শনিবার, ১৯ নভেম্বর, ২০১১


৫. Folklore Society কী? ক. সাংস্কৃতিক সংঘ
খ. ফুটবল খেলার ক্লাব গ. পুঁথি সংগ্রহকারী ব্যক্তিবর্গ
ঘ. ইউরোপ-আমেরিকার বিদ্বানদের সভা
৬. মনসুর বয়াতী কে?
ক. প্রখ্যাত গায়ক খ. প্রখ্যাত সাহিত্যিক
গ. প্রখ্যাত অভিনেতা ঘ. প্রখ্যাত লোককবি
৭. ‘Folklore’ কথাটির উদ্ভাবক কে?
ক. উইলিয়াম থমস খ. রোমা রোঁলা
গ. উইলিয়াম শেক্সপিয়ার ঘ. জন কিটস
৮. ‘পল্লী সাহিত্য’ প্রবন্ধের আলোকে অমূল্য রত্ন বিশেষ কোনটি?
ক. ছড়া খ. উপকথা গ. পল্লী গান ঘ. খনার বচন
৯. ‘ঠাকুরমার ঝুলি’ কার লেখা?
ক. জসীমউদ্দীন খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. ফররুখ আহমদ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১০. ‘প্রত্নতাত্ত্বিক’ অর্থ কী?
ক. প্রাচীন যুগের মৃত লোক খ. প্রাচীন শাস্ত্রবিদ
গ. পুরাতত্ত্ববিদ ঘ. মাটিবিষয়ক বিদ্যা
১১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লী সাহিত্যের এখনো সমাদর করে কারা? ক. পণ্ডিতেরা খ. কবিরা
গ. পাড়া-গাঁয়ের লোকের ঘ. শহুরে লোকেরা
১২. বিশিষ্ট সাহিত্যিক রোমা রোঁলার দেশ কোনটি?
ক. জার্মান খ. ফ্রান্স গ. ইংল্যান্ড ঘ. ইতালি
১৩. মৈমনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন কে?
ক. শেক্সপিয়ার খ. রোমা রোঁলা
গ. দীনেশচন্দ্র সেন ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৪. রোমা রোঁলা কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৮৪৮ খ. ১৯০১ গ. ১৯১৩ ঘ. ১৯১৫ সালে
১৫. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?
ক. চার আনা খ. আট আনা খ. বারো আনা ঘ. পনেরো আনা
১৬. ‘সাহিত্যের কি অমূল্যখনি পল্লীজননীর বুকের কোণে লুক্বায়িত আছে।’—নিচের কোনটি?
ক. ছড়াগান খ. খনার বচন
গ. মৈমনসিংহ গীতিকা ঘ. চর্যাগীতিকা
১৭. ‘ধরি মাছ না ছুঁই পানি’—এটা কী?
ক. প্রবাদবাক্য খ. খনার বচন গ. ডাকের বচন ঘ. উপকথা
১৮। ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’—এগুলো কী?
ক. পল্লিগীতি খ. প্রবাদ গ. উপকথা ঘ. ছড়া
১৯. ‘তাতে কত প্রেম, কত গান, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।’—কীসে?
ক. প্রবচনে খ. উপকথায় গ. পল্লিগানে ঘ. রূপকথায়
২০. উপকথার আবেদন কীরূপ?
ক. আঞ্চলিক খ. কালিক গ. ব্যক্তিবিশেষ ঘ. সর্বজনীন
২১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে কী তলিয়ে যাচ্ছে?
ক. প্রাচীন ছড়া খ. প্রাচীন প্রবচন
গ. প্রাচীন পল্লী গান ঘ. প্রাচীন উপকথা
২২. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’—এটা কী?
ক. প্রবাদ খ. প্রবচন গ. গাঁথা ঘ. জনশ্রুতি
২৩. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন?
ক. চন্দ্র সেন খ. দীনেশচন্দ্র সেন
গ. দক্ষিণারঞ্জন মিত্র ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৪. মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. দীনেশচন্দ্র সেন ঘ. চন্দ্রকুমার দে
২৫. নৃতত্ত্বের মূল্যবান উপকরণ কোনটি?
ক. ছড়া খ. প্রবাদ গ. গাথা ঘ. উপকথা
২৬. ‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালীর বিয়ে হচ্ছে’ কোন ধরনের সাহিত্য?’
ক. প্রবাদ সাহিত্য খ. প্রবচন সাহিত্য
গ. ছড়া সাহিত্য ঘ. জনশ্রুতি সাহিত্য
২৭. বাঁধা বুলি আউড়ানো হতো কোন খেলায়?
ক. ব্যাডমিন্টন খ. কাবাডি গ. ফুটবল ঘ. চতুরঙ্গ
২৮. ‘চার্লস ল্যাম্ব’ কার রচনা?
ক. উইলিয়াম থমস খ. উইলিয়াম শেক্সপিয়ার
গ. জন কিটস ঘ. রোমা রোঁলা
২৯. অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য কোনটি?
ক. Folklore খ. Proletariat গ. গাঁথা ঘ. গীতিকা
৩০. ‘ফোকলোর সোসাইটি’ সর্বপ্রথম কোথায় গঠিত হয়?
ক. ফ্রান্সে খ. লন্ডনে গ. ইতালিতে ঘ. আমেরিকায়
৩১. মানুষের উৎপত্তি ও বিকাশ-সংক্রান্ত বিজ্ঞান কোনটি?
ক. পুরাতত্ত্ব খ. ভূতত্ত্ব গ. নৃতত্ত্ব ঘ. জিনতত্ত্ব
৩২. ‘বালাম’ শব্দের অর্থ কী?
ক. বইয়ের খণ্ড খ. চাউল গ. প্রাসাদ ঘ. প্রাণী বিশেষ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: পল্লী সাহিত্য: ৫. গ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. খ।