১৯৯১ সালে রসায়নে নোবেল বিজয়ী রিচার্ড আর্নেস্ট তাঁর নোবেলপ্রাপ্তির খবরটা শুনেছিলেন বিমানে বসে। মস্কো থেকে বিমানে আসছিলেন তিনি। তাঁর অবস্থান জেনে বিমানের ক্যাপ্টেনকে ফোন করে নোবেল কর্তৃপক্ষ।
সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস নোবেলপ্রাপ্তির খবর পান দন্তচিকিৎসকের চেম্বারে।
অমর্ত্য সেন নোবেল জয়ের খবর পেয়েছিলেন ভোর পাঁচটায়। ফোনকল পেয়ে তিনি ভেবেছিলেন নিশ্চয়ই কোনো দুঃসংবাদ। এক কাপ কফি খেয়ে ধাতস্থ হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন।
ইতালীয় মার্কিন চিকিৎসক লুইস ইগরানো তাঁর নোবেল জয়ের খবর বিশ্বাস করতে পারছিলেন না। নোবেল ফাউন্ডেশনের যে কর্মকর্তা তাঁকে ফোন করেছিলেন তাঁকে তিনি বলেছিলেন, ‘আরেকবার বলুন তো।’
একই অবস্থা হয়েছিল ১৯৯০ সালে অর্থনীতিতে নোবেল পাওয়া উইলিয়াম শার্পের। টেলিফোনকারী নোবেল ফাউন্ডেশনের কর্মকর্তাকে তিনি বলেছিলেন, ‘আপনি নিশ্চয়ই রসিকতা করছেন।’
সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস নোবেলপ্রাপ্তির খবর পান দন্তচিকিৎসকের চেম্বারে।
অমর্ত্য সেন নোবেল জয়ের খবর পেয়েছিলেন ভোর পাঁচটায়। ফোনকল পেয়ে তিনি ভেবেছিলেন নিশ্চয়ই কোনো দুঃসংবাদ। এক কাপ কফি খেয়ে ধাতস্থ হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন।
ইতালীয় মার্কিন চিকিৎসক লুইস ইগরানো তাঁর নোবেল জয়ের খবর বিশ্বাস করতে পারছিলেন না। নোবেল ফাউন্ডেশনের যে কর্মকর্তা তাঁকে ফোন করেছিলেন তাঁকে তিনি বলেছিলেন, ‘আরেকবার বলুন তো।’
একই অবস্থা হয়েছিল ১৯৯০ সালে অর্থনীতিতে নোবেল পাওয়া উইলিয়াম শার্পের। টেলিফোনকারী নোবেল ফাউন্ডেশনের কর্মকর্তাকে তিনি বলেছিলেন, ‘আপনি নিশ্চয়ই রসিকতা করছেন।’