যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ
ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।
লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।
ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
এছাড়া আরো কত কি!
এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।
ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।
http://www.photoinstrument.com/index.html
ডাউনলোড লিঙ্কঃ http://www.photoinstrument.com/PhotoInstrument_setup.exe
PhotoInstrument 4.2 Build 430
ফুল ভার্শন করতে সিরিয়াল কী ডাউনলোড করুন এখানে ==http://www.mediafire.com/file/2g2r5xig95kt12l/PhotoInstrument%20Serial.txt
যাদের সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করতে সমস্যা হচ্ছে তাদের বলছি এখান [http://www.mediafire.com/?lfj8i1wh6lt41j6] থেকে ক্র্যাক ফাইলটি ডাউনলোড করুন। তারপর ফাইলটি আনজিপ করুন।এখন ক্র্যাক ফাইলটি ইন্সটল করা ফোল্ডার অর্থাৎ C:\Program Files\PhotoInstrument এখানে কপি পেস্ট করুন। ব্যস হয়ে গেল।
তথ্যসূত্র:http://techtunes.com.bd/photography/tune-id/38993/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন