- ১. ‘পাউডার’ কোন ভাষার শব্দ?
- A) পর্তুগিজ
- B) ওলন্দাজ
- C) তুর্কি
- D) ইংরেজি
- ২. স্ত্রীর মৃত্যুতে লেখা রবীন্দ্রনাথের কবিতা কোনটি?
- A) স্মরণ
- B) রূপনারানের কুলে
- C) ঊর্ধ্বশী
- D) মানসী
- ৩. কোনটি মিশ্র শব্দের উদাহরণ?
- A) বাদশা-বেগম
- B) চন্দ্র-সূর্য
- C) হেড মৌলভী
- D) চা-চিনি
- ৪. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
- A) উনিশ
- B) কুড়ি
- C) একুশ
- D) বাইশ
- ৫. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
- A) শবপোড়া
- B) শবদাহ
- C) শবমড়া
- D) মড়াদাহ
- ৬. সংখ্যা গণনার মূল একক কী?
- A) এক
- B) শূন্য
- C) এক শ
- D) কোনোটি নয়
- ৭. ‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?
- A) দ্বিতীয় তৎপুরুষ
- B) বহুব্রীহি
- C) দ্বিগু
- D) কর্মধারা
- ৮. ‘ওখানে যাস না’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- A) আদেশ
- B) অনুরোধ
- C) উপদেশ
- D) বিধান
- ৯. শুদ্ধ বাক্য কোনটি?
- A) দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল
- B) দুর্বলতাবশত: অনাথিনী বসে পড়ল
- C) দুর্বলতাবশত: অনাথা বসে পড়ল
- D) দুর্বলবশত: অনাথা বসে পড়ল
- ১০. ‘অ’ স্থলে ‘আ’ হওয়ার রীতিকে প্রত্যয়ে কী বলা হয়?
- A) উপধা
- B) গুণ
- C) বৃদ্ধি
- D) সংক্ষিপ্ত
- ১১. স্বধর্মচ্যুত-কোন সমাস?
- A) কর্মধারয়
- B) তত্পুরুষ
- C) বহুব্রীহি
- D) অব্যয়ীভাব
- ১২. ‘চিনির পুতুল’-এর অর্থ কী?
- A) পরিশ্রমকাতর
- B) পরিশ্রমী
- C) কর্মবিমুখ
- D) দক্ষ কর্মী
- ১৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত—
- A) সমাজপতি
- B) রাজনীতিবিদ
- C) ভাষাতত্ত্ববিদ
- D) বিজ্ঞানী
- ১৪. পার্শ্বিক ধ্বনি কোনটি?
- A) র
- B) ট
- C) ম
- D) ল
- ১৫. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
- A) কর্মকারকে সপ্তমী বিভক্তি
- B) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
- C) করণ কারকে সপ্তমী বিভক্তি
- D) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
- ১৬. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
- A) আলাওল
- B) ফকীর গরীবুল্লাহ
- C) সৈয়দ হামজা
- D) রেজাউদ্দৌলা
- ১৭. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
- A) দিকদর্শন
- B) সাওগাত
- C) ধূমকেতু
- D) সংবাদ
- ১৮. মধুসূদন রচিত ‘বীরাঙ্গনা’—
- A) পাত্র কাব্য
- B) মহাকাব্য
- C) গল্প
- D) গীতিকাব্য
- ১৯. সংস্কৃত উপসর্গ কোনটি?
- A) উপ
- B) অঘা
- C) অজ
- D) আড়
- ২০. কোন বাগ্ধারাটি ভিন্নার্থক?
- A) আদায়-কাঁচকলায়
- B) রুই-কাতলা
- C) অহিনকুল
- D) দা-কুমড়া
- ১. Delay : Retard
- A) Postpone: Promote
- B) Adjourn : Start
- C) Slow down: Hold up
- D) Defer : Accelerate
- ২. Are you doing anything special — the week-end?
- A) In
- B) for
- C) on
- D) at
- ৩. The Arabian Nights — still a great favourite.
- A) has
- B) are
- C) is
- D) were
- ৪. There are millions of star in----
- A) space
- B) a space
- C) the space
- D) none of them
- ৫. The phrase ‘pros and cons’ means—
- A) good and bad
- B) light and dark
- C) advantage and disadvantage
- D) in and out
- ৬. Who wrote ‘A thing of beauty is a joy for ever’?
- A) William Shakespeare
- B) John Keats
- C) John Milton
- D) William Wordsworth
- ৭. He has paid the penalty — his crimes — five years in prison.
- A) for, with
- B) at, by
- C) about, at
- D) after, in
- ৮. Now a days many villages are lit — electricity.
- A) with
- B) by
- C) from
- D) on
- ৯. The opposite word of `sluggish’
- A) animated
- B) dull
- C) heavy
- D) slow
- ১০. How many eggs have your hens — this month? — Which of the following words best completes the above sentence?
- A) lain
- B) laid
- C) lay
- D) laid
- ১১. He laughs -- the lame man.
- A) to
- B) at
- C) with
- D) for
- ১২. Just now he --- his dinner but he says he'll see you when he's finish.
- A) is having
- B) has had
- C) was having
- D) had
- ১৩. ‘Man & Superman’ is written by—
- A) Keats
- B) Shelly
- C) Byron
- D) G. B. Shaw
- ১৪. The synonym of the word ‘typical’ is—
- A) common
- B) extraordinary
- C) uncommon
- D) strange
- ১৫. Mr. Shibly has returned—
- A) a wallet back to its original owner
- B) to its original owner the wallet
- C) the wallet to its originally owner
- D) the wallet to its original owner
- ১৬. A synonym of 'plight' is:
- A) air travel
- B) suffering
- C) fall
- D) cruise
- ১৭. What kind of noun is “Cattle”?
- A) Proper
- B) Common
- C) Collective
- D) Material
- ১৮. It is impossible for trained surgeons to use—
- A) scissors
- B) needle
- C) cotton
- D) thread
- ১৯. The attorney told his client that—
- A) they had little chance of winning the case
- B) the case was of a small chance to win
- C) it was nearly impossible to win him the case
- D) the case had a minimum chance to be won by him.
- ২০. Titanic : Lilliputian —
- A) Gigantic : Monstrous
- B) Powerful : Wicked
- C) Obese : Emaciated
- D) Oceanic : Aquatic
- ১. বাংলাদেশে কৃষিতে শ্রমশক্তির শতকরা হার কত?
- A) ৪৮.৪%
- B) ৫৯.৩%
- C) ৪৭.৭%
- D) ৭০.২%
- ২. শেরেবাংলা এ কে ফজলুল হকের মন্ত্রিসভা কত সালে বঙ্গীয় কৃষি-খাতক আইন প্রণয়ন করে?
- A) ১৯৩৫ সালে
- B) ১৯৩৮ সালে
- C) ১৯২৮ সালে
- D) ১৯২৪ সালে
- ৩. বাংলাদেশে বর্তমানে কয়টি ইপিজেড রয়েছে?
- A) ৮টি
- B) ৪টি
- C) ৫টি
- D) ৭টি
- ৪. PKSF কী?
- A) বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান
- B) ক্ষুদ্রঋণ ও বিনিয়োগ তহবিল বিতরণের প্��
- C) টিভি চ্যানেল প্রতিষ্ঠান
- D) চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান
- ৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম—
- A) জর্জ হ্যারিসন
- B) ক্লিন রিচার্ড
- C) স্টোন হাউজ
- D) ডব্লিউ এ এস ওভারল্যান্ড
- ৬. বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা কোনটি?
- A) আশা
- B) গ্রামীণ ব্যাংক
- C) ব্র্যাক
- D) প্রশিকা
- ৭. পদ্মা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
- A) হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে
- B) হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ থেকে
- C) লুসাই পাহাড় থেকে
- D) নাগা ও মনিপুরের দক্ষিণ ঢাল থেকে
- ৮. ৩ জানুয়ারি ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলাটি কোথায় দায়ের করা হয়-
- A) আগরতলা
- B) লাহোর
- C) ঢাকা
- D) ইসলামাবাদ
- ৯. পাখি ছাড়া ‘বলাকা ও ‘দোয়েল’ বাংলাদেশের দুইটি উন্নত জাতের
- A) গমশস্য
- B) ধানশস্য
- C) ভুট্টাশস্য
- D) ইক্ষু
- ১০. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- A) ১৪ ডিসেম্বর
- B) ১২ ডিসেম্বর
- C) ১৩ ডিসেম্বর
- D) ১১ ডিসেম্বর
- ১১. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে?
- A) ফখরুদ্দিন মোবারক শাহ
- B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
- C) আকবর
- D) ঈসা খাঁ
- ১২. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
- A) নদীয়ায়
- B) চাঁদপুরে
- C) বারাসাতে
- D) নারিকেলবাড়িয়ায়
- ১৩. বাংলাদেশে সাক্ষরতার হার (২০০৯ সাল) কত?
- A) ৫৪.৮%
- B) ৪৪.৭%
- C) ৬৪.৭%
- D) ৪৫%
- ১৪. বর্তমানে ঢাকা শহরের শব্দদূষণের মাত্রা কত?
- A) ৯০-১১১ ডেসিবল
- B) ৮০-১০০ ডেসিবল
- C) ৭৫-৯৫ ডেসিবল
- D) ৭০-১২০ ডেসিবেল
- ১৫. তিতুমীরের প্রধান সেনাপতি কে ছিলেন?
- A) গোলাম মাসুম
- B) মীর কাশিম
- C) ফয়েজ খাঁ
- D) মীর হামিদ
- ১৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার—।
- A) আলতাফ মাহমুদ
- B) আবদুল আহাদ
- C) আবদুল লতিফ
- D) আবদুল গাফ্ফার চৌধুরী
- ১৭. বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
- A) ৪৫ শতাংশ
- B) ৫০ শতাংশ
- C) ৫৫ শতাংশ
- D) ৬০ শতাংশ
- ১৮. মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে ‘দ্বি-জাতি তত্ত্ব’ ঘোষণা করেন?
- A) ১৯৩৫ সালে
- B) ১৯৩৭ সালে
- C) ১৯৩৮ সালে
- D) ১৯৩৯ সালে
- ১৯. মীনা দিবস কত তারিখে পালন করা হয়?
- A) ২৪ সেপ্টেম্বর
- B) ১৯ জানুয়ারি
- C) ১০ নভেম্বর
- D) ৬ ডিসেম্বর
- ২০. বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?
- A) ভারত
- B) মালদ্বীপ
- C) ইকুয়েডর
- D) বাংলাদেশ
- ১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- A) ইংল্যান্ড
- B) যুক্তরাষ্ট্র
- C) ভারত
- D) সেনেগাল
- ২. ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে কয়টি দেশ খেলেছিল?
- A) ১০টি
- B) ১৩টি
- C) ৯টি
- D) ৭টি
- ৩. ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর লকারবি বিমান দুর্ঘটনার মূল নায়ক আবদেল বাসেত মোহাম্মদ আল মেগরাহি কবে মুক্তি পান?
- A) ২০ জুলাই ২০০৯
- B) ২০ আগস্ট ২০০৯
- C) ২৫ মে ২০০৯
- D) ৩০ জুলাই ২০০৯
- ৪. বিশ্বের দীর্ঘতম খাল কোন দেশে অবস্থিত?
- A) চীন
- B) মিসর
- C) জার্মানি
- D) সুইডেন
- ৫. ‘গ্রেট ভিক্টোরিয়া হ্রদ’ কোথায় অবস্থিত?
- A) ব্রিটেন
- B) রাশিয়া
- C) নিউজিল্যান্ড
- D) অস্ট্রেলিয়া
- ৬. ইতিহাসের জনক বলা হয় কাকে?
- A) অ্যারিস্টটল
- B) ইবনে খলদুন
- C) হেরোডোটাস
- D) প্লেটো
- ৭. শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক শাহের জন্মস্থান কোথায়?
- A) ভারতে
- B) পাকিস্তানে
- C) নেপালে
- D) বাংলাদেশে
- ৮. বিশ্ব অলিম্পিকে নারীরা সর্বপ্রথম অংশগ্রহণ করে—
- A) ১৯০২ সালে
- B) ১৯২০ সালে
- C) ১৯২৪ সালে
- D) ১৯২৮ সালে
- ৯. ম্যাগসাসে পুরস্কার প্রদান করে—
- A) জাপান
- B) চীন
- C) ফ্রান্স
- D) ফিলিপাইন
- ১০. PLO ও ইসরাইলের মধ্যে কত সালে অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
- A) ১৯৯০ সালে
- B) ১৯৯২ সালে
- C) ১৯৯৩ সালে
- D) ১৯৯৪ সালে
- ১১. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী কোনটি?
- A) হংকং
- B) ঢাকা
- C) লন্ডন
- D) টোকিও
- ১২. ১৯৬৫ সালের পরে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা—
- A) ১৫টি
- B) ৬টি
- C) ১১টি
- D) ১০টি
- ১৩. ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল ছিল—
- A) ৮ দিন
- B) ১০ দিন
- C) ১৫ দিন
- D) ১৮ দিন
- ১৪. কফি উৎপাদনে বিশ্বের শ্রেষ্ঠ দেশ কোনটি?
- A) ভারত
- B) চীন
- C) জাপান
- D) ব্রাজিল
- ১৫. ভারতের বিখ্যাত তিনমূর্তি ভবনটি কোথায় অবস্থিত?
- A) পাঞ্জাবে
- B) কাশ্মীরে
- C) নয়াদিল্লিতে
- D) তামিলনাড়ুতে
- ১৬. যুক্তরাষ্ট্র কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে?
- A) ফ্রান্সের
- B) ব্রিটেনের
- C) ইতালির
- D) জার্মানির
- ১৭. ‘হোয়াইট হল’ কোথায় অবস্থিত?
- A) প্যারিস
- B) লন্ডন
- C) তুরস্ক
- D) জার্মানি
- ১৮. আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
- A) জেনেভা
- B) হেগ
- C) মস্কো
- D) নিউইয়র্ক
- ১৯. বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা কে?
- A) রজার মিলা
- B) তেভেজ
- C) মিরোস্লাভ ক্লোসা
- D) রোনালদো
- ২০. পৃথিবীর চতুর্থ বৃহত্তর মহাদেশ কোনটি?
- A) উত্তর আমেরিকা
- B) আফ্রিকা
- C) এশিয়া
- D) দক্ষিণ আমেরিকা
- ১. প্রতিসরণ কোণ সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে?
- A) ৬০°
- B) ৯০°
- C) ৭০°
- D) ১৮০°
- ২. লিপ ইয়ার কত বছর পর পর গণনা করা হয়?
- A) ৩ বছর
- B) ৪ বছর
- C) ৮ বছর
- D) ৬ বছর
- ৩. গণিতে সংখ্যা প্রতীক কয়টি?
- A) ১০টি
- B) ৮টি
- C) ৫টি
- D) ৭টি
- ৪. কে সর্বপ্রথম বীজগণিত ও জ্যামিতির মধ্যে মৌলিক সম্পর্ক স্থাপন করেন।
- A) রেনে দেকার্ত
- B) ইউক্লিড
- C) আইনস্টাইন
- D) জর্জ ক্যান্টর
- ৫. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- A) ৩৬ বর্গমিটার
- B) ৪৮ বর্গমিটার
- C) ৪২ বর্গমিটার
- D) ৫০ বর্গমিটার
- ৬. [২-৩ (২-৩)-১]-১-এর মান কত?
- A) ৫
- B) -৫
- C) ১/৫
- D) -১/৫
- ৭. কোনো সংখ্যা ৩৭% হ্রাস পেলে ৩/৮ হয়?
- A) ২৫/৪২
- B) ৫/৪২
- C) ২৫/২৪
- D) ১৫/৪২
- ৮. ১২, ১৫, ৪৫, ৪৮, ১৪৪-এর পরবর্তী সংখ্যা—
- A) ১৪৭
- B) ১৫০
- C) ১৫৫
- D) ১৬০
- ৯. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে—
- A) ১০০°
- B) ১১৫°
- C) ১৩৫°
- D) ২২৫°
- ১০. ৮, ১১, ১৭, ২৯, ৫,—। পরবর্তী সংখ্যাটি কত?
- A) ৫৯
- B) ৭৫
- C) ১০০
- D) ১০১
- ১. কোন ধরনের পদার্থ সাধারণত তাপ কুপরিবাহী?
- A) কঠিন
- B) তরল
- C) গ্যাসীয়
- D) তরল ও গ্যাসীয়
- ২. উদ্ভিদের প্রতিটি জীবন্ত কোষে দিনরাত কত ঘণ্টা শ্বসনকাজ চলে?
- A) ২৪ ঘণ্টা
- B) ২২ ঘণ্টা
- C) ১২ ঘণ্টা
- D) ৮ ঘণ্টা
- ৩. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
- A) নাইট্রোজেনের
- B) ইউরিয়ার
- C) ফসফরাসের
- D) পটাশিয়ামের
- ৪. খাবার লবণ কোনটি?
- A) সোডিয়াম স্টিয়ারেট
- B) সোডিয়াম ক্লোরাইড
- C) কপার সালফেট
- D) সোডিয়াম সালফেট
- ৫. চা পাতায় কোন ভিটামিন থাকে?
- A) ভিটামিন ই
- B) ভিটামিন কে
- C) ভিটামিন এ
- D) ভিটামিন বি কমপ্লেক্স
- ৬. মানবদেহের রক্তে রক্তরসের পরিমাণ কত?
- A) ৫৫%
- B) ৩৫%
- C) ২৫%
- D) ৬৫%
- ৭. হাড় ও দাঁতকে মজবুত করে—
- A) আয়োডিন
- B) আয়রন
- C) ম্যাগনেসিয়াম
- D) ফসফরাস
- ৮. ‘ভাইরাস’ একটি—
- A) এককোষী জীব
- B) বহুকোষী জীব
- C) দ্বিকোষী জীব
- D) কোষহীন জীব
- ৯. টেপ রেকর্ডারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহূত হয়?
- A) স্থায়ী চুম্বক
- B) অস্থায়ী চুম্বক
- C) সংকর চুম্বক
- D) প্রাকৃতিক চুম্বক
- ১০. টেলিভিশনে রঙিন ছবি উত্পাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়?
- A) ১টি
- B) ২টি
- C) ৩টি
- D) ৪টি
ভালো একটা কাজ শুরু করতে যাচছি-জানিনা কি হবে না হবে".সময়ের ফাঁকে ফাঁকে জ্ঞানের এই স্বপ্নিল পথযাএা.