শনিবার, ১২ নভেম্বর, ২০১১

আপনার Yahoo Mail এর ইউজার নেম আর পাসওর্য়াড মনে রাখার ঝামেলা + প্রতিদিন মেইল চেক করার জন্য ব্রাউজারে ঢুকে ,মেইল এড্রেসে গিয়ে ইউজার নেম আর পাসওর্য়াড টাইপ করার ঝমেলার দিন শেষ করুন।

বর্তমানে আমাদের নানা কাজে অনেক গুলো মেইল এড্রেসের প্রয়োজন হয়।খুব কম মানুষই আছেন যাদের মেইল এড্রেস একাধিক নয়।এখন এত ইমেইল এড্রেসের নাম আর পাসওয়ার্ড মনে রাখা বিশাল ঝামেলার কাজ।আপনাদের সেই ঝামেলা থেকে মুক্তি দিতেই আজকের পোষ্ট।তবে এটি কেবল Yahoo Mail এর ক্ষেত্রে প্রযোজ্য।

এর জন্য আপনাকে আপনার প্রতিটি ইমেইল এড্রেসের জন্য একটি করে র্শটকাট বানাতে হবে।তার পর শর্টকাটে ক্লিক করলেই সরাসরি ঐ ইমেইল এড্রেসটি ওপেন হবে।শর্টকাট গুলো নিরাপদ কোনো ফোল্ডারে রাখতে হবে,কারন এই শর্টকাট দিয়ে যে কেউ আপনার ইমেইল এড্রেসে ঢুকতে পারবে।

*** এর জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে।
• ডেক্টটপে মাউসের রাইট বাটন ক্লিক করে একটি নতুন শর্টকাট তৈরী করুন।
• “Type the location of the item” – বক্সে নীচে দেয়া কোডটি উভয় পাশের ব্র্যকেট বাদ দিয়ে কপি-পেষ্ট করুন।
{http://login.yahoo.com/config/login?login#####&passwd=%%%%%&.done=http://mail.yahoo.com}


**এখানে login?login এর পর একটা = হবে।আমি ঠিক করে লিখলেও,ফেসবুক তা Show করছেনা।

• ##### – এর স্থানে আপনার ইমেইল আইডি এবং %%%%% – এর স্থানে আপনার ইমেইলের পাসওয়ার্ড টাইপ করুন।
• Next – এ ক্লিক করে পরের স্টেপে যে শর্টকাটটি তৈরী করতে যাচ্ছেন তার নাম আপনার ইমেইল এড্রেস অনুযায়ী দিন।
• Finish করে শর্টকাটটি তৈরী কমপ্লিট করুন।

এবার শর্টকাটটি ওপেন করলেই,আপনার ডিফল্ট ব্রাউজারে ইমেইল এড্রেসটি ওপেন হবে।

ইমেইল চেকিং, শেষে অবশ্যই লগআউট করবেন।নতুবা অপর ইমেইল এড্রেসের র্সটকাটে ক্লিক করে ঢুকতে সমস্যা হবে।

একবার এই শর্টকাটগুলো তৈরী করতে পারলে,আপনার Yahoo Mail এর ইউজার নেম আর পাসওর্য়াড মনে রাখার ঝামেলা + প্রতিদিন মেইল চেক করার জন্য ব্রাউজারে ঢুকে ,মেইল এড্রেসে গিয়ে ইউজার নেম আর পাসওর্য়াড টাইপ করার ঝমেলার দিন শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন