শনিবার, ১২ নভেম্বর, ২০১১

আপনি কি জানতে চান আপনার পিসির A-Z?



আপনি কি জানতে চান আপনার পিসির A-Z?

আমরা অনেকেই আমাদের পিসির সর্ম্পকে বিস্তারিত জানি না।

অনেক সময় দেখা যায়,হয়তো সাময়িক সময়ের জন্য অন্য কারো পিসি ব্যবহার করতে গেলে,অথবা অফিসের পিসিতে,বা বিদেশ থেকে পাঠানো পিসির ডিটেইল অনেকেরই জানা থাকে না।

অনেকেই জানে না,তার পিসির মাদারবোর্ডের ডিটেইল,বা তার পিসিতে যতগুলো সফটয়্যার ইনস্টল করা আছে,তাদের সম্পূর্ন তথ্য।আপনার বায়োস,গ্রাফিক্স কার্ড,সাউন্ড কার্ড,ডিভিডি রম বা মনিটরের ডিটেইল তথ্যই কি আপনার জানা আছে?

কিন্তু আপনার পিসিটি সর্ম্পকে কাউকে বিস্তারিত জানাতে গেলে,অথবা বিক্রি করতে গেলে এই তথ্য গুলো অতন্ত্য জরুরি হয়ে দাড়ায়।

উইনডোজ ৭ এ All Programs>Accessories>System Tools>System Information এ গিয়ে এই তথ্য গুলোর কিছুটা আপনি সহজেই জানতে পারবেন।

কিন্তু আপনি যদি আপনার পিসির A-Z সবটুকু জানতে চান,তবে আপনাকে ব্যবহার করতে হবে ৩মেগাবাইটের একটি ছোট সফটয়্যার।

এই সফটয়্যার এতটাই কাজের যে আপনার পিসির ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড র্পযন্ত চাইলে আপনি দেখতে পাবেন।আপনি আপনার পিসির CPU & Memory Usage +CPU Temperature ,এমনকি CPU এর প্রতিটি Core এর আলাদা আলাদা Temperature দেখতে পারবেন ।

আপনি চাইলে আরো জানতে পারবেন ___

• Software Information: Operating System, Software Licenses (Product Keys / Serial Numbers / CD Key), Installed Software and Hotfixes, Processes, Services, Users, Open Files, System Uptime, Installed Codecs, Passwords Recovery, Server Configuration.

• Hardware Information: Motherboard, CPU, Sensors, BIOS, chipset, PCI/AGP, USB and ISA/PnP Devices, Memory, Video Card, Monitor, Disk Drives, CD/DVD Devices, SCSI Devices, S.M.A.R.T., Ports, Printers.

• Network Information: Network Cards, Network Shares, currently active Network Connections, Open Ports.

• Network Tools: MAC Address Changer, Neighborhood Scan, Ping, Trace, Statistics, Broadband Speed Test

• Miscellaneous Tools: Eureka! (Reveal lost passwords hidden behind asterisks), Monitor Test, Shutdown / Restart.

• Real-time monitors: CPU, Memory, Page File usage and Network Traffic.

সফটয়্যারটির ব্যপারে আরও বিস্তারিত জানতে ঘুরে আসুন নিচের ঠিকানায়__

http://www.gtopala.com/ডাউনলোড লিংক :
http://www.mediafire.com/?bhd9barzl8ajzra

এখানে এর সিরিয়াল কি সহ দেয়া আছে,তা দিয়ে রেজিস্ট্রেশান কমপ্লীট করুন + কখনো আপডেট করবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন