■ টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর
■ সম্প্রতি কবে ‘আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস’ পালিত হয়? ১৮ জুলাই, ২০১০
■ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? ১৯৬১
■ ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’—এই কালজয়ী গ্রন্থটি কে সম্পাদনা করেছেন? মুহম্মদ শহীদুল্লাহ
■ খাঁটি বাংলা ও তৎসম উপসর্গের মধ্যে কয়টি উপসর্গের মিল আছে? চারটি
■ ‘বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স’ জারি হয় কত সালে? ১৯৭৬ সালে
■ উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি এসিড ও গ্লিসারল
■ বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত? ৫৫ শতাংশ
►গণপ্রজাতন্ত্রী চীন এ বছর (২০০৯) স্বাধীনতা বার্ষিকী পালন করছে.
উত্তরঃ ৬০তম।
►ATM বলতে বোঝায়
উত্তরঃ Automated Teller Machine
►২০১৬ সালের অলিম্পক গেমস্ অনুষ্ঠিত হবে-
উত্তরঃ রিও ডি জেনিরোতে(Rio de Janeiro)
►swine flu র উৎপত্তিস্থল -
উত্তরঃ মেক্সিকো
►যে সংস্থা গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত?
উত্তরঃ আরইবি।
►দেশ ও রাজধানীর নাম একই?
উত্তরঃ জিবুতি।
►ভবদহ বিল অবস্থিত?
উত্তরঃ যশোর।
►জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়-
উত্তরঃ ১ সেপ্টেম্বর ২০০৮।
►বিজ্ঞান ও প্রযুক্তিতে ২০০৯ সালে স্বাধীনতা পুরস্কার পান- উত্তরঃ অধ্যাপক এ.এম.হারুনুর রশীদ
►চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান-
উত্তরঃ চন্দ্রযান-১
►ষ্টেট ডুমা যে দেশের আইনসভা-
উত্তরঃ রাশিয়া।
►বাংলাদেশে দিবালোক সংরক্ষণ সময়সূচি প্রবর্তিত হয়েছে-উত্তরঃ ১৯ শে জুন ২০০৯।
►বাংলাদেশে বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীন বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে-
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭।
►বাংলাদেশে দুর্নীতি দমণ কমিশন বিল পাশ হয়-
উত্তরঃ ১৭ ফেব্রুয়ারী ২০০৪ সাল।
►সাহিত্যে নোবেল পুরস্কার ২০০৯ পেয়েছেন- উত্তরঃ হেরটা মুয়েলার।
►২০০৯ সালে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়াছে-
উত্তরঃ পঞ্চগড়।
►সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সংখ্যা কয়জন হতে পারে?
উত্তরঃ দশ জন।
►আন্তাজার্তিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রুপ-
উত্তরঃ UPU.
►বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজী অনুবাদক-
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
►অং সান সুকি এর রাজনৈতিক দল-
উত্তরঃ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন