শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

 ১৯৯১ সালে রসায়নে নোবেল বিজয়ী রিচার্ড আর্নেস্ট তাঁর নোবেলপ্রাপ্তির খবরটা শুনেছিলেন বিমানে বসে। মস্কো থেকে বিমানে আসছিলেন তিনি। তাঁর অবস্থান জেনে বিমানের ক্যাপ্টেনকে ফোন করে নোবেল কর্তৃপক্ষ।
 সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস নোবেলপ্রাপ্তির খবর পান দন্তচিকিৎসকের চেম্বারে।
 অমর্ত্য সেন নোবেল জয়ের খবর পেয়েছিলেন ভোর পাঁচটায়। ফোনকল পেয়ে তিনি ভেবেছিলেন নিশ্চয়ই কোনো দুঃসংবাদ। এক কাপ কফি খেয়ে ধাতস্থ হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন।
 ইতালীয় মার্কিন চিকিৎসক লুইস ইগরানো তাঁর নোবেল জয়ের খবর বিশ্বাস করতে পারছিলেন না। নোবেল ফাউন্ডেশনের যে কর্মকর্তা তাঁকে ফোন করেছিলেন তাঁকে তিনি বলেছিলেন, ‘আরেকবার বলুন তো।’
 একই অবস্থা হয়েছিল ১৯৯০ সালে অর্থনীতিতে নোবেল পাওয়া উইলিয়াম শার্পের। টেলিফোনকারী নোবেল ফাউন্ডেশনের কর্মকর্তাকে তিনি বলেছিলেন, ‘আপনি নিশ্চয়ই রসিকতা করছেন।’