শনিবার, ১২ নভেম্বর, ২০১১



ইন্টারনেটের এই যুগে মানুষের যোগাযোগের ক্ষেত্রটি আরও বিস্তৃত হয়েছে।বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের কারনে এখন আমরা একে অপরের অনেক কাছাকাছি থাকতে পারি।কিন্তু এতে আমাদের পারস্পারিক সর্ম্পকে চলে এসেছে কৃত্তিমতা।ধরুন আপনার প্রিয় বন্ধুটির আজ জন্মদিন।তাকে শুভেচ্ছা জনাবেন???মোবাইলে কল করলেন ১২টার দিকে,Waiting।কল রিসিভ করলেও,তাতে কোনো নতুনত্ব নেই।কারন অনেকের কলের ভিড়ে,আপনার কথা গুলো মনেই থাকবেনা তার।এসএমএস পাঠালে,তাও কোনো লাভ নেই।ওইদিন এত এসএমএসের ভিড়ে আপনার এসএমএসের কোনো খবরই থাকবেনা।এছাড়া হতে পারে যে আপনার বন্ধুটির সাথে আপনার যোগাযোগ শুধুই ফেসবুকে,কারন সে থাকতে পারে অনেক দূরে,অথবা আপনার সাথে পরিচয়ই নেটে।এইসব ক্ষেত্রে আমরা সাধারনত তার ফেসবুক Wall এ শুভ জন্মদিন লিখেই খালাস।কিন্তু খেয়াল করলে বুঝবেন,বর্তমানে আমাদের জন্মদিনে ওয়াল ভর্তি হয়ে যায়,এই জাতীয় শুভেচ্ছা বানীতে যার বেশীর ভাগই আমরা পড়ে দেখিনা,কারন তাতে থাকেনা নতুনত্বের ছোঁয়া।এই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন,তা হল তাকে ই-কার্ড পাঠাতে পারেন।গুগলে ফ্রি ই-কার্ড লিখে র্সাচ দিলে হাজার হাজার ই-কার্ড দেখতে পাবেন।এখন এই সব কার্ড থেকে বেছে নিন আপনার পছন্দের কার্ডটি।অতঃপর তাতে বিভিন্ন ফটোএডিটিং সফটওয়ারের মাধ্যমে সহজেই এর অরিজিনাল ডিজাইনারের নাম মুছে দিয়ে + আপনার নিজস্ব কোনো লেখা বা তার পছন্দের কোনো কার্টুন অথবা যেই নামে [ক্লোজ বন্ধুরা প্রায় সময় মজা করে একে অপরকে যা ডাকেন] আপনারা তাকে ডাকেন ,সেই নামে সম্মোধন করে র্কাডটি থেকে কৃত্তিমতা যথাসম্ভব দূর করুন+আপনার নিজস্বতা যুক্ত করুন।অতপর এই ই-কার্ডটি যখন সে তার প্রোফাইল অথবা ইনবক্সে দেখতে পাবে,অবশ্যই তা তার চোখে পড়বে+সে বুঝতে পারবে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ন।ই-কার্ডের জন্য আপনারা নিচের সাইট দুটোও দেখতে পারেন।
www.someecards.com
http://www.regardsbox.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন