- ১. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?
- A) মোহাম্মদ আকরাম খাঁ
- B) এয়াকুব আলী চৌধুরী
- C) এস ওয়াজেদ আলী
- D) আবুল ফজল
- ২. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
- A) ঠলী
- B) পানাস
- C) পাঠক
- D) সেলামি
- ৩. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদপ্রধান?
- A) পূর্বপদ
- B) অন্যপদ
- C) পরপদ
- D) উভয়পদ
- ৪. কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?
- A) বৃষ্টি পড়ে টাপুরটুপুর
- B) মন কেমন কেমন করছে।
- C) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়।
- D) বারবার মেঘ ডেকে ওঠে।
- ৫. ইয়ং বেঙ্গল কী?
- A) ইংরেজ শিক্ষার্থী
- B) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
- C) সাময়িকপত্র
- D) সাহিত্যিক গোষ্ঠী
- ৬. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহূত হয়?
- A) বৃন্দ
- B) কুল
- C) বর্গ
- D) দাম
- ৭. ‘সন্ধ্যাভাষা’ শব্দটি কোন যুগের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত?
- A) আধুনিক যুগ
- B) মধ্য ও প্রাচীন
- C) প্রাচীন
- D) মধ্য
- ৮. যা ছাড়া সাহায্য করা অসম্ভব।
- A) ইচ্ছা
- B) কারণ
- C) বন্ধুত্ব
- D) যোগাযোগ
- ৯. ‘যা কষ্টে জয় করা যায়’—এক কথায় প্রকাশ কোনটি?
- A) অজেয়
- B) বিজেতা
- C) বিজয়ী
- D) দুর্জয়
- ১০. কোনটি শুদ্ধ বাক্য?
- A) একটা গোপনে কথা বলি
- B) একটা গুপ্ত কথা বলি
- C) একটি গোপন কথা বলি
- D) একটা গোপনীয় কথা বলি
- ১১. বাংলা মৌলিক নাটক শুরু হয় কোন নাট্যকারের হাতে?
- A) মধুসূদন দত্ত
- B) দীনবন্ধু মিত্র
- C) রবীন্দ্রনাথ ঠাকুর
- D) রামনারায়ণ তর্করত্ন
- ১২. ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
- A) মহ+আর্ষি
- B) মহা+ঋষি
- C) মহা+অর্ষি
- D) মহো+ঋষি
- ১৩. পৃথিবী: সূর্য:: চাঁদ:?
- A) আকাশ
- B) পৃথিবী
- C) গ্রহ
- D) নক্ষত্র
- ১৪. ‘.... হন্তারক বারুদে বন্দুকে মুর্ছিত-মৃতের দেহ বিদ্ধ করে হত্যা-ব্যবসায়ী। -কবি ‘হত্যা ব্যবসায়ী’ বলেছেন কাকে?
- A) রাজাকার
- B) আলবদর
- C) পাক হানাদার
- D) আল শামস
- ১৫. ‘মস্যাধার’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- A) মত্স+আধার
- B) মত্স্য+আধার
- C) মসী+আধার
- D) মসি+আধার
- ১৬. কবি আলাওলের জন্মস্থান কোথায়?
- A) ফরিদপুরে
- B) বার্মায়
- C) চট্টগ্রামে
- D) খুলনায়
- ১৭. ধর্মমঙ্গলের আদি কবি কে?
- A) বাণভট্ট
- B) সীতারাম দাস
- C) ময়ূর ভট্ট
- D) মানিক গাঙ্গুলি
- ১৮. ‘সোনার তরী’ কবিতায় কোন চরণটি একাধিকবার ব্যবহূত হয়েছে?
- A) কূলে একা বসে আছি নাহি ভরসা
- B) একখানি ছোট ক্ষেত আমি একেলা
- C) দেখে যেন মনে হয় চিনি উহারে
- D) এতকাল নদী কূলে
- ১৯. ফোকলোর কথাটির উদ্ভাবক কে?
- A) উইলিয়াম থমস
- B) দীনেশচন্দ্র সেন
- C) মুহম্মদ শহীদুল্লাহ
- D) মনসুর বয়াতি
- ২০. ‘অনবধানতা’র বিপরীতার্থক শব্দ কোনটি?
- A) সাবধানতা
- B) অসাবধানতা
- C) মনোযোগিতা
- D) অমনোযোগিতা
- ১. As the sun —, I decided to go out.
- A) has shone
- B) shine
- C) shines
- D) was shining
- ২. I prefer tea---- coffee.
- A) than
- B) more
- C) to
- D) over
- ৩. One should be careful about — day.
- A) his
- B) had
- C) were
- D) one’s
- ৪. ‘I went back, closing the door.’ This a—
- A) complex sentence.
- B) compound sentence.
- C) simple sentence.
- D) both a+b
- ৫. The meaning of the word ‘obese’ is — .
- A) Very fat
- B) Ugly
- C) Tardy
- D) Obnoxious
- ৬. He is absorbed— thought.
- A) at
- B) for
- C) to
- D) in
- ৭. `Razzmatazz’ means —
- A) a musical instrument
- B) a well-planned programme
- C) a noisy activity
- D) a musical drama
- ৮. He stopped his car—when the light turned red.
- A) abruptly
- B) equitable
- C) ambiguously
- D) in cisively
- ৯. Choose the correct sentence.
- A) Though he is poor, but he is honest.
- B) Though he is poor, he is honest.
- C) Though he is poor, yet he is honest.
- D) Though he is poor or he is honest.
- ১০. He took an umbrella lest it-.
- A) rained
- B) would rain
- C) should rain
- D) rains
- ১১. Change speech. The teacher said, “I shall not teach him English.”
- A) The teacher said he would teach him English.
- B) The teacher said that he would not taught him English.
- C) The teacher said that he would not teach him English.
- D) The teacher said that he will not teach him English.
- ১২. Class : student
- A) Team : player
- B) Meeting : teacher
- C) Common : ordinary
- D) Bird : beast
- ১৩. ‘Vice-versa’ refers to—.
- A) for example
- B) face to face
- C) namely
- D) the terms being exchanged
- ১৪. what is the medium size of 'Bonsai'?
- A) below 6 inch
- B) 14-24 inch
- C) 6-12 inch
- D) more than 24 inch
- ১৫. These people are "bellicose" by nature. Find the beater replacement of the quoted word-
- A) whisper
- B) peaceful
- C) genial
- D) warlike
- ১৬. The antonym of ‘indifference’ is —
- A) ardour
- B) compassion
- C) anxiety
- D) concern
- ১৭. If a ruby is heated it — temporarily loose its colour.
- A) would
- B) will
- C) does
- D) has
- ১৮. The passive form of ‘The pill tastes bitter’ is—
- A) The pill was bitter when it was tasted
- B) The pill was bitter when it tasted
- C) The pill bitter when testing
- D) The pill is bitter when it is tasted
- ১৯. The synonym of the word ‘awful’ is—
- A) humble
- B) cheap
- C) dreadful
- D) shocking
- ২০. ‘It’s a great sorrow that Bangladesh has lost to Kenya.’ What is the exclamatory form of the above sentence?
- A) Hurrah! Bangladesh has lost to Kenya.
- B) Alas! Bangladesh has lost to Kenya.
- C) How! Bangladesh has lost to Kenya.
- D) Hey! Bangladesh has lost to Kenya.
- ১. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- A) সুকান্ত ভট্টাচার্য
- B) আবদুল গাফ্ফার চৌধুরী
- C) রবীন্দ্রনাথ ঠাকুর
- D) কাজী নজরুল ইসলাম
- ২. বিনিয়োগের পরিবেশ বিশ্বের কোন দেশে সবচেয়ে নিরাপদ?
- A) সিঙ্গাপুর
- B) যুক্তরাষ্ট্র
- C) ফ্রান্স
- D) ইতালি
- ৩. কত বছর পূর্ণ হলে ভোটার হতে পারে?
- A) ১৮ বছর
- B) ১৭ বছর
- C) ১৯ বছর
- D) ২০ বছর
- ৪. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে?
- A) মূল মধ্যরেখা
- B) মকরক্রান্তি রেখা
- C) আন্তর্জাতিক তারিখ রেখা
- D) কর্কট ক্রান্তিরেখা
- ৫. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
- A) পদ্মা
- B) মেঘনা
- C) যমুনা
- D) মধুমতী
- ৬. দেশের সংবিধান প্রবর্তিত হয়—
- A) ১৪ ডিসেম্বর
- B) ১৬ ডিসেম্বর
- C) ১৮ ডিসেম্বর
- D) ২০ ডিসেম্বর
- ৭. পৃথিবীর অন্যতম বৃহত্ ব-দ্বীপ কোনটি?
- A) অস্ট্রেলিয়া
- B) বাংলাদেশ
- C) নিউজিল্যান্ড
- D) সুমাত্রা
- ৮. বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কী?
- A) কর রাজস্ব বাবদ সংগৃহীত অর্থ
- B) বৈদেশিক রেমিট্যান্স বাবদ অর্থ
- C) মূল্য সংযোজন কর থেকে
- D) রপ্তানি আয় থেকে
- ৯. ‘ছিয়াত্তরের মস্বত্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
- A) ১১৭৬ সালে
- B) ১১৭০ সালে
- C) ১৭৭০ সালে
- D) ১১৭৮ সালে
- ১০. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
- A) মাকসুদুল আলম
- B) স্টিফেন হকিং
- C) গ্রেগর জোহান মেন্ডেল
- D) আবেদ চৌধুরী
- ১১. গ্রীষ্মকালে সমুদ্রের লোনাপানি বাংলাদেশের ভেতরে কত কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে?
- A) ১০০ কিমি
- B) ৮০ কিমি
- C) ৭৫ কিমি
- D) ২০ কিমি
- ১২. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
- A) রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জে
- B) সিলেটের লালখানে
- C) রাজশাহীর লালপুরে
- D) খুলনার কেশবপুরে?
- ১৩. দেশের মোট বাণিজ্যিক জ্বালানির কত ভাগ প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে মেটানো হয়?
- A) ৬৫ ভাগ
- B) প্রায় ৭৫ ভাগ
- C) প্রায় ৯৫ ভাগ
- D) প্রায় ৮৮ ভাগ
- ১৪. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
- A) ১৯৫৫ সালে
- B) ১৯৭৪ সালে
- C) ১৯৭৭ সালে
- D) ১৯৫২ সালে
- ১৫. রোহিতগিরি-এর বর্তমান নাম হচ্ছে-
- A) রোহিতপুর
- B) ময়নামতি
- C) রাজশাহী
- D) রাঙামাটি
- ১৬. বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের অন্যতম কারণ কী?
- A) স্বল্প আয়
- B) বেকারত্বের হার বেশি
- C) শিল্পায়নের অভাব
- D) দারিদ্র্যের দুষ্ট চক্র
- ১৭. জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
- A) সপ্তম
- B) নবম
- C) দশম
- D) পঞ্চম
- ১৮. ঘোড়াশাল সার কারখানায় কোন সার উত্পাদিত হয়?
- A) ইউরিয়া
- B) টিএসপি
- C) পটাশ
- D) অ্যামোনিয়া সালফেট
- ১৯. বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- A) দেবপাল
- B) ধর্মপাল
- C) গোপাল
- D) রামপাল
- ২০. আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
- A) ১২৩টি
- B) ১৫৩টি
- C) ১৬৪টি
- D) ১৭৩টি
- ১. 'র' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
- A) যুক্তরাষ্ট্র
- B) জার্মান
- C) জাপান
- D) ভারত
- ২. এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
- A) ফিলিপাইন
- B) শ্রীলংকা
- C) হংকং
- D) দক্ষিণ কোরিয়া
- ৩. জার্মানির নির্বাচিত চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রাজনৈতিক দল হচ্ছে—
- A) লিবারেল পার্টি
- B) লেবার পার্টি
- C) ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন
- D) পিপলস পার্টি
- ৪. বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বিশ্বের চরম দরিদ্র জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ কোথায় বাস করে?
- A) ভারতে
- B) বাংলাদেশে
- C) তিউনিসিয়ায়
- D) ইথিওপিয়ায়
- ৫. ইউরোপের একক মুদ্রা ‘ইউরো’ চালু করা হয় কবে?
- A) ১৯৯০ সালে
- B) ১৯৯৩ সালে
- C) ১৯৯৬ সালে
- D) ১৯৯৯ সালে
- ৬. অং সান সুচি কে?
- A) অভিনেত্রী
- B) গণতন্ত্রপন্থী নেত্রী
- C) হিমালয় পর্বত বিজয়ী
- D) নারীনেত্রী
- ৭. মারকানা স্টেডিয়াম কোন দেশে অবস্থিত?
- A) উরুগুয়ে
- B) আর্জেন্টিনা
- C) ব্রাজিল
- D) মেক্সিকোতে
- ৮. লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের নাগরিক ছিলেন?
- A) স্পেনের
- B) ইতালির
- C) চীনের
- D) ব্রিটেনের
- ৯. উত্তম নির্বাচন পদ্ধতি কোনটি?
- A) গোপন ভোট
- B) প্রকাশ্য ভোট
- C) দলীয় নির্বাচন
- D) সমঝোতার ভোট
- ১০. ফা হিয়ান কে?
- A) চীনা পর্যটক
- B) বাঙালি লেখক
- C) বৌদ্ধ পুরোহিত
- D) রাজা
- ১১. আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
- A) জাপান
- B) পাকিস্তান
- C) ইংল্যান্ড
- D) আলজেরিয়া
- ১২. ‘অরবিটস’ প্রতিষ্ঠিত হয়—
- A) ১৯৭০ সালে
- B) ১৯৮১ সালে
- C) ১৯৮২ সালে
- D) ১৯৯০ সালে
- ১৩. সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
- A) অগাস্ট কোঁৎ
- B) কার্ল মার্ক্স
- C) প্লেটো
- D) ম্যাকাইভার
- ১৪. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
- A) আন্দিজ
- B) হিমালয়
- C) রকি
- D) আল্পস
- ১৫. বিশ্বকাপ ফুটবলের গান ‘ওয়েভিন ফ্ল্যাগ’ কে গেয়েছেন?
- A) শাকিরা
- B) মাইকেল জ্যাকসন
- C) কেনান
- D) জর্জ মাইকেল
- ১৬. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
- A) এশিয়া
- B) ইউরোপ
- C) আফ্রিকা
- D) ওশেনিয়া
- ১৭. অং সান সুচি কে?
- A) দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী
- B) জাপানের নেত্রী
- C) মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী
- D) হংকংয়ের মন্ত্রী
- ১৮. আফ্রিকা তথা মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলায় আসেন কত সালে?
- A) ১৩৪৪ সালে
- B) ১৩৪৫ সালে
- C) ১৩৪৬ সালে
- D) ১৩৪৭ সালে
- ১৯. বিশ্ব ডায়বেটিকস দিবস—
- A) ১২ নভেম্বর
- B) ১৪ নভেম্বর
- C) ১৬ নভেম্বর
- D) ১৮ নভেম্বর
- ২০. চীনের বিখ্যাত “তিয়েন আনমেন” স্কোয়ারে তীব্র ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কত সালে?
- A) ১৯৮৫ সালে
- B) ১৯৮৭ সালে
- C) ১৯৮৮ সালে
- D) ১৯৮৯ সালে
- ১. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
- A) PC=PD
- B) PA=AB
- C) PB=PA
- D) PB=PD
- ২. ৫:১৮, ৭:২ এবং ৩:৬-এর মিশ্র অনুপাত কত?
- A) ৩৫:৭২
- B) ৭২:১০৫
- C) ৭২:৩৫
- D) ১০৫:৭২
- ৩. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত?
- A) ৫৬ বছর, ২৪ বছর
- B) ৫৬ বছর, ৩৪ বছর
- C) ৪৬ বছর ৩৬ বছর
- D) ৬৬ বছর, ২৪ বছর
- ৪. গণিতে সংখ্যা প্রতীক কয়টি?
- A) ১০টি
- B) ৮টি
- C) ৫টি
- D) ৭টি
- ৫. ৪০ সংখ্যাটি a থেকে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
- A) a= ৪০+১
- B) a+৪০=১১
- C) a+১১=৪০
- D) a= ৪০+১১
- ৬. ১, ১, ২, ৩, ৫, ৮—এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?
- A) ২১
- B) ১৩
- C) ১৯
- D) ১৬
- ৭. ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
- A) ১.১১১১
- B) ০.০১১১১
- C) ১১.১১০১
- D) ১.১০১১১
- ৮. একটি বৃত্তের ব্যাসার্ধ ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে—
- A) ৫০%
- B) ১২৫%
- C) ২৫%
- D) ২৫০%
- ৯. ৯৯৫২-এর ১২১/২% সমান কত?
- A) ৯৯৬
- B) ১২৪৪
- C) ২০৪৩
- D) ৮৯৯
- ১০. x-এর মান কত হলে a(x-a)=b(x-b) হবে?
- A) 1
- B) a-b
- C) a+b
- D) b-a
- ১. বৃক্কের গঠন ও কাজের একককে কী বলে?
- A) নেফ্রন
- B) পেলভিস
- C) মেডুলা
- D) অ্যাক্সন
- ২. ধূমপানে ধমনিগাত্র কেমন হয়ে যায়?
- A) অতিরিক্ত পাতলা
- B) নরম
- C) শক্ত
- D) কপাটিকাবিহীন
- ৩. টেপ রেকর্ডারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহূত হয়?
- A) স্থায়ী চুম্বক
- B) অস্থায়ী চুম্বক
- C) সংকর চুম্বক
- D) প্রাকৃতিক চুম্বক
- ৪. নিচের কোনটি খাবার লবণ?
- A) সোডিয়াম ক্লোরাইড
- B) জিঙ্ক অক্সাইড
- C) সোডিয়াম কার্বনেট
- D) ক্লোরিন কার্বনেট
- ৫. কোন ভিটামিনের অভাবে মুখ ও জিহ্বায় ঘা হয়?
- A) ভিটামিন ই
- B) ভিটামিন কে
- C) ভিটামিন বি টু
- D) ভিটামিন ডি
- ৬. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
- A) তাপশক্তি
- B) আলোক শক্তি
- C) রাসায়নিক শক্তি
- D) সৌরশক্তি
- ৭. প্রাকৃতিকভাবে মিনারেল ওয়াটার কোথায় পাওয়া যায়?
- A) ঝরনার পানিতে
- B) সমুদ্রের পানিতে
- C) নদীর পানিতে
- D) বৃষ্টির পানিতে
- ৮. ভার্নিয়ার স্কেলের আবিষ্কারক পিয়েরে ভার্নিয়ার দেশ কোথায়?
- A) বেলজিয়াম
- B) ফ্রান্স
- C) ব্রিটেন
- D) ইতালি
- ৯. বৈদ্যুতিক শকে দেহের কোষের কী হয়?
- A) পুড়ে যায়
- B) জমাট বেঁধে যায়
- C) নষ্ট হয়ে যায়
- D) ভেঙে যায়
- ১০. হাইড্রোজেনের সংকেত কোনটি?
- A) H2
- B) H
- C) 2H
- D) 4H2
ভালো একটা কাজ শুরু করতে যাচছি-জানিনা কি হবে না হবে".সময়ের ফাঁকে ফাঁকে জ্ঞানের এই স্বপ্নিল পথযাএা.
রবিবার, ১৩ নভেম্বর, ২০১১
test 3
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন