- ১. ‘সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি’।—এখানে টি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
 - A) অর্থপূর্ণভাবে
 - B) দ্ব্যর্থহীনভাবে
 - C) স্বার্থকভাবে
 - D) নিরর্থকভাবে
 - ২. ‘মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ’—এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
 - A) সম্মতি
 - B) উচ্ছ্বাস
 - C) বিরক্তি
 - D) যন্ত্রণা
 - ৩. ‘শরতের পর বসন্ত আসে’—এখানে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
 - A) বিরতি
 - B) স্বল্প বিরতি
 - C) দীর্ঘ বিরতি
 - D) নৈকট্য
 - ৪. প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে কী বলে?
 - A) অল্পপ্রাণ বর্ণ
 - B) মহাপ্রাণ বর্ণ
 - C) মৌলিক বর্ণ
 - D) কোনোটিই নয়
 - ৫. ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?
 - A) দ্বিজ কানাই
 - B) মনসুর বয়াতি
 - C) নয়নচাঁদ ঘোষ
 - D) ফকীর গরীবুল্লাহ
 - ৬. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কিসে?
 - A) মহাকাব্যে
 - B) নাটকে
 - C) সনেটে
 - D) পত্রকাব্যে
 - ৭. ‘সহমরণ’ -প্রসঙ্গ কোন রচনার অন্তর্ভুক্ত?
 - A) অর্ধাঙ্গী
 - B) বিলাসী
 - C) হৈমন্তী
 - D) সৌদামিনী মালো
 - ৮. ‘স্বরবৃত্ত’ ছন্দের অপর নাম কী?
 - A) স্বরন্ত
 - B) লৌকিক ছন্দ
 - C) লোক ছন্দ
 - D) সাধারণ ছন্দ
 - ৯. প্রত্যাহার-এর বিপরীত শব্দ—
 - A) সাহায্য
 - B) ক্ষতি
 - C) ফেরত
 - D) প্রাপ্তি
 - ১০. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির লেখক কে?
 - A) মুনীর চৌধুরী
 - B) আতাউর রহমান খান
 - C) আবুল মনসুর আহমদ
 - D) আবু ইসহাক
 - ১১. চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি?
 - A) তত্ত্ববোধিনী
 - B) সবুজপত্র
 - C) বঙ্গদর্শন
 - D) কল্লোল
 - ১২. মৌলিক স্বরধ্বনি কয়টি?
 - A) ৯টি
 - B) ৮টি
 - C) ৭টি
 - D) ৬টি
 - ১৩. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কোন ধরনের গ্রন্থ?
 - A) রাজনৈতিক
 - B) স্মৃতিচারণমূলক
 - C) সমাজ বিষয়ক
 - D) গবেষণা ধর্মী
 - ১৪. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
 - A) ৩৯টি
 - B) ৩৭টি
 - C) ৪০টি
 - D) ৪১টি
 - ১৫. ‘সন্ধ্যার উন্মেষের মতো এবং সরোবরের অতলের মতো’ এ দুটি উপমা কিসের ভাব জাগ্রত করে?
 - A) দুঃখের
 - B) বিরহের
 - C) শোকের
 - D) প্রশান্তির
 - ১৬. ‘বনফুল’ কার ছদ্মনাম?
 - A) প্রমথ চৌধুরী
 - B) বলাইচাঁদ মুখোপাধ্যায়
 - C) মোহিতলাল মজুমদার
 - D) যতীন্দ্রমোহন বাগচী
 - ১৭. ‘ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ’ কার লেখা?
 - A) নকুলেশ্বর বিদ্যাভূষণ
 - B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - C) শ্যামাচরণ সরকার
 - D) ড. মুহম্মদ শহীদুল্লাহ
 - ১৮. তৎসম শব্দের অর্থ কী?
 - A) সংস্কৃত
 - B) আধা সংস্কৃত
 - C) সমান
 - D) কোনোটি নয়
 - ১৯. কোন প্রবচন বাক্যটি ব্যবহারিক দিক থেকে সঠিক?
 - A) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
 - B) নাচতে না জানলে উঠান ভাঙা
 - C) যত গর্জে তত বর্ষে না
 - D) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
 - ২০. স্ত্রীর মৃত্যুতে লেখা রবীন্দ্রনাথের কবিতা কোনটি?
 - A) স্মরণ
 - B) রূপনারানের কুলে
 - C) ঊর্ধ্বশী
 - D) মানসী
 - ১. The correct passive of ‘Sheila was writing a letter’ is —
 - A) A letter was writing by Sheila
 - B) A letter was being writing by Sheila
 - C) A letter was being written by Sheila
 - D) A letter was been written by Sheila
 - ২. Which word is incorrectly spelled?
 - A) colonel
 - B) occasion
 - C) committee
 - D) dimension
 - ৩. A ‘bull market’ means that share prices are—
 - A) falling
 - B) rising
 - C) moving
 - D) static
 - ৪. The expression ‘lingua franca’ means —
 - A) The common language
 - B) The first language
 - C) International language
 - D) The French language
 - ৫. Who, which, What are—.
 - A) Demonstrative
 - B) Relative pronoun
 - C) Reflexive pronoun
 - D) Indefinite pronoun
 - ৬. Which one is the correct passive form of ‘Everyone knows his name’?
 - A) His name is known by everyone.
 - B) His name is known to everyone.
 - C) His name is known with everyone.
 - D) His name is known for everyone.
 - ৭. My brother has no interest — music.
 - A) for
 - B) in
 - C) with
 - D) at
 - ৮. Philatelist : Stamps —
 - A) Astrologer : prediction
 - B) Cartographer : car
 - C) Numismatist : coin
 - D) Pawnbroker : Jewelry
 - ৯. The synonym of the word ‘Mystery’ is
 - A) Answer
 - B) Enigma
 - C) Solution
 - D) Clue
 - ১০. The synonym of 'latent' is-
 - A) unclear
 - B) Dormant
 - C) obscure
 - D) obvious
 - ১১. The intellectual can no longer be said to live—the margins of society.
 - A) before
 - B) against
 - C) beyond
 - D) inside
 - ১২. Complete the following sentence: If I had known you were coming...
 - A) Would go to the station
 - B) I had gone to the station
 - C) I would have gone to the station
 - D) I would be going to the station
 - ১৩. A dolphin--a porpoise in that it has a longer nose
 - A) differnet
 - B) differs
 - C) different from
 - D) differs from
 - ১৪. ‘Noxious’ means.....
 - A) Innocous
 - B) Harmful
 - C) Good
 - D) Harmless
 - ১৫. There has not been a great response to the sale—?
 - A) does there
 - B) hasn’t there
 - C) hasn’t it
 - D) has there.
 - ১৬. The profession of teaching -
 - A) Pedagogy
 - B) History
 - C) Linguistic
 - D) Teacher ship
 - ১৭. The committee had an inquiry -- the case.
 - A) into
 - B) in
 - C) for
 - D) from
 - ১৮. Water is changed -vapor.
 - A) in
 - B) into
 - C) with
 - D) to
 - ১৯. According to English text, the Agra Fort is known as -
 - A) Black Fort of Agra
 - B) Red Fort of Agra
 - C) Sandstone of Arga
 - D) None
 - ২০. It is very difficult to stop the cultivation of marijuana because—
 - A) it grows very carelessly
 - B) of it’s growth without attestation
 - C) it grows well with little care
 - D) it doesn’t care much to grow
 - ১. প্রীতিলতা কে ছিলেন?
 - A) একজন শিক্ষিকা
 - B) একজন গৃহিনী
 - C) একজন প্রশাসক
 - D) একজন নারী বিপ্লবী
 - ২. ‘ধূমকেতু’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
 - A) তফাজ্জল হোসেন মানিক মিয়া
 - B) সিকানদার আবু জাফর
 - C) প্রমথ চৌধুরী
 - D) কাজী নজরুল ইসলাম
 - ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়—
 - A) ১৯৭০ সালে
 - B) ১৯৬৯ সালে
 - C) ১৯৫৩ সালে
 - D) ১৯২১ সালে
 - ৪. ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট ২০০৯ অনুযায়ী ২০০৭ সালে মানব-দরিদ্রের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
 - A) ৯৮তম
 - B) ১১৩তম
 - C) ১২৮তম
 - D) ৭৬তম
 - ৫. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
 - A) লর্ড কর্নওয়ালিস
 - B) লর্ড ক্লাইভ
 - C) লর্ড কার্জন
 - D) লর্ড হার্ডিঞ্জ
 - ৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ অর্জন করেছে?
 - A) ১৯৭২ সালে
 - B) ১৯৭৩ সালে
 - C) ১৯৭৪ সালে
 - D) ১৯৭৫ সালে
 - ৭. পদ্মা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
 - A) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
 - B) হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ থেকে
 - C) লুসাই পাহাড় থেকে
 - D) নাগা ও মনিপুরের দক্ষিণ ঢাল থেকে
 - ৮. ১৮২৩ সালে সংবাদপত্র বিধি পাসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন কে?
 - A) রাজা রামমোহন রায়
 - B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - C) তফাজ্জল হোসেন মানিক মিয়া
 - D) নওয়াব আবদুল লতিফ
 - ৯. বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে?
 - A) ভারত
 - B) চীন
 - C) সিঙ্গাপুর
 - D) জাপান
 - ১০. কোন মহাদেশের একটি দেশেরও দূতাবাস বাংলাদেশে নেই?
 - A) আফ্রিকা
 - B) ওশেনিয়া
 - C) উত্তর আমেরিকা
 - D) দক্ষিণ আমেরিকা
 - ১১. ‘আমরা বাংলাদেশ না বাঙালী’ গ্রন্থের লেখক হচ্ছেন-
 - A) আব্দুল গাফফার চৌধুরী
 - B) জহির রায়হান
 - C) অধ্যাপক ওয়াকিল আহমেদ
 - D) ড. হুমায়ুন আজাদ
 - ১২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?
 - A) ১৮৫৫ সালে
 - B) ১৮৫৬ সালে
 - C) ১৮৪৫ সালে
 - D) ১৮৬৫ সালে
 - ১৩. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
 - A) মাকসুদুল আলম
 - B) স্টিফেন হকিং
 - C) গ্রেগর জোহান মেন্ডেল
 - D) আবেদ চৌধুরী
 - ১৪. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
 - A) ৫:৬
 - B) ১০:৬
 - C) ১২:৫
 - D) ৯:৫
 - ১৫. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয় ১৯৭১ সালের—
 - A) ২ মার্চ
 - B) ৩ মার্চ
 - C) ৭ মার্চ
 - D) ২৬ মার্চ
 - ১৬. ওটিসি (OTC) মার্কেট কিসের সঙ্গে সম্পৃক্ত?
 - A) টাকা লেনদেন
 - B) তালিকাচ্যুত কোম্পানির শেয়ার
 - C) উন্নতমানের মোবাইল মার্কেট
 - D) ক্ষুদ্র লেনদেন
 - ১৭. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
 - A) ঢাকা
 - B) মুন্সিগঞ্জ
 - C) মানিকগঞ্জ
 - D) নবাবগঞ্জ
 - ১৮. ‘সত্যাগ্রহ’ আন্দোলনের জনক কে?
 - A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - B) মহাত্মা গান্ধী
 - C) চিত্তরঞ্জন দাস
 - D) নেহরু
 - ১৯. বাংলাদেশে বর্তমানে রেললাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার?
 - A) ২৮৩৫.০৪ কিমি
 - B) ২৬২১.৫ কিমি
 - C) ২১৮৩ কিমি
 - D) ২৩২৯.০৭ কিমি
 - ২০. সম্প্রতি কোন বাংলাদেশি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন?
 - A) ড. মুহাম্মদ ইউনূস
 - B) ফজলে হাসান আবেদ
 - C) বিচারপতি হাবিবুর রহমান
 - D) আবদুল গাফ্ফার চৌধুরী
 - ১. প্রীতিলতা কে ছিলেন?
 - A) একজন শিক্ষিকা
 - B) একজন গৃহিনী
 - C) একজন প্রশাসক
 - D) একজন নারী বিপ্লবী
 - ২. ‘ধূমকেতু’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
 - A) তফাজ্জল হোসেন মানিক মিয়া
 - B) সিকানদার আবু জাফর
 - C) প্রমথ চৌধুরী
 - D) কাজী নজরুল ইসলাম
 - ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়—
 - A) ১৯৭০ সালে
 - B) ১৯৬৯ সালে
 - C) ১৯৫৩ সালে
 - D) ১৯২১ সালে
 - ৪. ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট ২০০৯ অনুযায়ী ২০০৭ সালে মানব-দরিদ্রের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
 - A) ৯৮তম
 - B) ১১৩তম
 - C) ১২৮তম
 - D) ৭৬তম
 - ৫. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
 - A) লর্ড কর্নওয়ালিস
 - B) লর্ড ক্লাইভ
 - C) লর্ড কার্জন
 - D) লর্ড হার্ডিঞ্জ
 - ৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ অর্জন করেছে?
 - A) ১৯৭২ সালে
 - B) ১৯৭৩ সালে
 - C) ১৯৭৪ সালে
 - D) ১৯৭৫ সালে
 - ৭. পদ্মা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
 - A) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
 - B) হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ থেকে
 - C) লুসাই পাহাড় থেকে
 - D) নাগা ও মনিপুরের দক্ষিণ ঢাল থেকে
 - ৮. ১৮২৩ সালে সংবাদপত্র বিধি পাসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন কে?
 - A) রাজা রামমোহন রায়
 - B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - C) তফাজ্জল হোসেন মানিক মিয়া
 - D) নওয়াব আবদুল লতিফ
 - ৯. বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে?
 - A) ভারত
 - B) চীন
 - C) সিঙ্গাপুর
 - D) জাপান
 - ১০. কোন মহাদেশের একটি দেশেরও দূতাবাস বাংলাদেশে নেই?
 - A) আফ্রিকা
 - B) ওশেনিয়া
 - C) উত্তর আমেরিকা
 - D) দক্ষিণ আমেরিকা
 - ১১. ‘আমরা বাংলাদেশ না বাঙালী’ গ্রন্থের লেখক হচ্ছেন-
 - A) আব্দুল গাফফার চৌধুরী
 - B) জহির রায়হান
 - C) অধ্যাপক ওয়াকিল আহমেদ
 - D) ড. হুমায়ুন আজাদ
 - ১২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?
 - A) ১৮৫৫ সালে
 - B) ১৮৫৬ সালে
 - C) ১৮৪৫ সালে
 - D) ১৮৬৫ সালে
 - ১৩. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
 - A) মাকসুদুল আলম
 - B) স্টিফেন হকিং
 - C) গ্রেগর জোহান মেন্ডেল
 - D) আবেদ চৌধুরী
 - ১৪. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
 - A) ৫:৬
 - B) ১০:৬
 - C) ১২:৫
 - D) ৯:৫
 - ১৫. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয় ১৯৭১ সালের—
 - A) ২ মার্চ
 - B) ৩ মার্চ
 - C) ৭ মার্চ
 - D) ২৬ মার্চ
 - ১৬. ওটিসি (OTC) মার্কেট কিসের সঙ্গে সম্পৃক্ত?
 - A) টাকা লেনদেন
 - B) তালিকাচ্যুত কোম্পানির শেয়ার
 - C) উন্নতমানের মোবাইল মার্কেট
 - D) ক্ষুদ্র লেনদেন
 - ১৭. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
 - A) ঢাকা
 - B) মুন্সিগঞ্জ
 - C) মানিকগঞ্জ
 - D) নবাবগঞ্জ
 - ১৮. ‘সত্যাগ্রহ’ আন্দোলনের জনক কে?
 - A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - B) মহাত্মা গান্ধী
 - C) চিত্তরঞ্জন দাস
 - D) নেহরু
 - ১৯. বাংলাদেশে বর্তমানে রেললাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার?
 - A) ২৮৩৫.০৪ কিমি
 - B) ২৬২১.৫ কিমি
 - C) ২১৮৩ কিমি
 - D) ২৩২৯.০৭ কিমি
 - ২০. সম্প্রতি কোন বাংলাদেশি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন?
 - A) ড. মুহাম্মদ ইউনূস
 - B) ফজলে হাসান আবেদ
 - C) বিচারপতি হাবিবুর রহমান
 - D) আবদুল গাফ্ফার চৌধুরী
 - ১. গত ১০০ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে কত সেন্টিমিটার?
 - A) ০-৫ সেমি
 - B) ৫-৮ সেমি
 - C) ৮-২০ সেমি
 - D) ১০-২৫ সেমি
 - ২. ‘ল্যারি কিং’ কে?
 - A) একজন ফুটবলার
 - B) একজন সাংবাদিক
 - C) একজন বেসবল খেলোয়াড়
 - D) একজন অভিনেতা
 - ৩. ওসামাবিন মোহাম্মদ লাদেন কোথায় জন্মগ্রহণ করেন?
 - A) আলজেরিয়া
 - B) আফগানিস্তান
 - C) পাকিস্তান
 - D) সৌদিআরব
 - ৪. ২০০৯ সালে প্রথম বারের মতো অর্থনীতিতে নোবেল বিজয়ী নারী যুক্তরাষ্ট্রের এলিনর অস্ট্রম কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পান?
 - A) অর্থনীতির উন্নয়নে সহযোগিতা
 - B) অর্থনীতি পরিচালনায় সহযোগিতার ক্ষেত্�
 - C) বাজার-ব্যবস্থার উপর নতুন তত্ত্ব উদ্ভ��
 - D) বাণিজ্যের ধরন বিশ্লেষণের জন্য
 - ৫. আটলান্টিস কত সালে প্রথম মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে?
 - A) ১৯৮১ সালে
 - B) ১৯৭৫ সালে
 - C) ১৯৮৫ সালে
 - D) ১৯৮২ সালে
 - ৬. ‘ফেসবুক’ কী?
 - A) সিনেমার পত্রিকা
 - B) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
 - C) কম্পিউটারবিষয়ক ওয়েবসাইট
 - D) একটি তথ্যচিত্র
 - ৭. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
 - A) ফ্লোরিডা
 - B) পক
 - C) জিব্রাল্টার
 - D) বেরিং
 - ৮. ‘টুইটার’ কী?
 - A) কফিশপ
 - B) ছোট অস্ত্র
 - C) সোশ্যাল নেটওয়ার্কিং সাইট
 - D) একটি ভাইরাস
 - ৯. নিম্নের কোন রাজ্যটি ভারতের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত?
 - A) মিজোরাম
 - B) মনিপুর
 - C) অরুণাচল
 - D) সব কটিই
 - ১০. উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
 - A) তিন বছর
 - B) চার বছর
 - C) পাঁচ বছর
 - D) ছয় বছর
 - ১১. মধ্য আমেকাির কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
 - A) হাইতি
 - B) আর্জেন্টিনা
 - C) কোস্টারিকা
 - D) ব্রাজিল
 - ১২. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
 - A) ১০টি
 - B) ১২টি
 - C) ১৪টি
 - D) ১৬টি
 - ১৩. প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে?
 - A) জাপান
 - B) রাশিয়া
 - C) ইরান
 - D) A+B
 - ১৪. পৃথিবীর চতুর্থ বৃহত্তর মহাদেশ কোনটি?
 - A) উত্তর আমেরিকা
 - B) আফ্রিকা
 - C) এশিয়া
 - D) দক্ষিণ আমেরিকা
 - ১৫. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) কত সালে গঠিত হয়?
 - A) ১৮৯৬ সালে
 - B) ১৯০০ সালে
 - C) ১৯০১ সালে
 - D) ১৯০৫ সালে
 - ১৬. এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
 - A) ফিলিপাইন
 - B) শ্রীলংকা
 - C) হংকং
 - D) দক্ষিণ কোরিয়া
 - ১৭. বর্তমানে স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ?
 - A) ভারত
 - B) ব্রাজিল
 - C) দক্ষিণ আফ্রিকা
 - D) চীন
 - ১৮. নিম্নের কোন দেশ নোবেল শান্তি পুরস্কার নিয়ে জাদুঘর চালু করে?
 - A) নরওয়ে
 - B) সুইডেন
 - C) ব্রিটেন
 - D) পোল্যান্ড
 - ১৯. যুক্তরাষ্ট্রের মহিলারা ভোটাধিকার পায় কত সালে?
 - A) ১৯২০ সালে
 - B) ১৯৩০ সালে
 - C) ১৯৪০ সালে
 - D) ১৯৫০ সালে
 - ২০. WAPRO কী?
 - A) যুদ্ধ পরিকল্পনা সংস্থা
 - B) পানি সম্পদ পরিকল্পনা সংস্থা
 - C) আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা
 - D) জলবায়ু পরিবর্তন সংস্থা
 - ১. The Value of a machine depreciates 10% annually. If it’s present value is Tk. 4,000, its value after 2 years hence will be-
 - A) 3200
 - B) 3240
 - C) 3260
 - D) 3280
 - ২. দুটি পরস্পর সম্পূরক কোণের সমষ্টি কত ডিগ্রি?
 - A) ৭৫ ডিগ্রি
 - B) ১৮০ ডিগ্রি
 - C) ১২০ ডিগ্রি
 - D) ২০০ ডিগ্রি
 - ৩. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে?
 - A) ৫ ঘণ্টায়
 - B) ৭.৫ ঘণ্টায়
 - C) ৯ ঘণ্টায়
 - D) ৪ ঘণ্টায়
 - ৪. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
 - A) ২৫%
 - B) ৩০%
 - C) ৩২%
 - D) ৩৫%
 - ৫. ১২, ১৫, ৪৫, ৪৮, ১৪৪-এর পরবর্তী সংখ্যা—
 - A) ১৪৭
 - B) ১৫০
 - C) ১৫৫
 - D) ১৬০
 - ৬. ৮, ১১, ১৭, ২৯, ৫,—। পরবর্তী সংখ্যাটি কত?
 - A) ৫৯
 - B) ৭৫
 - C) ১০০
 - D) ১০১
 - ৭. একটি রম্বসক্ষেত্রের কর্ণদ্বয় যথাক্রমে ৫ সেমি ও ৪.৫ সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
 - A) ২.২৫ বর্গ সেমি
 - B) ২২.৫০ বর্গ সেমি
 - C) ১২.৫০ বর্গ সেমি
 - D) ১১.২৫ বর্গ সেমি
 - ৮. কোন লঘিষ্ট সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
 - A) ৮৯
 - B) ১৪১
 - C) ১৭০
 - D) ২৪৮
 - ৯. কোন সংখ্যাটি বৃহত্তম?
 - A) ০.৩
 - B) ০.৩
 - C) ২/৫
 - D) ১/৩
 - ১০. প্রত্যেক ঘনবস্তু কয় মাত্রিক?
 - A) দুই
 - B) চার
 - C) তিন
 - D) এক
 - ১. কাজ করার সামর্থ্যকে কী বলে?
 - A) ক্ষমতা
 - B) কার্য ক্ষমতা
 - C) বল
 - D) শক্তি
 - ২. বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কিসের সাহায্যে?
 - A) অ্যামিটার
 - B) ওহম
 - C) ভোল্টামিটার
 - D) ফিউজ
 - ৩. বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
 - A) ৪৫ শতাংশ
 - B) ৫০ শতাংশ
 - C) ৫৫ শতাংশ
 - D) ৬০ শতাংশ
 - ৪. দৃষ্টিভ্রমকে কী বলে?
 - A) রাতকানা
 - B) অন্ধত্ব
 - C) চোখে কম দেখা
 - D) মরীচিকা
 - ৫. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
 - A) কসমস
 - B) ওয়েরি হল
 - C) আলিবার্ড হল
 - D) এস্ট্রোলার হল
 - ৬. এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে?
 - A) প্রায় ৫-৬ কোটি
 - B) প্রায় ১০-১২ লক্ষ
 - C) প্রায় ১০-১২ কোটি
 - D) প্রায় ২-৩ কোটি
 - ৭. প্রাকৃতিক পরিবেশে তিনটি প্রধান নিয়ামক হলো—
 - A) মাটি, উদ্ভিদ, পাহাড়
 - B) পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি
 - C) বায়ু, পানি, গাছপালা
 - D) বায়ু, মাটি, উদ্ভিদ
 - ৮. ক্যানসার সম্পূর্ণভাবে নির্ণয়ের একমাত্র পরীক্ষা হলো—
 - A) বিলিরুবিন পরীক্ষা
 - B) রক্তচাপ পরিমাপ
 - C) অস্থিমজ্জা পরীক্ষা
 - D) প্রস্রাবের গ্লুকোজ পরীক্ষা
 - ৯. পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?
 - A) ১১১টি
 - B) ১৯৮টি
 - C) ১৫৮টি
 - D) ১৭২টি
 - ১০. মানুষের মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে?
 - A) সেরিবেলাস
 - B) করোটি
 - C) সেরিব্রাল
 - D) ডেনড্রন
 
ভালো একটা কাজ শুরু করতে যাচছি-জানিনা কি হবে না হবে".সময়ের ফাঁকে ফাঁকে জ্ঞানের এই স্বপ্নিল পথযাএা.
রবিবার, ১৩ নভেম্বর, ২০১১
model test 2
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন