জেমস জুল একজন বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ। তার বাবার ছিল বিয়ার প্রস্তুতের কারখানা। শুরুর দিকে তিনি নিজেও এই কারখানায় দায়িত্ব পালন করেন। তবে তাকে পরবর্তীতে পড়ালেখা করতে পাঠানো হয় ম্যানচেস্টার লিটারারি এন্ড ফিলোসোফিক্যাল সোসাইটিতে। এখানে তিনি আরেক বিখ্যাত বিজ্ঞানী জন ডাল্টনের সাথে পড়ালেখা করেন। পরে তিনি পদার্থবিদ্যা নিয়ে গবেষণা শুরু করেন। তার গবেষণার ক্ষেত্র ছিল তাপ। গবেষণা করতে গিয়ে তিনি তাপশক্তির সাথে যান্ত্রিক শক্তির রূপান্তরের সম্পর্ক বের করেন সাফল্যের সাথে। তার এই গবেষণার ফলেই উদ্ভব হয় তাপ সম্পর্কিত আজকের পরিচিত জুলের সূত্র যা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসেবেই পরিচিত। তাকে সম্মান জানাতে তার নাম অনুসারেই শক্তির এস আই এককের নাম রাখা হয় জুল। পরে তিনি আরেক তাপ বিজ্ঞানী লর্ড কেলভিনের সাথেও গবেষণা করেন। ১৮১৮ সালে জন্ম নেয়া জেমস জুল মৃত্যু বরণ করেন ১৮৮৯ সালে।