রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

test -6


  • ১. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
  • A)  ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • B)  দৌলত কাজী
  • C)  ড. হুমায়ুন আজাদ
  • D)  আবুল মনসুর আহমদ
  •  
  • ২. কোন পত্রে ব্যক্তিগত জীবনবৃত্তান্ত সংযোজন করতে হয়?
  • A)  ব্যক্তিগত পত্রে
  • B)  মানপত্রে
  • C)  চুক্তিপত্রে
  • D)  চাকরির আবেদনপত্রে
  •  
  • ৩. বাংলা উপসর্গের সংখ্যা কয়টি?
  • A)  ২৫টি
  • B)  ২১
  • C)  ২০টি
  • D)  ২২টি
  •  
  • ৪. কৃষ্ণরাম দাস কোন শতকের কবি?
  • A)  ষোড়শ
  • B)  সপ্তদশ
  • C)  অষ্টাদশ
  • D)  চতুর্দশ
  •  
  • ৫. 'Theme' এর পরিভাষা কোনটি?
  • A)  চিন্তা
  • B)  সারমর্ম
  • C)  মর্মবাণী
  • D)  অনুমান
  •  
  • ৬. কোনটি শুদ্ধ?
  • A)  সৌজন্ন
  • B)  সৌজন্নতা
  • C)  সৌজন্য
  • D)  সৌজন্যতা
  •  
  • ৭. কোনটিতে বিদেশি উপসর্গ ব্যবহূত হয়েছে?
  • A)  আনমা
  • B)  নিমরাজি
  • C)  অবহেলা
  • D)  নিখুঁত
  •  
  • ৮. কোনটি তদ্ভব শব্দ?
  • A)  চাঁদ
  • B)  সূর্য
  • C)  নক্ষত্র
  • D)  গগন
  •  
  • ৯. প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
  • A)  জগৎ মোহিনী
  • B)  বসন্তকুমারী
  • C)  আয়না
  • D)  মোহিনী প্রেমদাস
  •  
  • ১০. কোনটি ঐতিহাসিক নাটক?
  • A)  শর্মিষ্ঠা
  • B)  রাজসিংহ
  • C)  পলাশীর যুদ্ধ
  • D)  রক্তাক্ত প্রান্তর
  •  
  • ১১. বাংলা সাহিত্যের রোমান্সধর্মী উপন্যাস কোনটি?
  • A)  দুর্গেশনন্দিনী
  • B)  লাইলি মজনু
  • C)  কপালকুণ্ডলা
  • D)  শীতারাম
  •  
  • ১২. ‘এ মাটি সোনার বাড়া’ এই উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
  • A)  বিধেয় বিশেষণ
  • B)  উপাদানবাচক বিশেষণ
  • C)  রূপবাচক বিশেষণ
  • D)  বিশেষণের অতিশায়ন
  •  
  • ১৩. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?
  • A)  ১৮৬১
  • B)  ১৯৬১
  • C)  ১৮৭২
  • D)  ১৯৮১
  •  
  • ১৪. ‘বৈরাগ্য সাধনে—সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করো।
  • A)  আশ্বাস
  • B)  বিশ্বাস
  • C)  মুক্তি
  • D)  আনন্দ
  •  
  • ১৫. ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  • A)  আরবি
  • B)  চীনা
  • C)  হিন্দি
  • D)  উর্দু
  •  
  • ১৬. ‘ওখানে যাস না’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
  • A)  আদেশ
  • B)  অনুরোধ
  • C)  উপদেশ
  • D)  বিধান
  •  
  • ১৭. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে?
  • A)  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • B)  রবীন্দ্রনাথ ঠাকুর
  • C)  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • D)  মানিক বন্দ্যোপাধ্যায়
  •  
  • ১৮. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
  • A)  আল মাহমুদ
  • B)  আসাদ চৌধুরী
  • C)  আবু বকর সিদ্দিকী
  • D)  শওকত ওসমান
  •  
  • ১৯. কোনটি দীনবন্ধুর মিত্রের রচনা?
  • A)  বিধবা বিবাহ
  • B)  কমলে কামিনী
  • C)  চক্ষুদান
  • D)  সঞ্চয়িতা
  •  
  • ২০. পার্শ্বিক ধ্বনি কোনটি?
  • A)  র
  • B)  ট
  • C)  ম
  • D)  ল
    • ১. Instead of ‘prejudices’ we can say—-
    • A)  Tell upon
    • B)  tell over
    • C)  tell against
    • D)  tell out
    •  
    • ২. Choose the correct sentence.
    • A)  He was hunged for murder.
    • B)  He has been hunged for murder.
    • C)  He has been hanged for murder.
    • D)  He had been hanged for murder.
    •  
    • ৩. ‘A green horn’ means—
    • A)  an inexperienced man
    • B)  a trainee
    • C)  a soft hearted man
    • D)  an envious lady
    •  
    • ৪. --—rolling stone gathers no moss.
    • A)  A
    • B)  An
    • C)  The
    • D)  No Article
    •  
    • ৫. Choose the correct spelling
    • A)  pchychology
    • B)  psycology
    • C)  psychology
    • D)  pchycology
    •  
    • ৬. The custom of having more than one spouse at a time refers---
    • A)  monogamy
    • B)  polygamy
    • C)  onegamy
    • D)  couple
    •  
    • ৭. His school is adjacent ____ his house
    • A)  to
    • B)  in
    • C)  on
    • D)  for
    •  
    • ৮. Complete the following sentence: If I had known you were coming...
    • A)  Would go to the station
    • B)  I had gone to the station
    • C)  I would have gone to the station
    • D)  I would be going to the station
    •  
    • ৯. His ruin was --- by his own folly.
    • A)  brought about
    • B)  brought in
    • C)  in needing
    • D)  has need
    •  
    • ১০. It is impossible for seismology to deal with—
    • A)  quake
    • B)  earth
    • C)  geography
    • D)  flood
    •  
    • ১১. In an imperative sentence—
    • A)  the subject is hidden
    • B)  there is no subject
    • C)  there is only predicate
    • D)  there is subject and predicate
    •  
    • ১২. What kind of noun is “Cattle”?
    • A)  Proper
    • B)  Common
    • C)  Collective
    • D)  Material
    •  
    • ১৩. Choose the correct indirect speech. She asked me, ‘Are you happy in your new job?’
    • A)  She asked me if I was happy in my new job.
    • B)  She asked me if I have been happy in my new job.
    • C)  She asked me whether I am happy in my new job.
    • D)  She asked me if I had been happy in my new job.
    •  
    • ১৪. ‘I saw that the boy was playing.’ it is a example of—
    • A)  simple sentence
    • B)  a compound sentence
    • C)  a complex sentence
    • D)  an exclamatory sentence
    •  
    • ১৫. Choose the correct sentence.
    • A)  A few of the three boys got a prize.
    • B)  Each or the three boys got a prize.
    • C)  Every of the three boys got a prize.
    • D)  All of the three boys got a prize.
    •  
    • ১৬. ‘Razzmatazz’ means—.
    • A)  A musical instrument
    • B)  A well planned programme
    • C)  A noisy activity
    • D)  A musical activity
    •  
    • ১৭. ‘E. Post’ কী?
    • A)  Electronic Post
    • B)  Eco Post
    • C)  Economical Post
    • D)  Emergency Post
    •  
    • ১৮. This reward will be an incentive_____ higher performance.
    • A)  in
    • B)  for
    • C)  to
    • D)  without
    •  
    • ১৯. Which one is the correct passive form of ‘Everyone knows his name’?
    • A)  His name is known by everyone.
    • B)  His name is known to everyone.
    • C)  His name is known with everyone.
    • D)  His name is known for everyone.
    •  
    • ২০. “We made him captain” the passive of the sentence is —
    • A)  He made captain by we
    • B)  He made captain by us
    • C)  He was made captain by us
    • D)  He had made captain by us.
    •  
      • ১. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
      • A)  হালদা
      • B)  গোমতী
      • C)  তিস্তা
      • D)  মেঘনা
      •  
      • ২. বাংলাদেশের ডিজিটাল এক্সচেঞ্জ প্রথম প্রতিষ্ঠিত হয়—
      • A)  রংপুরের মিঠাপুকুর
      • B)  ঢাকা
      • C)  চট্টগ্রাম
      • D)  দিনাজপুর
      •  
      • ৩. বাংলাদেশে সাক্ষরতার হার (২০০৯ সাল) কত?
      • A)  ৫৪.৮%
      • B)  ৪৪.৭%
      • C)  ৬৪.৭%
      • D)  ৪৫%
      •  
      • ৪. কান ফেস্টিভালে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়েছে?
      • A)  মাটির ময়না
      • B)  ঘুড্ডি
      • C)  দহন
      • D)  জয়যাত্রা
      •  
      • ৫. বাংলাদেশের রপ্তানি পণ্যের (২০০৯-১০ অর্থবছর) বৃহৎ বাজার কোথায়?
      • A)  যুক্তরাষ্ট্র
      • B)  সৌদি আরব
      • C)  চীন
      • D)  জার্মানি
      •  
      • ৬. ‘ব্রডগেজ’ রেলপথের প্রস্থ কত মিটার?
      • A)  ১.৬৮ মিটার
      • B)  ১.৫৭ মিটার
      • C)  ১.৭৫ মিটার
      • D)  ১.৮৬ মিটার
      •  
      • ৭. বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সংযোগ নেই?
      • A)  আসাম
      • B)  ত্রিপুরা
      • C)  মণিপুর
      • D)  মিজোরাম
      •  
      • ৮. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে?
      • A)  মূল মধ্যরেখা
      • B)  মকরক্রান্তি রেখা
      • C)  আন্তর্জাতিক তারিখ রেখা
      • D)  কর্কট ক্রান্তিরেখা
      •  
      • ৯. ডি-৮ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
      • A)  ২০০৪ সালে
      • B)  ১৯৯৭ সালে
      • C)  ২০০৮ সালে
      • D)  ২০০৯ সালে
      •  
      • ১০. ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়?
      • A)  ফরিদপুর
      • B)  পাবনা
      • C)  বরিশাল
      • D)  মুর্শিদাবাদ
      •  
      • ১১. বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান মুক্তিযুদ্ধে কত নং সেক্টরে যুদ্ধ করেছেন?
      • A)  ১নং
      • B)  ৪নং
      • C)  ১০ নং
      • D)  ৮নং
      •  
      • ১২. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে নিচের কোন পদার্থটি থাকে না?
      • A)  মিথেন
      • B)  কার্বন
      • C)  অক্সিজেন
      • D)  সালফার
      •  
      • ১৩. দেশের সংবিধান প্রবর্তিত হয়—
      • A)  ১৪ ডিসেম্বর
      • B)  ১৬ ডিসেম্বর
      • C)  ১৮ ডিসেম্বর
      • D)  ২০ ডিসেম্বর
      •  
      • ১৪. বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ—
      • A)  মার্কিন যুক্তরাষ্ট্র
      • B)  জাপান
      • C)  সৌদি আরব
      • D)  দক্ষিণ কোরিয়া
      •  
      • ১৫. আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
      • A)  ১২৩টি
      • B)  ১৫৩টি
      • C)  ১৬৪টি
      • D)  ১৭৩টি
      •  
      • ১৬. দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত?
      • A)  কুড়িগ্রাম
      • B)  নীলফামারী
      • C)  ঠাকুরগঁা
      • D)  লালমনিরহাট
      •  
      • ১৭. পৃথিবীর অন্যতম বৃহত্ ব-দ্বীপ কোনটি?
      • A)  অস্ট্রেলিয়া
      • B)  বাংলাদেশ
      • C)  নিউজিল্যান্ড
      • D)  সুমাত্রা
      •  
      • ১৮. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
      • A)  ১৯৫৫ সালে
      • B)  ১৯৭৪ সালে
      • C)  ১৯৭৭ সালে
      • D)  ১৯৫২ সালে
      •  
      • ১৯. বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের অন্যতম কারণ কী?
      • A)  স্বল্প আয়
      • B)  বেকারত্বের হার বেশি
      • C)  শিল্পায়নের অভাব
      • D)  দারিদ্র্যের দুষ্ট চক্র
      •  
      • ২০. বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত?
      • A)  হিমালয় পাদদেশে
      • B)  রাজশাহী বিভাগে
      • C)  খুলনার সুন্দরবন অঞ্চলে
      • D)  মধুপুর গড়ে
        • ১. প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে?
        • A)  জাপান
        • B)  রাশিয়া
        • C)  ইরান
        • D)  A+B
        •  
        • ২. সানরাইজ চিত্রকর্মটির চিত্রশিল্পী কে?
        • A)  ক্লদ মোনে
        • B)  ভ্যানগগ
        • C)  মাইকেল অ্যাঞ্জেলা
        • D)  জ্যাকব এপাস্টাইন
        •  
        • ৩. বিশ্বকাপ ফুটবল ২০১০-এর ফাইনাল খেলাটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
        • A)  সকার সিটি
        • B)  এলিস পার্ক স্টেডিয়াম
        • C)  নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম
        • D)  এমবোমবেলা স্টেডিয়াম
        •  
        • ৪. কয়টি ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত?
        • A)  ১১০০
        • B)  ১২০০
        • C)  ১৩০০
        • D)  ১৪০০
        •  
        • ৫. সনাতন ধর্মের ভিত্তি কী?
        • A)  বেদ
        • B)  রামায়ণ
        • C)  ত্রিপিটক
        • D)  পুরাণ
        •  
        • ৬. হোসে মরিনহো কে?
        • A)  একজন স্ট্রাইকার
        • B)  একজন অভিনেতা
        • C)  একজন ফুটবল কোচ
        • D)  একজন রাগবি খেলোয়াড়
        •  
        • ৭. ফুটবলে কাকে ‘দ্য ফেনোমেনন’ বলা হয়?
        • A)  রোনালদো
        • B)  বেকেনবাওয়াব
        • C)  গারিঞ্জা
        • D)  বাতিস্তুতা
        •  
        • ৮. বৃহদাকার চিডিয়াখানা বলা হয় কাকে?
        • A)  আফ্রিকাকে
        • B)  মিসরকে
        • C)  ভারতকে
        • D)  আমেরিকাকে
        •  
        • ৯. যুক্তরাষ্ট্র কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে?
        • A)  ফ্রান্সের
        • B)  ব্রিটেনের
        • C)  ইতালির
        • D)  জার্মানির
        •  
        • ১০. দারিয়ুস কোন দেশের সম্রাট ছিলেন?
        • A)  পারস্যের
        • B)  গ্রিসের
        • C)  মিসরের
        • D)  ইরাকের
        •  
        • ১১. দিদিয়ের দ্রগবা কোন দেশের ফুটবলার?
        • A)  ঘানা
        • B)  উরুগুয়ে
        • C)  আলজেরিয়া
        • D)  আইভরিকোস্ট
        •  
        • ১২. প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
        • A)  হিব্রু
        • B)  আরব
        • C)  মিসরীয়
        • D)  সিন্ধু
        •  
        • ১৩. বিশ্ব অলিম্পিকে নারীরা সর্বপ্রথম অংশগ্রহণ করে—
        • A)  ১৯০২ সালে
        • B)  ১৯২০ সালে
        • C)  ১৯২৪ সালে
        • D)  ১৯২৮ সালে
        •  
        • ১৪. মাওবাদীরা কত সালে নেপালে আন্দোলন শুরু করে?
        • A)  ১৯৯০ সালে
        • B)  ১৯৯২ সালে
        • C)  ১৯৯৪ সালে
        • D)  ১৯৯৬ সালে
        •  
        • ১৫. এডিবির সর্বশেষ সদস্য কোন দেশ?
        • A)  জাপান
        • B)  থাইল্যান্ড
        • C)  পূর্বতিমুর
        • D)  বাংলাদেশ
        •  
        • ১৬. ব্রিটেনের নারীরা ভোটাধিকার পায় কোন সালে?
        • A)  ১৯০০
        • B)  ১৯১৫
        • C)  ১৯১৮
        • D)  ১৯২১
        •  
        • ১৭. গারুডা কোন দেশের বিমান সংস্থার নাম?
        • A)  কুয়েত
        • B)  কানাডা
        • C)  ইন্দোনেশিয়া
        • D)  জর্দান
        •  
        • ১৮. মালদ্বীপের কয়টি দ্বীপে জনবসতি রয়েছে?
        • A)  ১০০টি
        • B)  ১২০টি
        • C)  ১৮৩টি
        • D)  ২০২টি
        •  
        • ১৯. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
        • A)  মিন্দানাও
        • B)  গ্রিনল্যান্ড
        • C)  জাভা
        • D)  মাদাগাস্কার
        •  
        • ২০. সার্কের বর্তমান সভাপতি রাষ্ট্র হচ্ছে-
        • A)  পাকিস্তান
        • B)  ভারত
        • C)  শ্রীলংকা
        • D)  ভুটান
          • ১. বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
          • A)  পরিধি
          • B)  ব্যাস
          • C)  ব্যাসার্ধ
          • D)  বৃত্ত চাপ
          •  
          • ২. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
          • A)  ৫%
          • B)  ৬%
          • C)  ১০%
          • D)  ১২%
          •  
          • ৩. লিপ ইয়ার কত বছর পর পর গণনা করা হয়?
          • A)  ৩ বছর
          • B)  ৪ বছর
          • C)  ৮ বছর
          • D)  ৬ বছর
          •  
          • ৪. A mother is 3 times as old as her daughter, Six years ago, she was five times as old as her daughter. How old is the daughter now in years?
          • A)  20
          • B)  16
          • C)  14
          • D)  12
          •  
          • ৫. কে সর্বপ্রথম বীজগণিত ও জ্যামিতির মধ্যে মৌলিক সম্পর্ক স্থাপন করেন।
          • A)  রেনে দেকার্ত
          • B)  ইউক্লিড
          • C)  আইনস্টাইন
          • D)  জর্জ ক্যান্টর
          •  
          • ৬. ৯, ২৭, ২৬, ১৩, ৩৯, ৩৮, ১৯, ৫৭-এর পরবর্তী সংখ্যা—
          • A)  ৫৬
          • B)  ৬০
          • C)  ৬৪
          • D)  ৫০
          •  
          • ৭. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু নয়?
          • A)  ১৩, ৭৭, ৯১, ১৪৩
          • B)  ৭, ২২, ২৬, ৯১
          • C)  ২৬, ৭৭, ১৪৩, ১৫৩
          • D)  ২, ৭, ১১, ১৩
          •  
          • ৮. ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
          • A)  ১.১১১১
          • B)  ০.০১১১১
          • C)  ১১.১১০১
          • D)  ১.১০১১১
          •  
          • ৯. A man sold 20 articles for Tk. 60 and gained 20% benefit. How many articles did he buy for Tk. 60?
          • A)  26
          • B)  25
          • C)  24
          • D)  22
          •  
          • ১০. কে গাণিতিক নন?
          • A)  ইবনে খালদুন
          • B)  উলুগ বেগ
          • C)  ওমর খৈয়াম
          • D)  আল খারিজমি
          •  
            • ১. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
            • A)  নাইট্রোজেন
            • B)  কার্বন
            • C)  সালফার
            • D)  অক্সিজেন
            •  
            • ২. এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে?
            • A)  প্রায় ৫-৬ কোটি
            • B)  প্রায় ১০-১২ লক্ষ
            • C)  প্রায় ১০-১২ কোটি
            • D)  প্রায় ২-৩ কোটি
            •  
            • ৩. পেপসিন কী?
            • A)  এনজাইম
            • B)  এসিড
            • C)  হরমোন
            • D)  গ্রন্থি
            •  
            • ৪. ‘টলেমি’ কী ছিলেন?
            • A)  দার্শনিক
            • B)  সেনাপতি
            • C)  সম্রাট
            • D)  জ্যোতির্বিদ
            •  
            • ৫. কোন পদার্থটিকে ‘King of Chemicals’ বলা হয়?
            • A)  লোহা
            • B)  সালফিউরিক এসিড
            • C)  ইস্পাত
            • D)  নাইট্রিক এসিড
            •  
            • ৬. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
            • A)  স্বভোজী
            • B)  পরভোজী
            • C)  পরাশ্রয়ী
            • D)  মৃতজীবী
            •  
            • ৭. পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার কোনটি?
            • A)  মাটি
            • B)  পানি
            • C)  বায়ু
            • D)  গাছপালা
            •  
            • ৮. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
            • A)  ৩.০০%
            • B)  ০.০৩%
            • C)  ১.২৪ %
            • D)  ০.৬১%
            •  
            • ৯. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
            • A)  আইনস্টাইন
            • B)  ওপেন হেমার
            • C)  অটোহ্যান
            • D)  রোজেনবার্গ
            •  
            • ১০. সুন্দরবনের মোট আয়তন কত?
            • A)  ৭৮৮৬ বর্গ কি.মি.
            • B)  ৬৮৭৬ বর্গ কি.মি.
            • C)  ৬৭৮৬ বর্গ কি.মি.
            • D)  ৮৬৮৬ বর্গ কি.মি.
            •