শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

ফ্রিটজ প্লিউমার

আধুনা কম্পিউটার নির্ভর এই বিশ্বে এখন মাল্টিমিডিয়া ফোন বা পিসি বা ল্যাপটপই গান শোনার প্রধান মাধ্যম। তবে অডিও জগতে সর্বপ্রথম প্রযুক্তির নাম ম্যাগনেটিক টেপ। আর সেই যুগান্তকারী প্রযুক্তির আবিস্কারক ফ্রিটজ প্লিউমার। জার্মান-অস্ট্রিয়ান এই প্রকৌশলীই পৃথিবীকে সর্বপ্রথম শব্দ ধারণের সেই প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেন। বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে গবেষণা চালিয়ে শেষ পর্যন্ত ১৯২৭ সালে পাতলা কাগজের উপর আয়রন অক্সাইডের আবরণ তৈরি করে একটি টেপ তৈরিতে সক্ষম হন। পরবর্তীতে তিনি ১৯৩২ সালে প্রথম ব্যবহারিক টেপ রেকর্ডার তৈরি করেন। এই যন্ত্রের নাম দেয়া হয় ম্যাগনেটোফোন। ১৮৮১ সালে জন্ম নেয়া এই আবিস্কারক মৃত্যু বরণ করেন ১৯৪৫ সালে।