শনিবার, ১২ নভেম্বর, ২০১১

আপনারা যারা মোবাইলে নেট ব্যবহার করেন,তাদের আজ পরিচয় করিয়ে দেব এমন একটি ওয়েব সাইটের সাথে,যা দিয়ে আপনি মোবাইলে যে কোনো সাইজের যেকোনো ছবি ডাউনলোড করতে পারবেন।সাধারনত আমরা মোবাইলের ওয়ালপেপার ডাউনলোডের জন্য বা MMS পাঠানোর জন্য অনেক ওয়েব সাইটে ঘুরে অযথা সময় নষ্ট করি।কিন্তু এই ওয়েব সাইট একবার ব্যবহার করলে,আপনার আর কখনোই কোনো ছবির জন্য Google বা অন্য কোনো ওয়েব সাইটে ঘুরতে হবে না।তবে আগেই বলে রাখি,এই ওয়েব সাইটটি মোবাইলে ব্যবহার করেই সবচাইতে ভালো ফলাফল পাবেন।

ওয়েব সাইটটির লিংক:
www.abphone.com

যারা ইতিমধ্যে এই সাইট ব্যবহার করেছেন,তারা একবাক্যে স্বীকার করবে,এই সাইটটি মোবাইলে ছবি ডাউনলোডের জন্য বেষ্ট।

এই ওয়েব সাইটটির স্পেশালিটির প্রথমেই আসবে,এর Similar Seaarch অপসানটি।ধরুন আপনি LOVE লিখে সার্চ দিলেন।এতে LOVE সর্ম্পকিত হাজার হাজার ছবি আসবে।এখন আপনি হয়তো খুঁজতেছেন LOVE সর্ম্পকিত কবিতা সম্বলিত কিছু ছবি।কিন্তু কি লিখে সার্চ দিবেন ঠিক বুঝতে পারছেন না।তাহলে আপনি LOVE লিখে সার্চ দিলে ছবির যে লিষ্ট পাবেন,তার নিচে একটা অপশান পাবেন Similar Seaarch নামে।সেখানে ক্লিক করলেই আপনি LOVE এর সাথে সর্ম্পকযুক্ত যে কি-ওয়ার্ড দিয়ে বেশী ছবি পাওয়া যায়,তার একটি তালিকা পাবেন,যেমন,LOVE U,TRUE LOVE,LOVE ANIMATION,LOVE POEMS…..Etc.এই তালিকা আপনাকে আপনি যা খুজছেন,তা পেতে সহায়তা করবে।

আপনি যদি এই ওয়েব সাইটে কোনো ছবি নরমালি দেখেন,তা খুব একটা বড় সাইজ শো করবে না।এর জন্য আপনি Prefs এ ঢুকে Wallpaper এ ক্লিক করলে ছবির Width এবং Heigth সিলেক্ট করার একটা অপসান পাবেন।এখানে আপনি আপনার প্রয়োজনীয় সাইজ লিখে Apply এবং Done দিয়ে ছবি গুলো খুজলে,আপনার প্রয়োজনীয় সাইজের ছবি শো করবে।আমি সাধারনত বড় সাইজের ছবি ডাউনলোডের জন্য Width এবং Heigth ১০০০ দিয়ে রাখি।আপনি বিভিন্ন সাইজ দিয়ে ট্রাই করে দেখতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন