টাচ স্ক্রিন সুবিধা। এতে রয়েছে মিউজিক প্লেয়ার এবং এটি দিয়ে পিডিএফ ফাইলও পড়া যায়।

আসুস ডিআর-৯০০ ই-বুক

ই-রিডারের বাজারে আসুস নিয়ে এসেছে ডিআর-৯০০ মডেলের ই-বুক রিডার। এতে রয়েছে ৯ ইঞ্চি স্ক্রিন এবং এর রেজুলেশন ১০২৪ বাই ৭৬৮ পিক্সেল। এতে ওয়াইফাই প্রযুক্তি বিল্ট ইন রয়েছে। তাছাড়া এতে রয়েছে একটি অপশনাল থ্রি ফাংশন। এটি পিডিএফ, টেক্সট, ই-পাব এবং এইচটিএমএল এর মত জনপ্রিয় সব ফাইল ফরম্যাট সমর্থন করে। এতে গান সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে আর রয়েছে হেডফোন ব্যবহারের সুবিধা যাতে করে গান ও যেকোনো অডিও ফাইল শোনা যায় ।এর মেমোরি ৪ জিবি।

সনি পিআরএস-৭০০ ই-বুক রিডার

প্রথম ই-রিডার নির্মাতা সনি সম্প্রতি নিয়ে এসেছে তাদের নতুন মডেলের ই-রিডার পিআরএস-৭০০। স্টাইলিশ এই ই-রিডার সহজে ব্যবহারযোগ্য। এতে রয়েছে ৬ ইঞ্চি স্ক্রিন এবং ওজন মাত্র ১০ আউন্স। এটিও বিভিন্ন জনপ্রিয় ফাইল ফরম্যাট সমর্থন করে এবং এর বিশেষ সুবিধা হচ্ছে এতে ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা যায়।