শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

এক উইন্ডোতে ফেসবুক ও টুইটার



সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার এখনকার ইন্টারনেট বিশ্বের অন্যতম প্রবণতা। একদিন এসব সাইটে স্ট্যাটাস হালনাগাদ না করলে যেন অস্বস্তিতে ভুগে থাকেন অনেকেই। ফেসবুক বা টুইটার ব্যবহার করার জন্য রয়েছে বেশ কিছু ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন যার মাধ্যমে একটি উইন্ডো থেকেই নিয়ন্ত্রণ করা যায় ফেসবুক বা টুইটারের একাধিক অ্যাকাউন্ট।

ডেসট্টয় টুইটার

ফেসবুকের মতো সমান জনপ্রিয় না হলেও পিছিয়ে নেই টুইটার। আর জনপ্রিয়তাতেও এটি বাড়ছে দিন দিন। টুইটারের অ্যাকাউন্টের সার্বিক নিয়ন্ত্রণের জন্যই বিশেষ অ্যাপ্লিকেশন ‘ডেসট্রয় টুইটার’। অ্যাডোবি এয়ার নির্ভর এই অ্যাপ্লিকেশনটির নামের সাথে ডেসট্রয় থাকলেও তা ডেসট্রয়ার নয়; বরং একে ম্যানজোর বলাই ভালো। অ্যাপ্লিকেশনটি ইন্সটল করলে ছোট্ট একটি উইন্ডোতে এটি প্রদর্শিত হয় এবং এর মাধ্যমেই নতুন টুইট, মেনসন বা টুইটারের ম্যাসেজগুলো পূর্ণভাবে ব্রাউজ করা যায়। অ্যাকাউন্টে নতুন কোনো টুইট আসলে বা মেসেজ থাকলে পপ-আপ মেসেজের মাধ্যমে এটি জানিয়ে দেয় সাথে সাথেই। তবে চাইলে এই অপশনটি নিষ্ক্রিয় করে দেবার ব্যবস্থাও রয়েছে। আবার পপ-আপ সক্রিয় থাকলে ডেস্কটপের ঠিক কোন জায়গাটিতে তা প্রদর্শিত হবে এবং কোন ধরনের নোটিফিকেশনে কোন ধরনের শব্দ করবে, সেগুলোও কাস্টমাইজড করা যায় এতে। পাশাপাশি ফন্ট এর আকার, রঙ, থিম সবকিছুই পরিবর্তন করা যায় ইচ্ছামতো। যোগ করা যায় নতুন নতুন আইকন। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স যেকোনো অপারেটিং সিস্টেমের জন্যই কাজ করে এই অ্যাপ্লিকেশনটি। খুব ছোট্ট এবং হালকা এই টুইটার ক্লায়েন্টটি ডাউনলোড করতে ভিজিট করুন :www.destroytwitter.com

সিসমিক ডেস্কটপ

সব ধরনের সোস্যাল ওয়েব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরি একটি অ্যাপ্লিকেশন ‘সিসটিমক ডেস্কটপ’। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের সব অ্যাকাউন্টকে এই একটিমাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায়। অ্যাডোবি এয়ার নির্ভর অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার পরই এতে যুক্ত করে দেয়া যায় ফেসবুক, টুইটারসহ যেকোনো সোস্যাল অ্যাকাউন্ট। আর তাতে করে এটি নিজেই স্বয়ংক্রিয়ভাবে এর উইন্ডেতে বিভিন্ন প্যানের মাধ্যমে প্রদর্শন করে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য। তবে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য প্রদর্শনের স্থানগুলো কাস্টমাইজডও করা যায় এর মাধ্যমে। পাশাপাশি এতে রয়েছে শুধুমাত্র ফেসবুক বা শুধুমাত্র টুইটার অ্যকাউন্টের তথ্য প্রদর্শনের ব্যবস্থাও। সিসমিক ডেস্কটপের সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে পৃথক ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছাড়াও এটি ব্যবহারযোগ্য বিভিন্ন মোবাইল ডিভাইসে এবং বর্তমানের জনপ্রিয় সব স্মার্টফোনেও। আর এর বাইরেও এটি ইন-ব্রাউজার অ্যাপ্লিকেশন হিসেবেও ব্যবহার করা যায়। অর্থাত্, যে কোনো ব্রাউজারে এটি ইন্সটল করে নিলে ওই ব্রাউজারের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায় ফেসবুক, টুইটার, মাইস্পেস বা লিংক এডইন এর সব অ্যাকাউন্ট। চমত্কার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে ভিজিট করুন www.seesmic.com

হুট স্যুট

ব্যক্তিগত ব্যবহারের বাইরওে যারা বাণিজ্যিক কাজে একাধিক অ্যাকাউন্ট মেইনটেইন করে থাকেন ফেসবুকে; পাশাপাশি টুইটার, লিংক এডইন, ওয়ার্ডপ্রেস, পিং- এসব সাইটেও একাধিক অ্যাকাউন্ট ও পেজ চালু রাখেন, তাদের সব অ্যাকাউন্ট পেজের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য রয়েছে আরেক সোস্যাল ক্লায়েন্ট ‘হুটস্যুট’। বাণিজ্যিক বা প্রফেশনাল পর্যায়ে ব্যবহারের জন্য হলেও হুটস্যুট এ রয়েছে বিনামূল্যের সংস্করণ যার মাধ্যমে ৫টি সোস্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট এবং ২টি আরএসএস ফিড নিয়ন্ত্রণ করা যায়। তবে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টের পরিমাণ বাড়িয়ে নেয়া যায়। ক্লাউড নির্ভর এই সেবা ওয়েব ব্রাউজারসহ অ্যানড্রয়েড, আইফোন ও ব্ল্যাকবেরী প্লাটফর্মেও সমর্থনযোগ্য। বিনামূল্যের সংস্করণে সাইনআপ করার মাধ্যমে তৈরি হবে গ্রাহকের হুটস্যুট ড্যাশবোর্ড যেখানে প্রয়োজন মতো বিভিন্ন সোস্যাল ওয়েবসাইটের অ্যাকাউন্ট যোগ করা যাবে। এর বিভিন্ন ট্যাবের মাধ্যমে প্রদর্শিত হয় প্রতিটি অ্যাকাউন্ট। এতে রয়েছে শিডিউল টুইটের সুবিধা এবং এখান থেকে টুইটার অ্যাকাউন্টের বিস্তারিত পরিসংখ্যান পাওয়া যায়। প্রফেশনালদের জন্য এটি হতে পারে ভালো একটি পছন্দ। ওয়েব ঠিকানা :www.hootsuite.com

টোয়ার্ল

আরেকটি ছোট্ট কিন্তু কার্যকরী একটি সোস্যাল ক্লায়েন্ট টোয়ার্ল। এটির ইন্টারফেস অনেকটা প্রচলিত ইন্সট্যান্ট মেসেঞ্জার ক্লায়েন্টের মতোই। তবে এতে রয়েছে নানা রকম সব ফিচার। এর মাধ্যমে একাধিক সোস্যাল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা যায়। টুইটার, ল্যাকোনি, ফ্রেন্ডফিড এর অ্যাকাউন্টগুলো যুক্ত করলে নতুন যেকোনো টুইট বা মেসেজে এখানে নোটিফিকেশন প্রদর্শন করে। পাশাপাশি ফেসবুক, লিংক এডইন, মাইস্পেস-এ স্ট্যাটাস ও পোস্ট আপডেট করা যায়। সিসমিক ভিডিও থেকে এটি সরাসরি ভিডিও রেকর্ড করে টুইটারে আপলোড করতে পারে। এই সোস্যাল ক্লায়েন্টে রয়েছে ইংরেজি বানান যাচাইয়ের ব্যবস্থা। আর বিশেষ সুবিধার মধ্যে রয়েছে ‘ইউআরএল’ সংক্ষিপ্ত করার সুবিধা। যে কোনো বড় ওয়েব ঠিকানাকে এটি বিভিন্ন ইউআরএল সর্টেনারের মাধ্যমে সংক্ষিপ্ত করে দিতে পারে। সব ধরনের অপারেটিং সিস্টেমেই কাজ করে এটি। তবে এর জন্য প্রয়োজন হবে অ্যাডোবি এয়ার। ছোট্ট এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে নিতে ভিজিট করুন www.twhirl.org