সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

সংবিধান নিয়ে কিছু কথা

সংবিধান নিয়ে কিছু কথা

বাংলাদেশ সংবিধানে ১১টি ভাগ আছে।

১ম ভাগঃ প্রজাতন্ত্র ( ১ - ৭ = ৭ টি অনুচ্ছেদ )
২য় ভাগঃ রাষ্ট্র পরিচালনার মূলনীতি ( ৮ - ২৫ = ১৮ টি অনুচ্ছেদ )
৩য় ভাগঃ মৌলিক অধিকার ( ২৬ - ৪৭ = ২২ টি অনুচ্ছেদ )
৪র্থ ভাগঃ নিরবাহি বিভাগ ( ৪৮ - ৬৪ = ১৭ টি অনুচ্ছেদ )
৫ম ভাগঃ আইন বিভাগ ( ৬৫ - ৯৩ = ২৯ টি অনুচ্ছেদ )
৬ষ্ঠ ভাগঃ বিচার বিভাগ ( ৯৪ - ১১৭ = ২৪ টি অনুচ্ছেদ )
৭ম ভাগঃ নির্বাচন কমিশন ( ১১৮ - ১২৬ = ৯ টি অনুচ্ছেদ )
৮ম ভাগঃ মহাহিসাব নিরিক্ষক ( ১২৭ - ১৩২ = ৬ টি অনুচ্ছেদ )
৯ম ভাগঃ বাংলাদেশ কর্ম কমিশন ( ১৩৩ - ১৪১ = ৯ টি অনুচ্ছেদ )
১০ম ভাগঃ সংবিধান সংশোধনী ( ১৪২ = ১ টি অনুচ্ছেদ )
১১শ ভাগঃ বিবিধ ( ১৪৩ - ১৫৩ = ১১ টি অনুচ্ছেদ )

# ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানে মোট অনুছচদে রাখা হয় ১৫৩ টি।

# ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানে ৪ টি তফশিল রাখা হয়েছিল। ১৫শ সংশোধনীর মাধ্যমে ৩ টি নতুন তফশিল সংযুক্ত করা হয়েছে।

১ম তফশিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
২য় তফশিলঃ রাষ্ট্রপতি নির্বাচন
নোটঃ ১২শ সংশোধনীর মাধ্যমে ২য় তফশিল বাতিল করা হয়।

৩য় তফশিলঃ শপথ ও ঘোষণা
৪র্থ তফশিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান
৫ম তফশিলঃ ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ধাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা প্রদত্ত ভাষণ
৬ষ্ঠ তফশিলঃ ২৫ মার্চ ১৯৭১ সালে মধ্যরাতে শেষে অর্থাৎ ২৬ মার্চ রাতে প্রথম প্রহরে জাতির পিতা কর্তৃক প্রদত্ত ঘোষণা
৭ম তফশিলঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

# বাংলাদেশ মুল সংবিধান হাতে লেখা। হাতে লেখা এই সংবিধানটির ৯৩ পাতা। ৯৩ পাতার অংশ হতে ১০৮ নং পাতা পর্যন্ত গণপরিষদ সদস্যদের স্বাক্ষর। মূল সংবিধান্তি হাতে লিখেছেন এ কে এম আব্দুর রউফ।

# অঙ্গসজ্জায় ছিলেন শিল্পি হাশেম খান

# চামড়ায় কাজ করেছে সৈয়দ শাহ আবু শফি

# অঙ্গসজ্জার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পি জয়নুল আবেদিন

# বাংলাদেশ জাতীয় প্রতিক এঁকেছেন শিল্পি কামরুল হাসান