বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

হলুদ লাইট

পথে দেখা যায়, কুয়াশা হলে যানবাহনগুলোতে সাধারণ হেড লাইটের জায়গায় হলুদ লাইট ব্যবহার করা হয়, এগুলোকে ফগ লাইট বলে। কুয়াশা হচ্ছে অতি ক্ষুদ্র জলকণা, যা বাতাসে ভেসে বেড়ায়। এই ক্ষুদ্র জলকণাগুলো সাদা আলো বিচ্ছুরণ করে। যার ফলে আলোর এক বাঁধা তৈরি হয় যা ড্রাইভাররা ভালোভাবেই টের পান। যদি গাড়ির হেডলাইটের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ খুব লম্বা হয় (যেমন হলদে আলোর) তাহলে কুয়াশা দ্বারা ওই বিচ্ছুরণ অনেক কম হয়। তাই হলুদ আলো (যেমন সোডিয়াম ভেপার ল্যাম্প) ব্যবহার করলে কুয়াশা খুব বাধা সৃষ্টি করতে পারে না। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যও বেশ ভালো। তবে আমাদের চোখে লাল আলোর চাইতে হলুদ আলোর গ্রহণযোগ্যতা বেশি বলে হলুদ আলো ব্যবহার করাই ভালো।