সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

১. ‘রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়’ উক্তিটি যে রচনার?
ক. বিলাসী খ. অর্ধাঙ্গী
গ. হৈমন্তী ঘ. সাহিত্যে খেলা
২. রাশি রাশি ধান ‘সোনারতরী’ ব্যতীত আর কোথায় পাওয়া যায়?
ক. কবর খ. আমার পূর্ব বাংলা
গ. পাঞ্জেরি ঘ. বাংলাদেশ
৩. বোধোদয় কার লেখা?
ক. বেগম রোকেয়ার
খ. রবীন্দ্রনাথের
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
ঘ. প্রমথ চৌধুরীর
৪. নিম্নের কোনটি নিত্যপুরুষবাচক শব্দ?
ক. কুলটা খ. প্রসূতি
গ. ঢাকী ঘ. একটিও না
৫. ধাতুর গণ কী?
ক. ধাতুর শ্রেণী খ. ধাতু বানানের ধরন গ. বৈশিষ্ট্য ঘ. ক+খ
৬. ‘দোলনা’ শব্দটি কোন প্রত্যয় দ্বারা গঠিত?
ক. না খ. অন গ. অনা ঘ. উনা
৭. নিম্নের কোন শব্দটি উপসর্গ ও প্রত্যয় সাধিত?
ক. অভিনয় খ. অভিনেতা
গ. প্রতিবাদ ঘ. প্রতিষ্ঠান
৮. ‘সংগ্রাম স'লে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি।’ উক্তিটি কোন রচনার?
ক. যৌবনের গান খ. বিলাসী
গ. অর্ধাঙ্গী ঘ. হৈমন্তী
৯. ‘পর্জন্য’ কী?
ক. চাঁদ খ. মেঘ গ. পৃথিবী ঘ. পর্বত
১০. ‘বিরত’র বিপরীত শব্দ কোনটি?
ক. রত খ. নিরত
গ. আরত ঘ. একটিও না
১১. ‘ওলন্দাজ’ শব্দটি কোন ভাষার?
ক. ফারসি খ. ফরাসি
গ. ওলন্দাজ ঘ. পর্তুগিজ
১২. নিম্নের কোনটি নিপাতনে সন্ধি?
ক. স্তাবক খ. সারঙ্গ গ. সীমান্ত ঘ. প্রৈষণ
১৩. এক শব্দ ছাড়া অন্য সংখ্যাবাচক শব্দের সাথে ‘টা’, ‘টি’ যুক্ত হলে কী বোঝায়?
ক. অনির্দিষ্ট খ. নির্দিষ্ট
গ. সুনির্দিষ্ট ঘ. ক+খ
১৪. নিম্নের কোনটি সন্ধিজাত শব্দ?
ক. পূজক খ. বিধায়ক
গ. স্বায়ত্ত ঘ. বনাম
১৫. নিম্নের কোন শব্দে নিয়মানুযায়ী ‘ণ’ হয়নি?
ক. পরিণতি খ. অনির্বাণ
গ. ঘুণ ঘ. কারণ
১৬. বারি ও বারী’র অর্থ হচ্ছে?
ক. বৃষ্টি ও ঘর খ. বৃষ্টি ও পর্বত
গ. বৃষ্টি ও ময়ূর রাখার ঘর
ঘ. বৃষ্টি ও হাতি রাখার ঘর
১৭. মূর্ধন্য বর্ণ কয়টি?
ক. ৫টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
১৮. কম্বল, ময়ূর কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. সাঁওতালি
গ. গুজরাটি ঘ. তুর্কি
১৯. নিম্নের কোন শব্দে স্বভাবতই ‘ষ’ হয়েছে?
ক. নিকষ খ. প্রদোষ
গ. সুষুপ্ত ঘ. ক+খ
২০. অর্ঘ ও অর্ঘ্যশ অর্থ কী?
ক. পৃথিবী ও উপহার
খ. মেঘ ও উপহার
গ. উপহার ও পূজার জিনিস
ঘ. মূল্য ও পূজার জিনিস
উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ
১৮. খ ১৯. ঘ ২০. ঘ।