বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

১. 'মাসিক মাহে নও' (১৯৪৯) পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : মুহাম্মদ মনসুর উদ্দীন (১৯০৪-৮৭)।

২. মুহাম্মদ মনসুর উদ্দীনের লোকসংগীতের সংকলন গ্রন্থের নাম 'হারামণি' কে দেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৩. 'গো-জীবন' (১৯৯৮) কী ধরনের রচনা?

উত্তর : মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থ রচনার দায়ে তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়।

৪. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-৫৬) এর প্রথম গল্প 'অতসী মামী' বিচিত্রা পত্রিকার ১৩৩৫ সালের পৌষ সংখ্যায় প্রকাশিত হয়।

৫. নবীনচন্দ্র সেনের কোন তিনটি কাব্য 'ত্রয়ী কাব্য' নামে পরিচিত?

উত্তর : রৈবতক (১৮৮৩), কুরুক্ষেত্র (১৮৯৩) ও প্রভাস (১৮৯৬)।

৬. "সর্বদাই হু হু করে মন/বিশ্ব যেন তরুর মতন/চারিদিকে ঝালাপালা/ উঃ কি জ্বলন্ত জ্বালা/ অগি্নকুণ্ডে পতঙ্গ পতন।"_ এটি কোন কবির রচনা?

উত্তর : বিহারী লাল চক্রবর্তী।

৭. বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলো?

উত্তর : আনন্দ মঠ (১৮৮২), দেবী চৌধুরাণী (১৮৮৪) ও সীতারাম (১৮৮৭)।

৮. বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর : ললিতা মানস (১৮৫৬)।

৯. ডিফেন্স অব বেঙ্গল কে?

উত্তর : প্যারীচাঁদ মিত্র।

১০. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উত্তর : পঞ্চানন কর্মকার।

১১. জীবনানন্দ দাশকে কী কী বিশেষণে বিশেষায়িত করা হয়?

উত্তর : ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।

১২. গোলাম মোস্তফা কী কী উপাধিতে ভূষিত হন?

উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে যশোর সাহিত্য সংঘ কর্তৃক কাব্য সুধাকর ও ১৯৬০ খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার কর্তৃক সিতারা-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন।

১৩. মহাকবি কায়কোবাদ ১৯৩২ খ্রিস্টাব্দে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কোন উপাধিগুলো পান?

উত্তর : কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন।

১৪. ঈশ্বরচন্দ্র শর্মাকে কোন প্রতিষ্ঠান থেকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়?

উত্তর : সংস্কৃত কলেজ থেকে।

১৫. অগি্নগিরি, তিতুমীর, রক্তপদ্ম ইত্যাদি ঐতিহাসিক নাটকগুলোর রচিয়তা কে?

উত্তর : আসকার ইবনে শাইখ।

১৬. জহির রায়হান রচিত সুপরিচিত গল্পগ্রন্থের নাম কী?

উত্তর : সূর্যগ্রহণ।

১৭. অঘধঃরাব- কার ছদ্ম নাম?

উত্তর : মাইকেল মধুসূধন দত্ত (১৮২৪-৭৩)।

১৮. আবুল কালাম শামসুদ্দীন আয়ুব সরকারের দমন নীতির প্রতিবাদে কোন খেতাব বর্জন করেন?

উত্তর : সিতারা-এ-খেদমত ও সিতারা-এ ইমতিয়াজ।

১৯. আবু জাফর শামসুদ্দীন-এর কোন তিনটি উপন্যাসকে ত্রয়ী উপন্যাস বলে।

উত্তর : ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা ও সংকর সংকীর্ত্তন।

২০. কবি শামসুর রাহমানের উপন্যাসগুলোর নাম কি?

উত্তর : অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ এবং এলো সে অবেলায়।

২১. বসন্ত রঞ্জন রায়কে বিদ্ববল্লভ উপাধি দেন কে?

উত্তর : নবদ্বীপের ভুবন মোহন চতুষ্পাঠীর অধ্যক্ষ এই উপাধিটি প্রদান করেন।

২২. 'কল্লোল' কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এর সম্পাদক কে ছিলেন?

উত্তর : ১৯২৩ খ্রিস্টাব্দে দীনেশ রঞ্জন দাশের সম্পাদনায় মাসিক কল্লোল প্রকাশিত হয়।

২৩. এ পর্যন্ত বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

উত্তর : ১৫৫৫ খ্রিস্টাব্দে আসাম রাজকে লেখা কুচবিহারের রাজার একটি পত্রকে এ পর্যন্ত প্রাপ্ত বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়।

২৪. মাসিক 'গ্রামবার্তা প্রকাশিকা' কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রকাশিত হয়?

উত্তর : ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিলে তৎকালীন নদীয়া বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে হরিনাথ মজুমদারের (কাঙাল হরিনাথ) সম্পাদনায় প্রকাশিত হয়।

২৫. 'বৃত্ত সংহার' মহাকাব্যের রচয়িতা কে?

উত্তর : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

২৬. 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র' কার সম্পাদনায় প্রকাশিত হয়?

উত্তর : হাসান হাফিজুর রহমান (১৯৩২-৮৩)।

২৭. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী ছিল?

উত্তর : মহামহোপাধ্যায়।

২৮. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?

উত্তর : স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।

২৯. পায়ের আওয়াজ পাওয়া যায়, গণ নায়ক এবং নূরুলদীনের সারাজীবন-কাব্যনাট্য ত্রয়ের লেখক কে?

উত্তর : সৈয়দ শামসুল হক

৩০. 'হঠাৎ আলোর ঝলকানি' (গল্প)-এর লেখক কে?

উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-৭১)

৩১. 'বহিপীর', 'তরঙ্গভঙ্গ', 'সুড়ঙ্গ' ও 'উজানে মৃত্যু'_ কী ধরনের গ্রন্থ?

উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক।

৩২. 'অবিশ্বাস্য' এবং 'শবনম' কী ধরনের গ্রন্থ?

উত্তর : সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস।

৩৩. সৈয়দ আলী আহসান রচিত দুটি অনুবাদ গ্রন্থের নাম কি?

উত্তর : হুইটম্যানের কবিতা, ইডিপাস।

৩৪. 'হাঙর নদীর গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর : সেলিনা হোসেন; তার আরেকটি উপন্যাস হলো 'পোকামাকড়ের ঘরবসতি'।

৩৫. 'জননী সাহসিকা' কার উপাধি?

উত্তর : বেগম সুফিয়া কামাল। তিনি রবীন্দ্র কাব্যধারার গীতিকবিতা রচয়িতা।

৩৬. 'অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' সংক্ষেপে ঙউইখ-এর লেখক কে?

উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে কী উপাধি দেন?

উত্তর : ভাষাচার্য।

৩৮. সুধীন্দ্রনাথ দত্ত কোন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?

উত্তর : তন্বী (১৯৩০)। এটি কবির প্রথম প্রকাশিত গ্রন্থ।

৩৯. কোন কবিকে কিশোর কবি বলা হয়?

উত্তর : সুকান্ত ভট্টাচার্যকে।

৪০. কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?

উত্তর : কোটালিপাড়া, গোপালগঞ্জ।

৪১. 'আমাদের সংগ্রাম চলবেই', 'জনতার সংগ্রাম চলবেই'- বিখ্যাত এই গানটির রচিয়তা কে?

উত্তর : সিকান্দার আবু জাফর (১৯১৯-৭৫)।