শনিবার, ১২ নভেম্বর, ২০১১



প্রশ্ন : আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ ?
উত্তর : রাশিয়া।
► প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয়?
উত্তর :ইউরেশিয়া।
► প্রশ্ন : মিন্দানাও দ্বীপটি অবস্থিত ?
উত্তর :ফিলিপাইনে।
► প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম রেলপথ?
উত্তর :ট্রান্স সাইবেরিয়ান।
► প্রশ্ন : পৃথিবীর উচ্চতম রাজধানী ?
উত্তর : লাপাজ, বলিভিয়া।
► প্রশ্ন : বিশ্বের বৃহত্তম অরণ্য ?
উত্তর :তৈগা।
► প্রশ্ন : ‘দি লাষ্ট সাপার’ চিত্রটির চিত্রকর ?
উত্তর :লিওনার্দো দ্য ভিঞ্চি।

► প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?
উত্তর : তিহান-১
► প্রশ্ন : বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর : রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।
► প্রশ্ন : সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : বিজ স্টোন।
► প্রশ্ন : ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর : কাজাখস্তান (২য় কানাডা)
► প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর : ২৩ জানুয়ারী,২০১১।
► প্রশ্ন : বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর : ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
► প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর : নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)


●► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
●► রাশিয়া ও জাপানের মধ্যে যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ : শাখালিন দ্বীপপুঞ্জ।
●► ‘আবু সায়াফ’ হলো : ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গেরিলা সংগঠন।
●► ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় : মিশরীয়দেরকে।
●► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।●► মাইক্রোসফ্‌ট উইন্ডোজ টিউটোরিয়ালের আরেকটি নাম হল "ক্র্যাশ কোর্স" ।
●► বিল গেটসের বাসার ডিজাইন করা হয়েছিল একটি মেকিনটোশ কম্পিউটার দিয়ে।
●► ধারণা করা হচ্ছে ২০১২ সাল নাগাদ ১৭ বিলিয়ন ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত থাকবে।
●► ইন্টারনেটে প্রতিমাসে এক মিলিয়নেরও বেশি ডোমেইন রেজিস্টার করা হয়ে থাকে।
●► ই-মেইলের প্রচলন হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেরও(WWW) আগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন