শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

 ডান হাতিদের মুখের ডান পাশ দিয়ে আর বাঁ হাতিদের মুখের বাঁ পাশ দিয়ে খাবার চিবানোর প্রবণতা বেশি।
 আনন্দময় বা তৃপ্তিকর কিছু চোখে পড়লে আমাদের চোখের মণি ৪৫ শতাংশ পর্যন্ত প্রসারিত হয়।
 টাইটানিক জাহাজ তৈরি করতে সাত মিলিয়ন ডলার খরচ হয়েছিল আর টাইটানিক নিয়ে ছবি বানাতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার।
 আমাদের পুরো শরীর ঘুরে আসতে একটি লোহিত কণিকার ২০ সেকেন্ড সময় লাগে।
 পৃথিবীতে প্রতিদিন প্রায় চার লাখ শিশু জন্মগ্রহণ করে এবং প্রায় এক লাখ ৪০ হাজার লোক মারা যায়।
 বেশির ভাগ ঘড়ির বিজ্ঞাপনে ঘড়িতে যে সময়টা দেখানো হয়, তা ১০: ১০টা। কারণ, এ সময়টাতে ঘড়ির কাঁটাগুলো এমন কৌনিক অবস্থানে থাকে যে, তা একটি মৃদু হাস্যময় মুখের মতো দেখায়।
 একটি জাম্বো জেটের উড্ডয়নে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল লাগে।
 গুহাতে উড়ন্ত অবস্থায় বাধা পেলে বাদুর সব সময় বাম দিকে মোড় নেয়।
 ১৯৮০ সালে পৃথিবীর একটি মাত্র দেশে টেলিফোন ছিল না। দেশটি ভুটান।
 গ্রিসের জাতীয় সংগীতে মোট ১৫৮টি পঙিক্ত আছে।