অ্যানেমোমিটার
বায়ুর বেগ পরিমাপের যন্ত্র। বায়ুর চাপ পরিমাপের ক্ষেত্রেও এ যন্ত্র ব্যবহার করা যায়। ১৪৫৬ সালে ইতালিয়ান ভাস্কর লিয়ন বাতিস্তা আলবের্টি প্রথম যান্ত্রিক অ্যানেমোমিটার উদ্ভাবন করেন। পরবর্তী সময়ে সতেরো শতকে ইংলিশ বিজ্ঞানী রবার্ট হুক ও ১৭০৯ সালে বিজ্ঞানী ওলফিয়াস অ্যানেমোমিটার পুনরায় উদ্ভাবন করেন। একই সঙ্গে বায়ুচাপ ও বেগ পরিমাপ করার জন্য জন্য ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার উদ্ভাবক ড্রেক ওয়েস্টন তিন গোলকের কাপ অ্যানেমোমিটার প্রচলন করেন। বর্তমানে আবহাওয়া বিজ্ঞান ও বায়ুগতিবিদ্যায় বিভিন্ন ধরনের অ্যানেমোমিটার ব্যবহার করা হয়। এদের মধ্যে উইন্ডমিল অ্যানেমোমিটার, টাংস্টেন তারের তৈরি তাপ সংবেদী অ্যানেমোমিটার, লেজার ডপলার, টিউব ও সনিক অ্যানেমোমিটার অন্যতম।
বায়ুর বেগ পরিমাপের যন্ত্র। বায়ুর চাপ পরিমাপের ক্ষেত্রেও এ যন্ত্র ব্যবহার করা যায়। ১৪৫৬ সালে ইতালিয়ান ভাস্কর লিয়ন বাতিস্তা আলবের্টি প্রথম যান্ত্রিক অ্যানেমোমিটার উদ্ভাবন করেন। পরবর্তী সময়ে সতেরো শতকে ইংলিশ বিজ্ঞানী রবার্ট হুক ও ১৭০৯ সালে বিজ্ঞানী ওলফিয়াস অ্যানেমোমিটার পুনরায় উদ্ভাবন করেন। একই সঙ্গে বায়ুচাপ ও বেগ পরিমাপ করার জন্য জন্য ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার উদ্ভাবক ড্রেক ওয়েস্টন তিন গোলকের কাপ অ্যানেমোমিটার প্রচলন করেন। বর্তমানে আবহাওয়া বিজ্ঞান ও বায়ুগতিবিদ্যায় বিভিন্ন ধরনের অ্যানেমোমিটার ব্যবহার করা হয়। এদের মধ্যে উইন্ডমিল অ্যানেমোমিটার, টাংস্টেন তারের তৈরি তাপ সংবেদী অ্যানেমোমিটার, লেজার ডপলার, টিউব ও সনিক অ্যানেমোমিটার অন্যতম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন