ডান হাতিদের মুখের ডান পাশ দিয়ে আর বাঁ হাতিদের মুখের বাঁ পাশ দিয়ে খাবার চিবানোর প্রবণতা বেশি।
আনন্দময় বা তৃপ্তিকর কিছু চোখে পড়লে আমাদের চোখের মণি ৪৫ শতাংশ পর্যন্ত প্রসারিত হয়।
টাইটানিক জাহাজ তৈরি করতে সাত মিলিয়ন ডলার খরচ হয়েছিল আর টাইটানিক নিয়ে ছবি বানাতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার।
আমাদের পুরো শরীর ঘুরে আসতে একটি লোহিত কণিকার ২০ সেকেন্ড সময় লাগে।
পৃথিবীতে প্রতিদিন প্রায় চার লাখ শিশু জন্মগ্রহণ করে এবং প্রায় এক লাখ ৪০ হাজার লোক মারা যায়।
বেশির ভাগ ঘড়ির বিজ্ঞাপনে ঘড়িতে যে সময়টা দেখানো হয়, তা ১০: ১০টা। কারণ, এ সময়টাতে ঘড়ির কাঁটাগুলো এমন কৌনিক অবস্থানে থাকে যে, তা একটি মৃদু হাস্যময় মুখের মতো দেখায়।
একটি জাম্বো জেটের উড্ডয়নে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল লাগে।
গুহাতে উড়ন্ত অবস্থায় বাধা পেলে বাদুর সব সময় বাম দিকে মোড় নেয়।
১৯৮০ সালে পৃথিবীর একটি মাত্র দেশে টেলিফোন ছিল না। দেশটি ভুটান।
গ্রিসের জাতীয় সংগীতে মোট ১৫৮টি পঙিক্ত আছে।
আনন্দময় বা তৃপ্তিকর কিছু চোখে পড়লে আমাদের চোখের মণি ৪৫ শতাংশ পর্যন্ত প্রসারিত হয়।
টাইটানিক জাহাজ তৈরি করতে সাত মিলিয়ন ডলার খরচ হয়েছিল আর টাইটানিক নিয়ে ছবি বানাতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার।
আমাদের পুরো শরীর ঘুরে আসতে একটি লোহিত কণিকার ২০ সেকেন্ড সময় লাগে।
পৃথিবীতে প্রতিদিন প্রায় চার লাখ শিশু জন্মগ্রহণ করে এবং প্রায় এক লাখ ৪০ হাজার লোক মারা যায়।
বেশির ভাগ ঘড়ির বিজ্ঞাপনে ঘড়িতে যে সময়টা দেখানো হয়, তা ১০: ১০টা। কারণ, এ সময়টাতে ঘড়ির কাঁটাগুলো এমন কৌনিক অবস্থানে থাকে যে, তা একটি মৃদু হাস্যময় মুখের মতো দেখায়।
একটি জাম্বো জেটের উড্ডয়নে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল লাগে।
গুহাতে উড়ন্ত অবস্থায় বাধা পেলে বাদুর সব সময় বাম দিকে মোড় নেয়।
১৯৮০ সালে পৃথিবীর একটি মাত্র দেশে টেলিফোন ছিল না। দেশটি ভুটান।
গ্রিসের জাতীয় সংগীতে মোট ১৫৮টি পঙিক্ত আছে।